ETV Bharat / state

বাঁকুড়ায় ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ BJP-র - বাঁকুড়ায় ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ BJP-এর

বাঁকুড়ায় শাসকদলের বিরুদ্ধে ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ। অভিযোগ করলেন বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার।

BJP blames tmc for amfan relief
BJP blames tmc for amfan relief
author img

By

Published : Jun 14, 2020, 7:28 AM IST

বাঁকুড়া, 13 জুন: আবারও শাসকদলের বিরুদ্ধে ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ। এবারে অভিযোগ তুললেন বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, “দক্ষিণ বাঁকুড়ায় প্রকৃত ক্ষতিগ্রস্থরা ত্রাণ পাচ্ছেন না। উলটে শাসকদলের ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা পাচ্ছেন। কেন্দ্র লকডাউন এর ফলে সাধারণ মানুষের জন্য রেশন এর মাধ্যমে চাল ও ডাল দেওয়ার ব্যবস্থা করেছে। অথচ বাঁকুড়া জেলায় চাল দেওয়া হলেও, এখনও পর্যন্ত সাধারণ গ্রাহকদের কেন্দ্রের পাঠানোর ডাল বণ্টন করা হচ্ছে না। মে মাসের প্রথমদিকে ডাল এসে পৌঁছেছে জেলায়, অথচ এখনো তা বিলি করছে না প্রশাসন।”

দিনের পর দিন বাঁকুড়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এপ্রসঙ্গে আজ তিনি বলেন, “যাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হচ্ছে পরীক্ষার জন্য, তাঁদের নমুনা 24 ঘণ্টার মধ্যে ল্যাবে পাঠানো হচ্ছে না। ল্যাবে পাঠানোর পর রিপোর্ট আসতে প্রায় সাত থেকে আট দিন সময় লাগছে। এর ফলে সংক্রমিত ব্যক্তিরা সমাজে অজান্তেই ছড়িয়ে ফেলছেন কোরোনা।”

পাশাপাশি তিনি বলেন, “2021 সালে রাজ্যে পরিবর্তন আসন্ন । তাই আমাদের দলের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু করা হবে খুব শীঘ্রই। যাতে করে তাঁরা দলের আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন।”

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুভাষ সরকার সহ সাংগঠনিক জেলা বাঁকুড়া সভাপতি বিবেকানন্দ পাত্র এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হরকালী প্রতিহার।

বাঁকুড়া, 13 জুন: আবারও শাসকদলের বিরুদ্ধে ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ। এবারে অভিযোগ তুললেন বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, “দক্ষিণ বাঁকুড়ায় প্রকৃত ক্ষতিগ্রস্থরা ত্রাণ পাচ্ছেন না। উলটে শাসকদলের ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা পাচ্ছেন। কেন্দ্র লকডাউন এর ফলে সাধারণ মানুষের জন্য রেশন এর মাধ্যমে চাল ও ডাল দেওয়ার ব্যবস্থা করেছে। অথচ বাঁকুড়া জেলায় চাল দেওয়া হলেও, এখনও পর্যন্ত সাধারণ গ্রাহকদের কেন্দ্রের পাঠানোর ডাল বণ্টন করা হচ্ছে না। মে মাসের প্রথমদিকে ডাল এসে পৌঁছেছে জেলায়, অথচ এখনো তা বিলি করছে না প্রশাসন।”

দিনের পর দিন বাঁকুড়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এপ্রসঙ্গে আজ তিনি বলেন, “যাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হচ্ছে পরীক্ষার জন্য, তাঁদের নমুনা 24 ঘণ্টার মধ্যে ল্যাবে পাঠানো হচ্ছে না। ল্যাবে পাঠানোর পর রিপোর্ট আসতে প্রায় সাত থেকে আট দিন সময় লাগছে। এর ফলে সংক্রমিত ব্যক্তিরা সমাজে অজান্তেই ছড়িয়ে ফেলছেন কোরোনা।”

পাশাপাশি তিনি বলেন, “2021 সালে রাজ্যে পরিবর্তন আসন্ন । তাই আমাদের দলের কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু করা হবে খুব শীঘ্রই। যাতে করে তাঁরা দলের আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন।”

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুভাষ সরকার সহ সাংগঠনিক জেলা বাঁকুড়া সভাপতি বিবেকানন্দ পাত্র এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি হরকালী প্রতিহার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.