ওন্দা (বাঁকুড়া), 27 নভেম্বর: দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার ওন্দার বিধায়ক বিজেপির অমরনাথ শাখা ৷ কলকাতায় বিজেপির কর্মসূচিতে যোগদানে বাধা দেওয়া হলে তৃণমূলের কর্মীদের টুঁটি ধরে গঙ্গার জলে চোবানোর নিদান দিয়েছেন তিনি ৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ যদিও তৃণমূলের দাবি, বিজেপি কলকাতার সভায় নিয়ে যাওয়ার জন্য লোক পাবে না ৷ সেই কারণে আগে থেকে তৃণমূল আটকে দেবে বলে অভিযোগ তুলছে ৷
উল্লেখ্য, আগামী বুধবার (29 নভেম্বর) কলকাতায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করবে বিজেপি ৷ ওই সভার মূলবক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া শিবিরে অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ ওই সভায় মানুষকে আহ্বান জানাতে জেলায় জেলায় কর্মসূচি করছে বিজেপি ৷ রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দায় তেমনই একটি কর্মসূচি ছিল ৷ ওন্দার পুঞ্চা শিবতলায় ওই কর্মসূচি আয়োজন করে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা ৷
সেই কর্মসূচির মঞ্চ থেকেই স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘‘...সমস্ত বঞ্চিতদের নিয়ে কলকাতা চলুন ৷...তৃণমূল নাকি বলছে আমাদের কোথাও কোথাও আটকাতে পারে ৷ আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেস যদি কোথাও রাস্তায় পা বাড়ায়, গাড়ির থেকে নেমে টুঁটিটা ধরে ওই বাসে তুলবেন আর নিয়ে গিয়ে গঙ্গার জলে চুবাবেন ৷’’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘আমরা সমস্ত বাস নিয়ে একসঙ্গে যাব৷ আর রাস্তার মাঝে যদি ওই দুষ্কৃতিরা যদি কোনও গোলমাল করে তাহলে টুঁটি ধরব, আর গাড়িতে তুলব আর গঙ্গার জলে নিয়ে গিয়ে চুবাব ৷ এই কথাটা সবাই মনে রাখবেন৷ সবাই রেডি হয়ে যাবেন ৷’’
পাশাপাশি রাস্তায় যদি তৃণমূল আক্রমণ করে, তাহলে কী করতে হবে, সেই দাওয়াই-ও বাতলে দিয়েছেন অমরনাথ শাখা ৷ বিজেপির কর্মীদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, ‘‘যদি আপনার এক গালে চড় মারে ৷ তাহলে চুপ না করে থেকে ওদের গালে এমন কামড়াবেন যাতে মাংস উঠে আসে ৷’’
অমরনাথ শাখার এই মন্তব্য শুনে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘কোথায় বাস আটকাবে ? কে আটকাবে ? লোক বেরোবে তবে না আটকাবে ! লোক নেই বলে এসব বলছে ৷ ব্য়াপারটা পাগলের প্রলাপের মতো হচ্ছে না ! আসলে বলুক যে লোক যাবে না ৷ 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, জিনিসপত্রের দাম বাড়ছে ৷ লোক বেরোবে কেন ?’’
যদিও অমরনাথ শাখা ওন্দার সভা থেকে দাবি করেছেন, ‘‘কলকাতার সভায় বিষ্ণুপুর থেকে 15 হাজার লোক নিয়ে যাব ।’’
আরও পড়ুন: