বাঁকুড়া, 27 অগাস্ট : বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল একটি দালাল চক্র । পুরোনো রোগী এই হাসপাতালে আসেন তাদের একটি কাউন্টারে বিশেষ স্ট্যাম্প দেওয়া হয় টিকিটের উপর । সেই কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে স্ট্যাম্প দেওয়া হয় এবং তারপরই তারা ডাক্তার দেখাতে পারেন । বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম এমনকি ঝাড়খণ্ডেরও বেশকিছু এলাকার মানুষ নির্ভরশীল বাঁকুড়ার এই হাসপাতালের উপর ।
বহির্বিভাগে হাজার হাজার মানুষের প্রতিদিন আনাগোনা । যে কারণে আউটডোরের বিভিন্ন কাউন্টারে দীর্ঘ লাইন পড়ে সকাল থেকেই । সুযোগ নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে একটি চক্র গড়ে উঠেছিল দালালদের । হাসপাতালে স্ট্যাম্পের নকল করে এই সমস্ত দালালরা 20, 15 বা 30 টাকার বিনিময়ে টিকিট লাগিয়ে পাঠিয়ে দিতেন হাসপাতালে । রোগী সরাসরি হাসপাতালে এসে চিকিৎসা করাতে পারতেন এবং তাকে আর কোনও লাইনে দাঁড়াতে হত না ।
এই ব্যবস্থাটি দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল জেলার বিভিন্ন প্রান্তে । শুধু তাই নয় রেলওয়ের বেশ কিছু বুকিং কাউন্টারেও এই অসাধু চক্র তাদের ঘাঁটি গেড়ে বসেছিল বলে অভিযোগ ওঠে । হাসপাতলের ভেতরেও এই চক্রটি বেশ সক্রিয়ই ছিল । এর ফলে একদিকে যেমন হাসপাতালে রেজিস্টারে রোগীদের নাম নথিভুক্ত হচ্ছিল না, তেমনই ফার্মেসি বিভাগ থেকেও ওষুধ বেরিয়ে যায়, যার কোনও হিসেব থাকে না ।
আজ এই চক্রকে ধরতে একটি বিশেষ অভিযান করে হাসপাতাল কর্তৃপক্ষ । সাত সকালে হাসপাতালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে রোগীদের টিকিট পরীক্ষা করতে নামেন মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং তার প্রতিনিধি দল । টিকিট পরীক্ষা করতে গিয়ে এরকম প্রচুর অভিযোগ হাতেনাতে ধরা পড়ে । আগামী দিনে এই সমস্যার সমাধান করতে প্রতিদিন টিকিটের উপর যে স্ট্যাম্প দেওয়া হয়, সেই স্ট্যাম্পের রং বদলানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে হাসপাতালের তরফে ।