ETV Bharat / state

BJP MLA Farming: মুখ্যমন্ত্রীর 'কথায়' মাঠে নামলেন বিজেপি বিধায়ক, ফের ভাঙন পদ্মশিবিরে? - মুখ্যমন্ত্রীর কথায় মাঠে নেমে চাষ করলেন বিজেপি বিধায়ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ । ট্র্যাক্টর চালিয়ে চাষ করতে মাঠে নামলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (BJP MLA started farming) ৷

Bjp Mla Niladri Shekhar Dana
চাষ করতে মাঠে নামলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা
author img

By

Published : Jul 2, 2022, 10:02 AM IST

বাঁকুড়া, 2 জুলাই: বুধবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে দলীয় বিধায়কদের জনসংযোগে নামার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর পরামর্শ তৃণমূল বিধায়করা শুনেছেন কি না জানা না গেলেও, কোমর বেঁধে মাঠে নেমে পড়লেন নীলাদ্রিশেখর দানা । শুক্রবার ট্র্যাক্টর চালিয়ে চাষ করলেন তিনি বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA Niladri Shekhar Dana) । বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী বিধায়কদের মাঠে নেমে চাষ করার নিধান দিয়ে গিয়েছেন । সেই কথাকে প্রাধান্য দিয়েই তিনি মাঠে নেমেছেন । পাশাপাশি কীভাবে বীজ ধান রোপন করতে হয়, তুলতে হয় তাও নিজের হাতে দেখিয়ে দিয়েছেন । বিধায়ক জমি চাষ করছেন আর পাশে দাঁড়িয়ে তাঁর নিরাপত্তা রক্ষী ৷ বাঁকুড়ার মানুষ এমন ছবি আগে কখনও দেখেনি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন নীলাদ্রিশেখর দানা

নীলাদ্রিশেখর দানা বলেন , "আমাদের পশ্চিমবাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী দুর্গাপুরে নিদান দিয়ে গিয়েছেন, বিধায়করা চাষে নেমে পড়ুন । যে সমস্ত প্রান্তিক চাষীরা রয়েছেন তাঁরা অত্যন্ত গরিব । চাষিরা চাষ করে উদ্বৃত্ত ফসল বাজারে নিয়ে যাচ্ছেন কিন্তু সঠিক মূল্য পাচ্ছেন না ৷ ফসল ফলাতে গেলে যে পরিকাঠামোগত মান প্রয়োজন পশ্চিমবাংলায় তা নেই, চাষিরা সার পাচ্ছেন না, জল পাচ্ছেন না । মুখ্যমন্ত্রী অনুভব করেছেন, পশ্চিমবাংলায় চাষিরা ভালো নেই । তাই বিধায়কদের গিয়ে সহযোগিতা করতে হবে । আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা তো ফেলে দিতে পারি না ।"

আরও পড়ুন : গানের ছন্দে কুণালকে 'শকুনি' বলে কটাক্ষ হরিণঘাটার বিজেপি বিধায়কের

তবে বিধায়কের এই কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস । বাঁকুড়া জেলার তৃণমূলের নেতা শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, "বাঁকুড়ার বিধায়ক অকেজো হয়ে পড়েছেন । মানুষের কাছে তিনি পৌঁছতে পারছেন না, তাই এইসব জিনিস দেখাচ্ছেন । আর কোনও উপায় নেই তাই লোক দেখানো কাজ করছেন ।"

বাঁকুড়া, 2 জুলাই: বুধবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে দলীয় বিধায়কদের জনসংযোগে নামার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর পরামর্শ তৃণমূল বিধায়করা শুনেছেন কি না জানা না গেলেও, কোমর বেঁধে মাঠে নেমে পড়লেন নীলাদ্রিশেখর দানা । শুক্রবার ট্র্যাক্টর চালিয়ে চাষ করলেন তিনি বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA Niladri Shekhar Dana) । বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী বিধায়কদের মাঠে নেমে চাষ করার নিধান দিয়ে গিয়েছেন । সেই কথাকে প্রাধান্য দিয়েই তিনি মাঠে নেমেছেন । পাশাপাশি কীভাবে বীজ ধান রোপন করতে হয়, তুলতে হয় তাও নিজের হাতে দেখিয়ে দিয়েছেন । বিধায়ক জমি চাষ করছেন আর পাশে দাঁড়িয়ে তাঁর নিরাপত্তা রক্ষী ৷ বাঁকুড়ার মানুষ এমন ছবি আগে কখনও দেখেনি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন নীলাদ্রিশেখর দানা

নীলাদ্রিশেখর দানা বলেন , "আমাদের পশ্চিমবাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী দুর্গাপুরে নিদান দিয়ে গিয়েছেন, বিধায়করা চাষে নেমে পড়ুন । যে সমস্ত প্রান্তিক চাষীরা রয়েছেন তাঁরা অত্যন্ত গরিব । চাষিরা চাষ করে উদ্বৃত্ত ফসল বাজারে নিয়ে যাচ্ছেন কিন্তু সঠিক মূল্য পাচ্ছেন না ৷ ফসল ফলাতে গেলে যে পরিকাঠামোগত মান প্রয়োজন পশ্চিমবাংলায় তা নেই, চাষিরা সার পাচ্ছেন না, জল পাচ্ছেন না । মুখ্যমন্ত্রী অনুভব করেছেন, পশ্চিমবাংলায় চাষিরা ভালো নেই । তাই বিধায়কদের গিয়ে সহযোগিতা করতে হবে । আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা তো ফেলে দিতে পারি না ।"

আরও পড়ুন : গানের ছন্দে কুণালকে 'শকুনি' বলে কটাক্ষ হরিণঘাটার বিজেপি বিধায়কের

তবে বিধায়কের এই কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস । বাঁকুড়া জেলার তৃণমূলের নেতা শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, "বাঁকুড়ার বিধায়ক অকেজো হয়ে পড়েছেন । মানুষের কাছে তিনি পৌঁছতে পারছেন না, তাই এইসব জিনিস দেখাচ্ছেন । আর কোনও উপায় নেই তাই লোক দেখানো কাজ করছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.