ETV Bharat / state

গুজরাতের বয়লারে বিস্ফোরণে মৃত বাঁকুড়ার যুবকের দেহ পৌঁছাল জেলায়

বুধবার গুজরাতে কেমিকাল কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বাঁকুড়ার এক যুবকের । আজ তাঁর দেহ জেলায় পৌঁছায় । ইতিমধ্যে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ।

author img

By

Published : Jun 7, 2020, 1:28 AM IST

dead body of a youth
কফিনবন্দী দেহ

রানিবাঁধ, 6 জুন : শ্রমিকের কাজ করতে গিয়েছিলে গুজরাতের বাহরুচের একটি কেমিকাল কারখানায় । বুধবার(4 জুন) ওই কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটে । তাতেই মৃত্যু হয় বাঁকুড়ার এক যুবকের । নাম জয়ন্ত মাহাত । আজ তাঁর কফিনবন্দী দেহ জেলায় পৌঁছায় । তারপর পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন ।

শ্রমিকের কাজের জন্য জয়ন্ত-সহ জেলার পাঁচ যুবক গুজরাতের বাহরুচে গিয়েছিলেন । সেখানে একটি অ্যাগ্রো কেমিকাল কারখানায় কাজ করতে শুরু করে । গতকাল সেই কারখানারই একটি বয়লারে আগুন লাগে । তাতেই আহত হন জেলার ওই পাঁচ যুবক । তাঁদের হাসপাতালে ভরতি করা হয় । সেখানে জেলার বাকি চার জনকে বাঁচানো সম্ভব হয় । কিন্তু জয়ন্তর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । এরপরেই জয়ন্তর মৃতদেহ বাঁকুড়ায় তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় । সেইমতোই আজ বাকুঁড়া পৌঁছায় দেহ ।

দু'বছর আগেই মারা গেছেন জয়ন্তর মা । বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা ও এক ভাই । আজ তাঁরা জয়ন্তর শেষকৃত্য সম্পন্ন করেন । জয়ন্তর বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করেন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি । তিনি মৃতের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।

রানিবাঁধ, 6 জুন : শ্রমিকের কাজ করতে গিয়েছিলে গুজরাতের বাহরুচের একটি কেমিকাল কারখানায় । বুধবার(4 জুন) ওই কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটে । তাতেই মৃত্যু হয় বাঁকুড়ার এক যুবকের । নাম জয়ন্ত মাহাত । আজ তাঁর কফিনবন্দী দেহ জেলায় পৌঁছায় । তারপর পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন ।

শ্রমিকের কাজের জন্য জয়ন্ত-সহ জেলার পাঁচ যুবক গুজরাতের বাহরুচে গিয়েছিলেন । সেখানে একটি অ্যাগ্রো কেমিকাল কারখানায় কাজ করতে শুরু করে । গতকাল সেই কারখানারই একটি বয়লারে আগুন লাগে । তাতেই আহত হন জেলার ওই পাঁচ যুবক । তাঁদের হাসপাতালে ভরতি করা হয় । সেখানে জেলার বাকি চার জনকে বাঁচানো সম্ভব হয় । কিন্তু জয়ন্তর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । এরপরেই জয়ন্তর মৃতদেহ বাঁকুড়ায় তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় । সেইমতোই আজ বাকুঁড়া পৌঁছায় দেহ ।

দু'বছর আগেই মারা গেছেন জয়ন্তর মা । বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা ও এক ভাই । আজ তাঁরা জয়ন্তর শেষকৃত্য সম্পন্ন করেন । জয়ন্তর বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করেন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি । তিনি মৃতের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.