ETV Bharat / state

বাঁকুড়ায় ছাত্রমৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজ়িউমার ফোরামে মামলা - ছাত্রমৃত্যু

বাঁকুড়ায় ছাত্রমৃত্যুর ঘটনায় স্কুলের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ ছাত্রের পরিবারের ।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজ়িউমার ফোরামে মামলা
author img

By

Published : Sep 16, 2019, 9:28 PM IST

Updated : Sep 16, 2019, 10:02 PM IST

বাঁকুড়া, 16 সেপ্টেম্বর : বাঁকুড়ায় ছাত্রমৃত্যুর ঘটনায় এবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজ়িউমার ফোরামে মামলা দায়ের করল ছাত্রের পরিবার । স্কুলের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনেছে তারা । স্কুলের অধ্যক্ষ, পরিচালন কমিটির সম্পাদক ও এক শিক্ষিকার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন মৃতের বাবা চক্রধর পাল ও মা সোনালি পাল । 20 লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি দায়ের করেন তাঁরা ।

বাঁকুড়ার পুয়াবাগানে অবস্থিত একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস থ্রির ছাত্র রূপম পাল । 23 জুলাই স্কুল চলাকালীন রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে সে । বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভরতি করা হয় । বেশ কিছুদিন কোমায় থাকার পর 1 অগাস্ট মারা যায় রূপম । ঘটনার পরই রূপমের পরিবার স্কুলের অন্যান্য পড়ুয়ার কাছে জানতে পারে, ওইদিন ক্লাস রুমের ভেতর এক শিক্ষিকা রূপমকে মারধর করেছে । সেই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়ে সে । কিছুদিন পর মারা যায় । ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছিল । তার রিপোর্টও ইতিমধ্যেই এসে গেছে বলে জানায় রূপমের পরিবার । সেই রিপোর্টে মাথায় আঘাতের উল্লেখ আছে বলে দাবি মৃতের পরিবারের ।

student_death
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজ়িউমার ফোরামে মামলা

ঘটনায় বাঁকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে রূপমের পরিবার । মামলাটি বাঁকুড়া আদালতে ওঠে । কিন্তু ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে রূপমের পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজ়িউমার ফোরামে মামলা দায়ের করেন । তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষ অর্থ ছাড়া আর কিছু বোঝে না । অথচ ছাত্র-ছাত্রীদের প্রতি তারা কোনও দায়িত্ব পালন করত না । গাফিলতির কারণেই মারা গেছে রূপম ।

শুনুন বক্তব্য

অন্যদিকে, প্রশাসনের তরফে এই ঘটনায় একটি তদন্তকারী কমিটি গঠন করা হয় । যদিও তদন্তের রিপোর্ট এখনও পেশ হয়নি । এদিকে, রূপমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়া আদালতের আইনজীবী কুণাল ঘোষ । তিনি বিনামূল্যে এই মামলাটি লড়বেন বলে জানিয়েছেন ।

বাঁকুড়া, 16 সেপ্টেম্বর : বাঁকুড়ায় ছাত্রমৃত্যুর ঘটনায় এবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজ়িউমার ফোরামে মামলা দায়ের করল ছাত্রের পরিবার । স্কুলের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনেছে তারা । স্কুলের অধ্যক্ষ, পরিচালন কমিটির সম্পাদক ও এক শিক্ষিকার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন মৃতের বাবা চক্রধর পাল ও মা সোনালি পাল । 20 লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি দায়ের করেন তাঁরা ।

বাঁকুড়ার পুয়াবাগানে অবস্থিত একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস থ্রির ছাত্র রূপম পাল । 23 জুলাই স্কুল চলাকালীন রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে সে । বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভরতি করা হয় । বেশ কিছুদিন কোমায় থাকার পর 1 অগাস্ট মারা যায় রূপম । ঘটনার পরই রূপমের পরিবার স্কুলের অন্যান্য পড়ুয়ার কাছে জানতে পারে, ওইদিন ক্লাস রুমের ভেতর এক শিক্ষিকা রূপমকে মারধর করেছে । সেই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়ে সে । কিছুদিন পর মারা যায় । ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছিল । তার রিপোর্টও ইতিমধ্যেই এসে গেছে বলে জানায় রূপমের পরিবার । সেই রিপোর্টে মাথায় আঘাতের উল্লেখ আছে বলে দাবি মৃতের পরিবারের ।

student_death
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজ়িউমার ফোরামে মামলা

