ETV Bharat / state

Saumitra Khan : জনের পর এবার সৌমিত্র, ফেসবুক লাইভে জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি - জন বার্লা

আরও এক বিজেপি সাংসদের গলায় পৃথক রাজ্যের দাবি শোনা গেল ৷ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার (John Barla) পর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও (Saumitra Khan) পৃথক রাজ্যের দাবি জানালেন ৷ সোমবার নিজের ফেসবুক লাইভে সৌমিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে জঙ্গলমহলকে পৃথক রাজ্য করার কথা বলেন ৷

ফেসবুক লাইভে রাঢ়বঙ্গের জন্য পৃথক রাজ্যের দাবি
ফেসবুক লাইভে রাঢ়বঙ্গের জন্য পৃথক রাজ্যের দাবি
author img

By

Published : Jun 21, 2021, 5:03 PM IST

কলকাতা, 21 জুন : আরও এক বিজেপি সাংসদের গলায় পৃথক রাজ্যের দাবি শোনা গেল ৷ শনিবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা (John Barla) উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি জানান ৷ তারপর সোমবার নিজের ফেসবুক লাইভে রাঢ়বঙ্গের জন্য পৃথক রাজ্যে দাবি জানালেন সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ এদিন দুপুরে সৌমিত্র উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের প্রতি রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ এনে নিজেদের অধিকার হাসিল করার কথা বলেন ৷ জানান, জঙ্গলমহলের বিকাশের জন্য তাঁদের এই পৃথক রাজ্যের দাবি ৷ মানুষ চাইছেন জঙ্গলমহলকে আগের অবস্থায় ফিরে পেতে ৷

বিষ্ণুপুরের সাংসদ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাকে নিয়ে নতুন দেশ তৈরির পরিকল্পনা করার অভিযোগ আনেন ৷ বলেন, মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রীরা দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলে আখ্যা দিয়েছেন ৷ জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের মানুষ বরাবরই রাজ্য সরকারের তালিকায় উপেক্ষিত ৷ তাঁর দাবি, এইসব মানুষ বহিরাগত নন ৷ তাঁরা ভারতীয়, তাঁরা পশ্চিমবঙ্গের মানুষ ৷ তাঁরা তাঁদের অধিকার চান ৷

মমতাকে খোঁচা দিয়ে সৌমিত্র বলেন, "আপনি দু'বার মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরবঙ্গের জন্য কোনও কাজ করলেন না, জঙ্গলমহলের জন্য কোনও কাজ করলেন না ৷ শুধু কাজ হিসাবে আমরা দেখলাম রাজনীতি এবং রোহিঙ্গাদের প্রবেশ ৷" সৌমিত্রের অভিযোগ, উত্তরবঙ্গের মতোই জঙ্গলমহলের জন্যও মুখ্যমন্ত্রী কোনও কাজ করেননি ