বাঁকুড়া, 17 জুন : আত্মনির্ভর ভারত সম্পর্ক অভিযান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল বাঁকুড়া BJP নেতৃত্ব । মঙ্গলবার বাঁকুড়া শহরের নতুনগঞ্জ ধর্মশালাতে কর্মসূচির সূচনা হয় । উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং সর্দার, রাজ্য BJP-র সহসভাপতি সুভাষ সরকার, বাঁকুড়া জেলা BJP সভাপতি বিবেকানান্দ পাত্র ।
এদিনের অনুষ্ঠানে উল্লেখ করা হয় সাধারণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে প্রধান মন্ত্রীর স্বাক্ষর সম্বলিত প্রকল্প উল্লেখিত চিঠি । সাধারণ মানুষের মধ্যে BJP সরকারের জনসম্পর্ক গড়ে তোলাই লক্ষ্য বাঁকুড়ার BJP নেতৃবৃন্দের । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতখানেক দলীয় কর্মীরা । প্রত্যেকেই সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠানে যোগ দেন ।
সুভাষ সরকারের কথায় প্রকাশ পায়, ঘরে ঘরে আমরা পৌঁছে দেব BJP-র সাফল্যের কথা । রাজ্য সরকারের গাফিলতি কতটা তা পরিমাপ নিজেরাই করতে পারবে । কেন্দ্র সরকারের 1 বছরের কাজের পরিসংখ্যান দেওয়া তথ্য আমরা পৌঁছে দেব । রাজ্যের মানুষ ভুল করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন । এখন তারা টের পাচ্ছেন । ভুল শুধরে আগামী বছরে, 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ BJP সরকার গড়বেন ।
এছাড়া জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির নেওয়া সিদ্ধান্তে বিরোধিতা করছি । কোরোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়ে মারা গেলে তার কোনও রকম পরীক্ষা করা হবে না । যদি এভাবে চলতে থাকে কোরোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে ।"