ETV Bharat / state

Chandana Bauri : দ্বিতীয় বিবাহ মামলায় আদালতে আত্মসমর্পণ বিধায়ক চন্দনার - শালতোড়া

বৃহস্পতিবার বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণ করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি (Chandana Bauri) ৷ কৃষ্ণ কুন্ডুর সঙ্গে তাঁর দ্বিতীয়বার বিয়ে নিয়ে কৃ্ষ্ণ কুন্ডুর স্ত্রী চন্দনার বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেন । সেই মামলাতেই চন্দনা এদিন আত্মসমর্পণ করেছেন ৷

আদালতে আত্মসমর্পণ শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি
আদালতে আত্মসমর্পণ শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি
author img

By

Published : Sep 2, 2021, 3:26 PM IST

Updated : Sep 2, 2021, 3:55 PM IST

বাঁকুড়া, 2 সেপ্টেম্বর : দ্বিতীয়বার বিয়ে এবং সেই সংক্রান্ত দায়ের হওয়া মামলায় বাঁকুড়া জেলা আদালতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক ৷ তবে সংশ্লিষ্ট মামলায় আত্মসমর্পণ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিল বাঁকুড়া জেলা আদালত ৷ বিধায়ক এবং সাংসদদের বিশেষ কোর্ট রয়েছে বারাসতে ৷ পরবর্তী যাবতীয় আইনি প্রক্রিয়া সেখানেই হবে ৷ এদিন এই স্থগিতাদেশ দেওয়া ছাড়া বাঁকুড়া জেলা আদালতে আর কোনও কাজ এগোয়নি ৷

বেশ কিছুদিন আগে বিধায়ক চন্দনা বাউরির দ্বিতীয় বিবাহ নিয়ে শোরগোল পড়ে যায় জেলাজুড়ে । তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর সঙ্গে তাঁর দ্বিতীয়বার বিয়ের অভিযোগে কৃষ্ণ কুন্ডুর স্ত্রী চন্দনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । গত 19 অগস্ট চন্দনার এই দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে আসে । এরপরই কৃষ্ণের স্ত্রী রুম্পা কুণ্ডু চন্দনার বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেন । সেই মামলাতেই এদিন আদালতে আত্মসমর্পণ করেছেন চন্দনা ৷

লিখিত অভিযোগে রুম্পা জানিয়েছিলেন, পার্টির কাজের জন্য চন্দনার সঙ্গে থাকত কৃষ্ণ । তার জেরে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে ৷ গোপনে তাঁরা বিয়েও করেছেন ৷ চন্দনা এবং নিজের স্বামীর বিরুদ্ধে হুমকি দেওয়ার পাশাপাশি একাধিক অভিযোগ আনেন রুম্পা । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি বিধায়ক এবং কৃষ্ণ কুন্ডুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 498-এ (বধূ নির্যাতন), 494 (বিবাহ বহির্ভূত সম্পর্ক), 406 (বিশ্বাসভঙ্গ) এবং 506 (হুমকি দেওয়া) নম্বর ধারায় মামলা রুজু করে । এই মামলাতেই আত্মসমর্পণ বিধায়কের ।

আরও পড়ুন : ঘর-কন্যা সামলেও মেহনতি মানুষের কথা বিধানসভায় পৌঁছে দিতে চান চন্দনা

বাঁকুড়া, 2 সেপ্টেম্বর : দ্বিতীয়বার বিয়ে এবং সেই সংক্রান্ত দায়ের হওয়া মামলায় বাঁকুড়া জেলা আদালতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক ৷ তবে সংশ্লিষ্ট মামলায় আত্মসমর্পণ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিল বাঁকুড়া জেলা আদালত ৷ বিধায়ক এবং সাংসদদের বিশেষ কোর্ট রয়েছে বারাসতে ৷ পরবর্তী যাবতীয় আইনি প্রক্রিয়া সেখানেই হবে ৷ এদিন এই স্থগিতাদেশ দেওয়া ছাড়া বাঁকুড়া জেলা আদালতে আর কোনও কাজ এগোয়নি ৷

বেশ কিছুদিন আগে বিধায়ক চন্দনা বাউরির দ্বিতীয় বিবাহ নিয়ে শোরগোল পড়ে যায় জেলাজুড়ে । তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর সঙ্গে তাঁর দ্বিতীয়বার বিয়ের অভিযোগে কৃষ্ণ কুন্ডুর স্ত্রী চন্দনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । গত 19 অগস্ট চন্দনার এই দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে আসে । এরপরই কৃষ্ণের স্ত্রী রুম্পা কুণ্ডু চন্দনার বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেন । সেই মামলাতেই এদিন আদালতে আত্মসমর্পণ করেছেন চন্দনা ৷

লিখিত অভিযোগে রুম্পা জানিয়েছিলেন, পার্টির কাজের জন্য চন্দনার সঙ্গে থাকত কৃষ্ণ । তার জেরে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে ৷ গোপনে তাঁরা বিয়েও করেছেন ৷ চন্দনা এবং নিজের স্বামীর বিরুদ্ধে হুমকি দেওয়ার পাশাপাশি একাধিক অভিযোগ আনেন রুম্পা । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি বিধায়ক এবং কৃষ্ণ কুন্ডুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 498-এ (বধূ নির্যাতন), 494 (বিবাহ বহির্ভূত সম্পর্ক), 406 (বিশ্বাসভঙ্গ) এবং 506 (হুমকি দেওয়া) নম্বর ধারায় মামলা রুজু করে । এই মামলাতেই আত্মসমর্পণ বিধায়কের ।

আরও পড়ুন : ঘর-কন্যা সামলেও মেহনতি মানুষের কথা বিধানসভায় পৌঁছে দিতে চান চন্দনা

Last Updated : Sep 2, 2021, 3:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.