ঘটনায় বাঁকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে রূপমের পরিবার । মামলাটি বাঁকুড়া আদালতে ওঠে । কিন্তু ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে রূপমের পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজ়িউমার ফোরামে মামলা দায়ের করেন । তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষ অর্থ ছাড়া আর কিছু বোঝে না । অথচ ছাত্র-ছাত্রীদের প্রতি তারা কোনও দায়িত্ব পালন করত না । গাফিলতির কারণেই মারা গেছে রূপম ।

শুনুন বক্তব্য

অন্যদিকে, প্রশাসনের তরফে এই ঘটনায় একটি তদন্তকারী কমিটি গঠন করা হয় । যদিও তদন্তের রিপোর্ট এখনও পেশ হয়নি । এদিকে, রূপমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়া আদালতের আইনজীবী কুণাল ঘোষ । তিনি বিনামূল্যে এই মামলাটি লড়বেন বলে জানিয়েছেন ।

Intro:বাঁকুড়ায় ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার তার পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কনজিউমার ফোরামে মামলা করল।


Body:গত 23 জুলাই বাঁকুড়ার পুয়াবাগান অবস্থিত একটি নামি ইংরেজি মাধ্যম বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রুপম পাল রহস্যজনকভাবে স্কুলে অসুস্থ হয়। এরপর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং দীর্ঘ কয়েকদিন কোমায় থাকার পর 1 আগস্ট মারা যায় রুপম। ঘটনার পর রুপম এর পরিবার অভিযোগ করে তারা বিষয়টি স্কুলের অন্যান্য পড়ুয়াদের কাছ থেকে জানতে পারি যে ক্লাস রুমের ভেতর এক শিক্ষিকা মারধর করে রূপমকে এবং এরপর সে অসুস্থ হয়ে পড়ে। এরপর 23 তারিখ সারাদিন রূপমকে স্কুলে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করে শিক্ষক-শিক্ষিকারা। দিনের শেষে তাকে স্থানান্তরিত করা হয় হাসপাতালে। এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন রুপমের বাবা-মা এবং সেই মর্মে একটি মামলা চলছে বাঁকুড়া আদালতে। ইতিমধ্যেই রূপমের ময়নাতদন্তের যে তথ্য এসেছে তাতে তার মাথায় আঘাতের কথা উল্লেখ করা হয়েছে বলে দাবি রূপমের পরিবারের। রূপমের ঘটনায় গোটা জেলা জুড়ে খুব বিক্ষোভ এবং প্রতিবাদের ঝড় উঠে। প্রশাসনের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তের রিপোর্ট এখনো পেস হয়নি। এদিকে এই ঘটনায় স্কুলের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনে আজ রূপমের বাবা চক্রধর পাল এবং তার মা সোনালী পাল, স্কুলের অধ্যক্ষ পরিচালন কমিটির সম্পাদক এবং এক শিক্ষিকার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালত মামলা দায়ের করলেন। কুড়ি লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে। রুপমের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, তারা অর্থের বিনিময়ে শিক্ষা নিতেন ছেলের জন্য এই স্কুলে। অথচ এই স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা কিছু না থাকার ফলে মারা গেছে রুপম। আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য স্কুলের বিরুদ্ধে এই অভিযোগ এনে একটি নজির তৈরি করতে চান তারা। এদিকে রূপমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়া আদালতের আইনজীবী কুনাল ঘোষ। রূপমের পরিবারের তরফে বিনামূল্যে এই মামলাটি তাদের হয়ে লড়বেন বলেও জানিয়েছেন আইনজীবী।


Conclusion:বাইট: চক্রধর পাল, রুপমের বাবা বাইট: কুনাল ঘোষ, আইনজীবী
Last Updated : Sep 16, 2019, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.