ETV Bharat / state

তৃণমূল কর্মীদের টুঁটি ধরে গঙ্গায় চোবানোর নিদান, বিতর্কে ওন্দার বিজেপি বিধায়ক - বিজেপি

BJP MLAs Controversial Remark: অমিত শাহের সভার প্রস্তুতি কর্মসূচি থেকে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে বাঁকুড়ার ওন্দার বিধায়ক বিজেপির অমরনাথ শাখার বিরুদ্ধে ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি বিধায়কের মন্তব্যের পালটা কটাক্ষও করা হয়েছে ৷

BJP MLAs Controversial Remark
BJP MLAs Controversial Remark
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 7:47 PM IST

তৃণমূল কর্মীদের টুঁটি ধরে গঙ্গায় চোবানোর নিদান, বিতর্কে ওন্দার বিজেপি বিধায়ক

ওন্দা (বাঁকুড়া), 27 নভেম্বর: দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার ওন্দার বিধায়ক বিজেপির অমরনাথ শাখা ৷ কলকাতায় বিজেপির কর্মসূচিতে যোগদানে বাধা দেওয়া হলে তৃণমূলের কর্মীদের টুঁটি ধরে গঙ্গার জলে চোবানোর নিদান দিয়েছেন তিনি ৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ যদিও তৃণমূলের দাবি, বিজেপি কলকাতার সভায় নিয়ে যাওয়ার জন্য লোক পাবে না ৷ সেই কারণে আগে থেকে তৃণমূল আটকে দেবে বলে অভিযোগ তুলছে ৷

উল্লেখ্য, আগামী বুধবার (29 নভেম্বর) কলকাতায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করবে বিজেপি ৷ ওই সভার মূলবক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া শিবিরে অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ ওই সভায় মানুষকে আহ্বান জানাতে জেলায় জেলায় কর্মসূচি করছে বিজেপি ৷ রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দায় তেমনই একটি কর্মসূচি ছিল ৷ ওন্দার পুঞ্চা শিবতলায় ওই কর্মসূচি আয়োজন করে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা ৷

সেই কর্মসূচির মঞ্চ থেকেই স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘‘...সমস্ত বঞ্চিতদের নিয়ে কলকাতা চলুন ৷...তৃণমূল নাকি বলছে আমাদের কোথাও কোথাও আটকাতে পারে ৷ আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেস যদি কোথাও রাস্তায় পা বাড়ায়, গাড়ির থেকে নেমে টুঁটিটা ধরে ওই বাসে তুলবেন আর নিয়ে গিয়ে গঙ্গার জলে চুবাবেন ৷’’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘আমরা সমস্ত বাস নিয়ে একসঙ্গে যাব৷ আর রাস্তার মাঝে যদি ওই দুষ্কৃতিরা যদি কোনও গোলমাল করে তাহলে টুঁটি ধরব, আর গাড়িতে তুলব আর গঙ্গার জলে নিয়ে গিয়ে চুবাব ৷ এই কথাটা সবাই মনে রাখবেন৷ সবাই রেডি হয়ে যাবেন ৷’’

পাশাপাশি রাস্তায় যদি তৃণমূল আক্রমণ করে, তাহলে কী করতে হবে, সেই দাওয়াই-ও বাতলে দিয়েছেন অমরনাথ শাখা ৷ বিজেপির কর্মীদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, ‘‘যদি আপনার এক গালে চড় মারে ৷ তাহলে চুপ না করে থেকে ওদের গালে এমন কামড়াবেন যাতে মাংস উঠে আসে ৷’’

অমরনাথ শাখার এই মন্তব্য শুনে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘কোথায় বাস আটকাবে ? কে আটকাবে ? লোক বেরোবে তবে না আটকাবে ! লোক নেই বলে এসব বলছে ৷ ব্য়াপারটা পাগলের প্রলাপের মতো হচ্ছে না ! আসলে বলুক যে লোক যাবে না ৷ 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, জিনিসপত্রের দাম বাড়ছে ৷ লোক বেরোবে কেন ?’’

