ETV Bharat / state

ট্যাঙ্ক ভেঙে পড়া নিয়ে আক্রমণ সাংসদের, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর

সারেঙ্গায় জলের রিজ়ার্ভয়ার ভেঙে পড়ার 24 ঘণ্টার মধ্যেই স্বাভাবিক করা হল পানীয় জল সরবরাহ । ঘটনাস্থান পরিদর্শন BJP সাংসদ সুভাষ সরকারের । কেন্দ্রীয় কোনও সংস্থার মাধ্যমে নির্মাণসামগ্রী খতিয়ে দেখার দাবি সাংসদের ।

BJP MP visits collapsed tank in Sarenga
ভেঙে পড়া ট্যাঙ্ক পরিদর্শনে BJP সাংসদ
author img

By

Published : Jan 23, 2020, 11:57 PM IST

সারেঙ্গা (বাঁকুড়া), 23 জানুয়ারি : ওভারহেড ট্যাঙ্ক ভেঙে পড়া নিয়ে বিতর্ক চলছে । ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । গোটা ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছে BJP । ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন এলাকার BJP সাংসদ ।

গতকাল বেলা তিনটে নাগাদ বাঁকুড়ার সারেঙ্গা থানার ফতেডাঙা গ্রামের ভেঙে পড়া PHE-র ওভারহেড জলের ট্যাঙ্ক পরিদর্শনে যান BJP সাংসদ সুভাষ সরকার । তাঁর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে মাত্র দু'বছর আগেই এই ট্যাঙ্কটি বানানো হয়েছিল । যার ফলে এত কম সময়ের মধ্যেই এভাবে ধসে পড়ল ট্যাঙ্কটি।

ঘটনাস্থানে BJP সাংসদ সুভাষ সরকার...দেখুন ভিডিয়ো...

এদিকে জেলার মন্ত্রী তথা PHE দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ৷ এবং এ'বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । তবে কেন ভেঙে পড়ল তা তদন্তসাপেক্ষ বলে জানান তিনি ।

বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য, কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র ফোনে জানান, "আমরা দুঃখিত । তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছি । তারা 27 তারিখের মধ্যে রিপোর্ট জমা দেবে । এলাকায় জল সরবরাহ চালু করতে যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

PHE-র ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় সারেঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামে জল সরবরাহ বন্ধ ছিল গতকাল থেকে । তবে যুদ্ধকালীন তৎপরতায় ট্যাঙ্কটি ভেঙে পড়ার 24 ঘণ্টার মধ্যেই আজ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হয় এলাকায় । যে পাইপের মাধ্যমে ওভারহেড জল যেত সেই পাইপ থেকে সরাসরি জল সরবরাহকারী পাইপের সঙ্গে যোগ করা হয়েছে এবং জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে ।

সারেঙ্গা (বাঁকুড়া), 23 জানুয়ারি : ওভারহেড ট্যাঙ্ক ভেঙে পড়া নিয়ে বিতর্ক চলছে । ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । গোটা ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছে BJP । ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন এলাকার BJP সাংসদ ।

গতকাল বেলা তিনটে নাগাদ বাঁকুড়ার সারেঙ্গা থানার ফতেডাঙা গ্রামের ভেঙে পড়া PHE-র ওভারহেড জলের ট্যাঙ্ক পরিদর্শনে যান BJP সাংসদ সুভাষ সরকার । তাঁর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে মাত্র দু'বছর আগেই এই ট্যাঙ্কটি বানানো হয়েছিল । যার ফলে এত কম সময়ের মধ্যেই এভাবে ধসে পড়ল ট্যাঙ্কটি।

ঘটনাস্থানে BJP সাংসদ সুভাষ সরকার...দেখুন ভিডিয়ো...

এদিকে জেলার মন্ত্রী তথা PHE দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ৷ এবং এ'বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । তবে কেন ভেঙে পড়ল তা তদন্তসাপেক্ষ বলে জানান তিনি ।

বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য, কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র ফোনে জানান, "আমরা দুঃখিত । তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছি । তারা 27 তারিখের মধ্যে রিপোর্ট জমা দেবে । এলাকায় জল সরবরাহ চালু করতে যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

PHE-র ওভারহেড জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় সারেঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামে জল সরবরাহ বন্ধ ছিল গতকাল থেকে । তবে যুদ্ধকালীন তৎপরতায় ট্যাঙ্কটি ভেঙে পড়ার 24 ঘণ্টার মধ্যেই আজ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হয় এলাকায় । যে পাইপের মাধ্যমে ওভারহেড জল যেত সেই পাইপ থেকে সরাসরি জল সরবরাহকারী পাইপের সঙ্গে যোগ করা হয়েছে এবং জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে ।

Intro:সারেঙ্গায় পিএইচ ই এর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার 24 ঘন্টার মধ্যেই পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হলো এলাকায়। ঘটনাস্থলে গিয়ে রাজ্য সরকারকে দোষারোপ বিজেপি সাংসদের।Body:গতকাল বেলা তিনটে নাগাদ বাঁকুড়ার সারেঙ্গা থানার ফতেডাঙ্গা গ্রামের ভেঙে পড়া পিএইচ ই এর ওভারহেড জলের টাকি পরিদর্শনে যান স্থানীয় সাংসদ ডঃ সুভাষ সরকার।
তিনি অভিযোগ করেন নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এই ট্যাংকটি বানানো হয়েছিল মাত্র দু'বছর আগে যার ফলে কম সময়ের মধ্যে এভাবে ধসে পড়ল ট্যাংকটি।
এদিকে এই ঘটনার জেরে জেলার মন্ত্রী তথা পি এইচ ই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কেন ভেঙে পরলো তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি।
এদিকে সারেঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামে গতকাল একটি ভেঙ্গে পড়ার পর জল সরবরাহ থমকে পরে গতকাল থেকে।
ঘটনার 24 ঘন্টা পেরোনোর আগেই যুদ্ধকালীন তৎপরতায় জল সরবরাহ পুনর্বহাল করা হয়েছে এলাকায়। যে পাইপের মাধ্যমে ওভারহেড জল যেত সেই পাইপ থেকে সরাসরি জল বিতরণকারী পাইপ এর সঙ্গে যোগ করা হয়েছে এবং জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।Conclusion:বাইট: শ্যামল সাঁতরা, রাষ্ট্রমন্ত্রী,পি এইচ ই (rap এ দিলাম )
বাইট: ডঃ সুভাষ সরকার, সংসদ বাঁকুড়া লোকসভা কেন্দ্র
বাইট: হেমাল মূর্মু, স্থানীয় বাসিন্দা
বাইট: সন্দ্বীপ দে, স্থানীয় বাসিন্দা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.