বাঁকুড়া, 12 মে : বাঁকুড়ার গঙ্গাজলঘাটি কাপিস্টা 204 নম্বর বুথে CPI(M) ও BJP এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । সংশ্লিষ্ট বুথটিতে সকাল থেকে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি । এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা জেলা সম্পাদক হৃদয় মাধব দুবের বক্তব্য, সকাল থেকে ভোটগ্রহণ শুরু করা যায়নি কারণ প্রিজ়াইডিং অফিসারের শরীর খারাপ । পরে অবশ্য সংবাদমাধ্যমের উপস্থিতিতে এজেন্টরা ঢুকতে পারেন ।
BJP-র পোলিং এজেন্ট জগন্নাথ চ্যাটার্জি বলেন, " পোলিং এজেন্ট হিসেবে বসতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বসতে দেয়নি । তৃণমূলের লোক বাধা দিয়েছে । "
এদিকে এলাকার CPI(M) নেতা গৌতম চ্যাটার্জি বলেন, "202, 203, ও 204 নম্বর বুথে আমাদের ঢুকতে দেয়নি । ওরা ভিতরে ঢুকে নিজেরা নিজেদের মতো করে ভোট দিচ্ছে । এখানে অফিসারের ভয়ে শরীর খারাপ হয়ে গেছে । অনেক জায়গায় অভিযোগ করেছি । কিন্তু কোনও রেসপন্স পাইনি । "
তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।