ETV Bharat / state

বাঁকুড়ায় CPI(M), BJP এজেন্টদের বুথে বসতে বাধার অভিযোগ - polling agents are removed from booth

কাপিস্টা 204 নম্বর বুথে CPI(M) ও BJP এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল । অভিযুক্ত তৃণমূল ।

কাপিস্টা 204 নম্বর বুথ
author img

By

Published : May 12, 2019, 10:53 AM IST

Updated : May 12, 2019, 12:26 PM IST

বাঁকুড়া, 12 মে : বাঁকুড়ার গঙ্গাজলঘাটি কাপিস্টা 204 নম্বর বুথে CPI(M) ও BJP এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । সংশ্লিষ্ট বুথটিতে সকাল থেকে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি । এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা জেলা সম্পাদক হৃদয় মাধব দুবের বক্তব্য, সকাল থেকে ভোটগ্রহণ শুরু করা যায়নি কারণ প্রিজ়াইডিং অফিসারের শরীর খারাপ । পরে অবশ্য সংবাদমাধ্যমের উপস্থিতিতে এজেন্টরা ঢুকতে পারেন ।

BJP-র পোলিং এজেন্ট জগন্নাথ চ্যাটার্জি বলেন, " পোলিং এজেন্ট হিসেবে বসতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বসতে দেয়নি । তৃণমূলের লোক বাধা দিয়েছে । "

ভিডিয়োয় দেখুন

এদিকে এলাকার CPI(M) নেতা গৌতম চ্যাটার্জি বলেন, "202, 203, ও 204 নম্বর বুথে আমাদের ঢুকতে দেয়নি । ওরা ভিতরে ঢুকে নিজেরা নিজেদের মতো করে ভোট দিচ্ছে । এখানে অফিসারের ভয়ে শরীর খারাপ হয়ে গেছে । অনেক জায়গায় অভিযোগ করেছি । কিন্তু কোনও রেসপন্স পাইনি । "

তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

বাঁকুড়া, 12 মে : বাঁকুড়ার গঙ্গাজলঘাটি কাপিস্টা 204 নম্বর বুথে CPI(M) ও BJP এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । সংশ্লিষ্ট বুথটিতে সকাল থেকে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি । এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা জেলা সম্পাদক হৃদয় মাধব দুবের বক্তব্য, সকাল থেকে ভোটগ্রহণ শুরু করা যায়নি কারণ প্রিজ়াইডিং অফিসারের শরীর খারাপ । পরে অবশ্য সংবাদমাধ্যমের উপস্থিতিতে এজেন্টরা ঢুকতে পারেন ।

BJP-র পোলিং এজেন্ট জগন্নাথ চ্যাটার্জি বলেন, " পোলিং এজেন্ট হিসেবে বসতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বসতে দেয়নি । তৃণমূলের লোক বাধা দিয়েছে । "

ভিডিয়োয় দেখুন

এদিকে এলাকার CPI(M) নেতা গৌতম চ্যাটার্জি বলেন, "202, 203, ও 204 নম্বর বুথে আমাদের ঢুকতে দেয়নি । ওরা ভিতরে ঢুকে নিজেরা নিজেদের মতো করে ভোট দিচ্ছে । এখানে অফিসারের ভয়ে শরীর খারাপ হয়ে গেছে । অনেক জায়গায় অভিযোগ করেছি । কিন্তু কোনও রেসপন্স পাইনি । "

তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

Intro:সিপিএম ও বিজেপি এজেন্ট দের বের করে দেয়ার অভিযোগ উঠল ।Body:বাঁকুড়ার গঙ্গাজলঘাটি কাপিস্টা 204 নম্বর বুথে বিজেপি ও সিপিএমের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিরোধীদলের কোনো এজেন্ট না থাকায় বুথ দখল এবং চাপা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।Conclusion:পরে সংবাদ মাধ্যম উপস্থিত হলে ঢুকতে পারে এজেন্টেরা
Last Updated : May 12, 2019, 12:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.