ETV Bharat / state

কাটমানি খেয়েছিল তৃণমূল ঘনিষ্ঠ 2 সিভিক ভলান্টিয়ার, ফেরত চাওয়ায় হামলা ! - Bankura

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ রাতে ওই দুই সিভিক ভলান্টিয়ার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তাদের কর্মীদের উপর হামলা চালায় । BJP কর্মীরা প্রতিরোধ করলে দুষ্কৃতীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় । দু'পক্ষের ছ'জন জখম হয় ।

জখম BJP কর্মীরা
author img

By

Published : Jul 16, 2019, 8:17 PM IST

গঙ্গাজলঘাটি , 16 জুলাই : কাটমানি ইশুতে উত্তপ্ত বাঁকুড়ার গঙ্গাজলঘাটি । গতকাল রাতে BJP-তৃণমূল সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গঙ্গাজল ঘাটি থানার সুয়াড়া গ্রাম । সংঘর্ষে দু'তরফের ছ'জন জখম হয়েছেন । ঘটনার সূত্রপাত সুয়াড়া গ্রামের দুই তৃণমূল ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ার রাজু লাই ও সমরেশ অধুর্যকে ঘিরে । রাজু ও সমরেশ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুমোদন করিয়ে দিতে গ্রাহক পিছু একলাখ টাকা করে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয় BJP নেতৃত্ব । কিছুদিন আগে রাজু ও সমরেশকে ঘিরে বিক্ষোভও দেখায় গ্রাহকরা । তাদের দাবি ছিল কাটমানির টাকা ফেরত দিতে হবে ।

সেই সময় রাজু ও সমরেশ টাকা ফেরতের জন্য 15 দিন সময় নেয় । তবে 15 দিন কেটে গেলেও তারা গ্রামবাসীদের টাকা ফেরত দেয়নি । এর পর কাটমানি ইশুতে গ্রামে ষোলোয়ানা কমিটির বৈঠক ডাকা হয় । গতকাল সেই বৈঠকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে রাজু ও সমরেশ । এই দুই জন তৃণমূল ঘনিষ্ঠ তাই বৈঠক ভেস্তে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছে স্থানীয় BJP কর্মীরা । গতকাল সন্ধেবেলা তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাজু ও সমরেশের বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করে ।

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ রাতে ওই দুই সিভিক ভলান্টিয়ার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তাদের কর্মীদের উপর হামলা চালায় । BJP কর্মীরা প্রতিরোধ করলে দুষ্কৃতীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় । দু'পক্ষের ছ'জন জখম হয় । তাদের ভরতি করা হয়েছে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে । এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । উলটে তৃণমূল কর্মীদের উপর BJP কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে তারা ।

গঙ্গাজলঘাটি , 16 জুলাই : কাটমানি ইশুতে উত্তপ্ত বাঁকুড়ার গঙ্গাজলঘাটি । গতকাল রাতে BJP-তৃণমূল সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গঙ্গাজল ঘাটি থানার সুয়াড়া গ্রাম । সংঘর্ষে দু'তরফের ছ'জন জখম হয়েছেন । ঘটনার সূত্রপাত সুয়াড়া গ্রামের দুই তৃণমূল ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ার রাজু লাই ও সমরেশ অধুর্যকে ঘিরে । রাজু ও সমরেশ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুমোদন করিয়ে দিতে গ্রাহক পিছু একলাখ টাকা করে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয় BJP নেতৃত্ব । কিছুদিন আগে রাজু ও সমরেশকে ঘিরে বিক্ষোভও দেখায় গ্রাহকরা । তাদের দাবি ছিল কাটমানির টাকা ফেরত দিতে হবে ।

সেই সময় রাজু ও সমরেশ টাকা ফেরতের জন্য 15 দিন সময় নেয় । তবে 15 দিন কেটে গেলেও তারা গ্রামবাসীদের টাকা ফেরত দেয়নি । এর পর কাটমানি ইশুতে গ্রামে ষোলোয়ানা কমিটির বৈঠক ডাকা হয় । গতকাল সেই বৈঠকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে রাজু ও সমরেশ । এই দুই জন তৃণমূল ঘনিষ্ঠ তাই বৈঠক ভেস্তে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছে স্থানীয় BJP কর্মীরা । গতকাল সন্ধেবেলা তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাজু ও সমরেশের বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করে ।

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ রাতে ওই দুই সিভিক ভলান্টিয়ার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তাদের কর্মীদের উপর হামলা চালায় । BJP কর্মীরা প্রতিরোধ করলে দুষ্কৃতীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় । দু'পক্ষের ছ'জন জখম হয় । তাদের ভরতি করা হয়েছে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে । এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । উলটে তৃণমূল কর্মীদের উপর BJP কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে তারা ।

Intro:কাট মানি তে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্ত দুই সিভিক ভলেন্টিয়ারের যোগসাজসে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। পাঁচ বিজেপি কর্মী অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি।Body:তৃণমূল নেতাদের পর এবার কাট মানি নেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। দুই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম রাজু লাই ও সমরেশ অধুর্য। গঙ্গাজলঘাটি থানার সুয়াড়া গ্রামে বেশ কিছু এলাকাবাসির কাছ থেকে অভিযুক্ত ওই দুই সিভিক ভলেন্টিয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কাট মানি বাবদ মোট 1 লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ । এরপর রাজ্য জুড়ে যখন কাট মানি ইস্যু নিয়ে টাকা ফেরতের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয় তখন কাটমানির টাকা ফেরতের দাবিতে ঐ দুই সিভিক ভলেন্টিয়ারের সাথে যোগাযোগ করেন সুয়াড়া গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকরা। অভিযুক্ত ওই দুই সিভিক ভলেন্টিয়ার টাকা ফেরতের জন্য 15 দিন সময় নিলেও টাকা ফেরত পাননি তারা। অবশেষে গতকাল বিকেলে গ্রামের শোলোয়ানা কমিটির ডাকা মিটিংএ টাকা নেওয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত ওই দুই সিভিক ভলেন্টিয়ার। এরপর এলাকার বেশকিছু স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা ওই দুই সিভিক ভলেন্টিয়ারের নামে গতকাল সন্ধ্যা বেলা গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর পর রাত্রিবেলায় ওই দুই সিভিক ভলেন্টিয়ারের যোগসাজশে তৃণমূল হামলা চালায় ওই বিজেপি কর্মীদের উপর বলে অভিযোগ। সেই হামলায় পাঁচজন বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তারা অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি।Conclusion:যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।তাদের দাবি আমাদের তৃণমূল কর্মীদের ওপর বিজেপি কর্মীরা হামলা চালায়। ও মারধর করে। পরে অমরকানন গ্রামীণ হাসপাতাল এ তৃণমূল কর্মী দিকে ভর্তি করা হয়।


বাইট -ষষ্ঠী লোহার (আহত বিজেপি কর্মী)
বাইট - সঞ্জয় মন্ডল ( বিজেপি নেতা)
বাইট-ভৈরব বাউরী( আহত তৃণমূল কর্মী)
বাইট - হৃদয় মাধব দুবে (তৃণমূল নেতা)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.