যদিও অমরনাথ শাখা ওন্দার সভা থেকে দাবি করেছেন, ‘‘কলকাতার সভায় বিষ্ণুপুর থেকে 15 হাজার লোক নিয়ে যাব ।’’

আরও পড়ুন:

  1. এবার পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি বিধায়কের; পাগলের প্রলাপ, বললেন কুণাল
  2. বিজেপিতে ডামাডোল অব্যাহত, কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন বাঁকুড়ার দুই বিধায়কের
  3. রাস্তা খারাপ, প্রার্থীকে গোরুর গাড়িতে চড়িয়ে গ্রাম ঘোরালেন বিজেপি কর্মীরা

তৃণমূল কর্মীদের টুঁটি ধরে গঙ্গায় চোবানোর নিদান, বিতর্কে ওন্দার বিজেপি বিধায়ক

ওন্দা (বাঁকুড়া), 27 নভেম্বর: দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার ওন্দার বিধায়ক বিজেপির অমরনাথ শাখা ৷ কলকাতায় বিজেপির কর্মসূচিতে যোগদানে বাধা দেওয়া হলে তৃণমূলের কর্মীদের টুঁটি ধরে গঙ্গার জলে চোবানোর নিদান দিয়েছেন তিনি ৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ যদিও তৃণমূলের দাবি, বিজেপি কলকাতার সভায় নিয়ে যাওয়ার জন্য লোক পাবে না ৷ সেই কারণে আগে থেকে তৃণমূল আটকে দেবে বলে অভিযোগ তুলছে ৷

উল্লেখ্য, আগামী বুধবার (29 নভেম্বর) কলকাতায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করবে বিজেপি ৷ ওই সভার মূলবক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া শিবিরে অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ ওই সভায় মানুষকে আহ্বান জানাতে জেলায় জেলায় কর্মসূচি করছে বিজেপি ৷ রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দায় তেমনই একটি কর্মসূচি ছিল ৷ ওন্দার পুঞ্চা শিবতলায় ওই কর্মসূচি আয়োজন করে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা ৷

সেই কর্মসূচির মঞ্চ থেকেই স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘‘...সমস্ত বঞ্চিতদের নিয়ে কলকাতা চলুন ৷...তৃণমূল নাকি বলছে আমাদের কোথাও কোথাও আটকাতে পারে ৷ আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেস যদি কোথাও রাস্তায় পা বাড়ায়, গাড়ির থেকে নেমে টুঁটিটা ধরে ওই বাসে তুলবেন আর নিয়ে গিয়ে গঙ্গার জলে চুবাবেন ৷’’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘আমরা সমস্ত বাস নিয়ে একসঙ্গে যাব৷ আর রাস্তার মাঝে যদি ওই দুষ্কৃতিরা যদি কোনও গোলমাল করে তাহলে টুঁটি ধরব, আর গাড়িতে তুলব আর গঙ্গার জলে নিয়ে গিয়ে চুবাব ৷ এই কথাটা সবাই মনে রাখবেন৷ সবাই রেডি হয়ে যাবেন ৷’’

পাশাপাশি রাস্তায় যদি তৃণমূল আক্রমণ করে, তাহলে কী করতে হবে, সেই দাওয়াই-ও বাতলে দিয়েছেন অমরনাথ শাখা ৷ বিজেপির কর্মীদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, ‘‘যদি আপনার এক গালে চড় মারে ৷ তাহলে চুপ না করে থেকে ওদের গালে এমন কামড়াবেন যাতে মাংস উঠে আসে ৷’’

অমরনাথ শাখার এই মন্তব্য শুনে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘কোথায় বাস আটকাবে ? কে আটকাবে ? লোক বেরোবে তবে না আটকাবে ! লোক নেই বলে এসব বলছে ৷ ব্য়াপারটা পাগলের প্রলাপের মতো হচ্ছে না ! আসলে বলুক যে লোক যাবে না ৷ 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, জিনিসপত্রের দাম বাড়ছে ৷ লোক বেরোবে কেন ?’’

যদিও অমরনাথ শাখা ওন্দার সভা থেকে দাবি করেছেন, ‘‘কলকাতার সভায় বিষ্ণুপুর থেকে 15 হাজার লোক নিয়ে যাব ।’’

আরও পড়ুন:

  1. এবার পৃথক রাঢ়বঙ্গের দাবি বিজেপি বিধায়কের; পাগলের প্রলাপ, বললেন কুণাল
  2. বিজেপিতে ডামাডোল অব্যাহত, কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন বাঁকুড়ার দুই বিধায়কের
  3. রাস্তা খারাপ, প্রার্থীকে গোরুর গাড়িতে চড়িয়ে গ্রাম ঘোরালেন বিজেপি কর্মীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.