বাঁকুড়া, 26 জুলাই : গত 24 ঘণ্টায় সর্বোচ্চ কোরোনা ভাইরাসের সংক্রমণ বাঁকুড়ায়। একদিনে কোরোনায় আক্রান্ত হয়েছে 45 জন ৷ সংক্রমণের হাত থেকে বাদ যায়নি রাজ্য সশস্ত্র পুলিশের 13 নম্বর ব্যাটেলিয়ান ৷ শুক্রবার পর্যন্ত সশস্ত্র পুলিশের মোট 22 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল নতুন করে 45 জনের শরীরে ধরা পড়েছে কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ শুক্রবার পর্যন্ত জেলায় কোরোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল 443 জন। গতকাল নতুন করে 45 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 488 । জেলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 360 জন। বাঁকুড়া শহর এলাকায় এবং বিষ্ণুপুর শহর সংলগ্ন বেশ কিছু এলাকায় কোরোনায় সংক্রমণের খবর সামনে আসতেই আজ থেকে 30 জুলাই অর্থাৎ আগামী পাঁচদিন জেলার তিনটি পৌরসভা এলাকায় লকডাউন জারি করেছে প্রশাসন ৷
সেই সঙ্গে রাজ্য সশস্ত্র পুলিশের 13 নম্বর ব্যাটেলিয়ান এর ব্যারাক বড়জোড়ায় শুক্রবার পর্যন্ত মোট 22 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। সেখান নতুন করে সংক্রমণের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।