গঙ্গাজলঘাটি , 16 জুলাই : কাটমানি ইশুতে উত্তপ্ত বাঁকুড়ার গঙ্গাজলঘাটি । গতকাল রাতে BJP-তৃণমূল সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গঙ্গাজল ঘাটি থানার সুয়াড়া গ্রাম । সংঘর্ষে দু'তরফের ছ'জন জখম হয়েছেন । ঘটনার সূত্রপাত সুয়াড়া গ্রামের দুই তৃণমূল ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ার রাজু লাই ও সমরেশ অধুর্যকে ঘিরে । রাজু ও সমরেশ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুমোদন করিয়ে দিতে গ্রাহক পিছু একলাখ টাকা করে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয় BJP নেতৃত্ব । কিছুদিন আগে রাজু ও সমরেশকে ঘিরে বিক্ষোভও দেখায় গ্রাহকরা । তাদের দাবি ছিল কাটমানির টাকা ফেরত দিতে হবে ।
সেই সময় রাজু ও সমরেশ টাকা ফেরতের জন্য 15 দিন সময় নেয় । তবে 15 দিন কেটে গেলেও তারা গ্রামবাসীদের টাকা ফেরত দেয়নি । এর পর কাটমানি ইশুতে গ্রামে ষোলোয়ানা কমিটির বৈঠক ডাকা হয় । গতকাল সেই বৈঠকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে রাজু ও সমরেশ । এই দুই জন তৃণমূল ঘনিষ্ঠ তাই বৈঠক ভেস্তে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছে স্থানীয় BJP কর্মীরা । গতকাল সন্ধেবেলা তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাজু ও সমরেশের বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করে ।
স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ রাতে ওই দুই সিভিক ভলান্টিয়ার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তাদের কর্মীদের উপর হামলা চালায় । BJP কর্মীরা প্রতিরোধ করলে দুষ্কৃতীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় । দু'পক্ষের ছ'জন জখম হয় । তাদের ভরতি করা হয়েছে স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে । এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । উলটে তৃণমূল কর্মীদের উপর BJP কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে তারা ।