ETV Bharat / state

BJP Agitation: মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে পাত্রসায়রে অবরোধ বিজেপি সাংসদ সৌমিত্রর - তৃণমূল কংগ্রেস

বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ প্রতিবাদে শনিবার তিনি পথ অবরোধ করেন ৷ বিক্ষোভকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠেছে ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

BJP Agitation
BJP Agitation
author img

By

Published : Jun 10, 2023, 5:04 PM IST

মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে পাত্রসায়রে অবরোধ বিজেপি সাংসদ সৌমিত্রর

পাত্রসায়র (বাঁকুড়া), 10 জুন: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমাল ছড়িয়েছে ৷ বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপিকে মনোনয়ন দিকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল অশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এই অভিযোগ করেছেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁর ।

এই অভিযোগ তুলে শনিবার পাত্রসায়ের ব্লকের কাকরডাঙা মোড়ে রাস্তায় বসে অবরোধ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । পাশাপাশি কেউ বা কারা বোমাবাজি করে বলেও অভিযোগ করেছেন সাংসদ । তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ভয় দেখানোর জন্য বোমাবাজি করছে । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পরপর দু’টি শব্দে তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখে কেউ বা কারা বোমাবাজি করেছে । ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতো ।

সৌমিত্র খাঁয়ের দাবি, ‘‘তৃণমূল নেতা সুব্রত দত্তর নেতৃত্বে বোমাবাজি করা হচ্ছে ৷ নির্বাচন কমিশন ঠুঁটো জগ্গনাথ ৷ বাংলা সন্ত্রাসবাদের জায়গা ৷ সেই কারণেই আমরা পথ অবরোধ করেছি ৷’’

অন্যদিকে বিজেপি সাংসদের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, ‘‘ওরা সশস্ত্র অবস্থায় মিছিল করে আসছিল ৷ যখন দেখছে পেছন থেকে লোক সরে গিয়েছে, তখন ওরাই বোমাবাজি করেছে ৷ তৃণমূল কংগ্রেস তো পার্টি অফিসে ছিল ।’’ তাঁর আরও দাবি, বিজেপি যাঁদের প্রার্থী করতে চায়, তাঁদের সকলকে একসঙ্গে নিয়ে আসুক, তাহলে তৃণমূলই মনোনয়নে সাহায্য করবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয় ৷ শুক্রবার সকালে বিজ্ঞপ্তি জারি হয় ৷ তার পর মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে ৷ বিরোধীরা বিভিন্ন জায়গায় মনোনয়নে বাধা পেয়েছে বলেও অভিযোগ করেছে ৷

আরও পড়ুন: বিজেপি বিধায়ককে দেখে কোতুলপুরে চোর স্লোগান, অভিযোগ অস্বীকার তৃণমূলের

মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে পাত্রসায়রে অবরোধ বিজেপি সাংসদ সৌমিত্রর

পাত্রসায়র (বাঁকুড়া), 10 জুন: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমাল ছড়িয়েছে ৷ বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপিকে মনোনয়ন দিকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল অশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এই অভিযোগ করেছেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁর ।

এই অভিযোগ তুলে শনিবার পাত্রসায়ের ব্লকের কাকরডাঙা মোড়ে রাস্তায় বসে অবরোধ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । পাশাপাশি কেউ বা কারা বোমাবাজি করে বলেও অভিযোগ করেছেন সাংসদ । তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ভয় দেখানোর জন্য বোমাবাজি করছে । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পরপর দু’টি শব্দে তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখে কেউ বা কারা বোমাবাজি করেছে । ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতো ।

সৌমিত্র খাঁয়ের দাবি, ‘‘তৃণমূল নেতা সুব্রত দত্তর নেতৃত্বে বোমাবাজি করা হচ্ছে ৷ নির্বাচন কমিশন ঠুঁটো জগ্গনাথ ৷ বাংলা সন্ত্রাসবাদের জায়গা ৷ সেই কারণেই আমরা পথ অবরোধ করেছি ৷’’

অন্যদিকে বিজেপি সাংসদের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, ‘‘ওরা সশস্ত্র অবস্থায় মিছিল করে আসছিল ৷ যখন দেখছে পেছন থেকে লোক সরে গিয়েছে, তখন ওরাই বোমাবাজি করেছে ৷ তৃণমূল কংগ্রেস তো পার্টি অফিসে ছিল ।’’ তাঁর আরও দাবি, বিজেপি যাঁদের প্রার্থী করতে চায়, তাঁদের সকলকে একসঙ্গে নিয়ে আসুক, তাহলে তৃণমূলই মনোনয়নে সাহায্য করবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয় ৷ শুক্রবার সকালে বিজ্ঞপ্তি জারি হয় ৷ তার পর মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে ৷ বিরোধীরা বিভিন্ন জায়গায় মনোনয়নে বাধা পেয়েছে বলেও অভিযোগ করেছে ৷

আরও পড়ুন: বিজেপি বিধায়ককে দেখে কোতুলপুরে চোর স্লোগান, অভিযোগ অস্বীকার তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.