সারেঙ্গা (বাঁকুড়া), 23 জানুয়ারি : ওভারহেড ট্যাঙ্ক ভেঙে পড়া নিয়ে বিতর্ক চলছে । ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । গোটা ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছে BJP । ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন এলাকার BJP সাংসদ ।
গতকাল বেলা তিনটে নাগাদ বাঁকুড়ার সারেঙ্গা থানার ফতেডাঙা গ্রামের ভেঙে পড়া PHE-র ওভারহেড জলের ট্যাঙ্ক পরিদর্শনে যান BJP সাংসদ সুভাষ সরকার । তাঁর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে মাত্র দু'বছর আগেই এই ট্যাঙ্কটি বানানো হয়েছিল । যার ফলে এত কম সময়ের মধ্যেই এভাবে ধসে পড়ল ট্যাঙ্কটি।
এদিকে জেলার মন্ত্রী তথা PHE দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ৷ এবং এ'বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । তবে কেন ভেঙে পড়ল তা তদন্তসাপেক্ষ বলে জানান তিনি ।
বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য, কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র ফোনে জানান, "আমরা দুঃখিত । তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছি । তারা 27 তারিখের মধ্যে রিপোর্ট জমা দেবে । এলাকায় জল সরবরাহ চালু করতে যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।"
PHE-র ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় সারেঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামে জল সরবরাহ বন্ধ ছিল গতকাল থেকে । তবে যুদ্ধকালীন তৎপরতায় ট্যাঙ্কটি ভেঙে পড়ার 24 ঘণ্টার মধ্যেই আজ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হয় এলাকায় । যে পাইপের মাধ্যমে ওভারহেড জল যেত সেই পাইপ থেকে সরাসরি জল সরবরাহকারী পাইপের সঙ্গে যোগ করা হয়েছে এবং জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে ।