বিষ্ণুপুর, 11 ফেব্রুয়ারি : বিষ্ণুপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর দু’টি পৃথক ঠিকানায় ভোটার কার্ড থাকার অভিযোগ (Bishnupur TMC candidate allegedly has two voter cards) ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে দেবব্রত ঘোষের প্রার্থীপদ খারিজের আবেদন জানাল বাঁকুড়া জেলা বিজেপি ৷ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, ওই ওয়ার্ডের বিজেপির প্রার্থী মহকুমা শাসকের দফতরে অভিযোগ জানিয়েছেন ৷ সেখানে ব্যবস্থা নেওয়া না হলে, বিজেপি আইনের পথে যাবে ৷
আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন (Bengal Civic Polls 2022) ৷ তার আগে গত বুধবার 9 ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল ৷ আর 10 ফেব্রুয়ারি অর্থাৎ, বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্রের স্ক্রুটিনি হয়ে গিয়েছে ৷ আর তারপরই বিষ্ণুপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের প্রার্থীর বিরুদ্ধে দু’টি পৃথক ঠিকানায় ভোটার কার্ড থাকার অভিযোগ করেছে বিজেপির ৷ এনিয়ে সৌমিত্র খাঁ অভিযোগ করেছেন, 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবব্রত ঘোষের সল্টলেক এবং বিষ্ণুপুর দুই জায়গায় ভোটার কার্ড রয়েছে ৷
এই অভিযোগ তুলে ইতিমধ্যে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী ৷ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে ৷ মহকুমা শাসক এনিয়ে ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ ৷ তবে এনিয়ে বিশেষ কিছু বলতে নারাজ তৃণমূল প্রার্থী দেবব্রত ঘোষ ৷
আরও পড়ুন : Bankura Municipal Polls 2022 : বাঁকুড়ায় তৃণমূলকে চ্যালেঞ্জ চার গোঁজ প্রার্থীর
তিনি জানিয়েছেন, এবিষয়ে তাঁর কিছুই বলার নেই ৷ রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক তাঁর মনোনয়ন গ্রহণ করেছেন ৷ তিনি প্রয়োজনীয় সব নথি তাঁর মনোনয়নের সঙ্গে জমা দিয়েছেন বলেও জানান তৃণমূল প্রার্থী ৷ এনিয়ে পাল্টা সৌমিত্র খাঁ-কে খোঁচা দিয়ে তিনি বলেন, সৌমিত্রবাবু অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ করেছেন ৷ আর এটা তিনি করে থাকেন ৷ তাঁর সেই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ দেবব্রত ঘোষ ৷ আর পুরো বিষয়টি নিয়ে তাঁর দল যা বলার বলবে বলে জানান বিষ্ণুপুর পৌরসভার তৃণমূল প্রার্থী ৷