বাঁকুড়া, 28 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে সোমবার বাঁকুড়ার মেজিয়া (Mejia) ব্লকের অর্ধগ্রামে নিবিড় জনসংযোগ কর্মসূচি হিসাবে পদযাত্রা অনুষ্ঠিত হল মেজিয়া সিপিআইএম কৃষক খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে (CPIM Rally at Mejia) । মিছিল থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠেন বাম নেতারা । 100 দিনের কাজের (100 Days Work) টাকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি-সহ একাধিক বিষয়ে স্লোগান ওঠে মিছিল থেকে । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র থেকে শুরু করে একাধিক বাম নেতা।
এদিন ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মানুষের দরজায় দরজায় গিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতি এবং রাজ্যে সরকারের দুর্নীতিকে সামনে রেখে মানুষের সমর্থন প্রার্থনা করতে দেখা গেল । সিপিআইএম নেতা অমিয় পাত্র জানান, বিজেপি ও তৃণমূলের গোডাউন একটাই, দরজা আলাদা আলাদা । সেদিন শুভেন্দুকে দিদি ডাকলেন আবার শুভেন্দুর ভাই ভাইপোকে চা-খাওয়ার আমন্ত্রণ জানালেন ৷ এরা কমবেশি সবাই সমান ৷
আরও পড়ুন: অনুব্রত প্রশ্নে আইনেই ভরসা শতাব্দীর, প্রশংসা কেজরির দলের
এদিন অমিয়বাবু আরও জানান, মেজিয়া (Mejia) গ্রামের তৃণমূল নেতাদের কাড়ি কাড়ি টাকা আছে ৷ সেই টাকা এডিসিবি আইটেম উদ্ধার করতে আসবে না ৷ আমরাই ক্ষমতায় এসে সেই টাকা উদ্ধার করে জনগণের হাতে ফিরিয়ে দেব ৷
অপরদিকে, অমিয়বাবুর এই মন্তব্যের পালটা মন্তব্য তৃণমূল জানায়, অমিয়বাবু যখন সিপিআইএম সরকারের গৃহমন্ত্রী ছিলেন তখন চুরি করা তিনি দেখেছিলেন । তবে রাজনৈতিক চাপানউতোর যাই হোক না কেন, পঞ্চায়েত ভোটের পূর্বে বাম সংগঠনকে চাঙ্গা হতে দেখে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে । আসন্ন পঞ্চায়েত ভোটের লড়াই শাসক-বিরোধীরাই নাকি ত্রিস্তরীয় হতে চলেছে সেটাই এখন দেখার বিষয় ।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল, আলিপুর আদালতে বললেন পার্থ