কোতুলপুর, 24 জুন : BJP পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুরের কোঁপা গ্রামের । আজ সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় BJP কর্মীদের বক্তব্য, গতকাল রাত দশটা পর্যন্ত তাঁরা পার্টি অফিস সংলগ্ন বটতলাতে বসেছিলেন। পরে রাত ১২ টা নাগাদ তাঁরা অফিস ভাঙচুরের খবর পান। তবে তখন পার্টি অফিসের সামনে আসার সাহস পাননি।
আজ সকালে দেখেন পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। দলের প্ল্যাকার্ড, ফেস্টুন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছিঁড়ে ফেলা হয়েছে । স্থানীয় BJP কর্মীদের দাবি, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাও ভাঙচুর করেছে।
এদিকে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের স্থানীয় বুথ কমিটির সভাপতি সুরজিৎ রায় জানান, এই এলাকায় BJP-র কোনও পার্টি অফিস ছিল বলে তাঁর জানা নেই । BJP কর্মীরাই তাদের পার্টি অফিস ভাঙচুর করে তৃণমূলকে বদনাম করছে ।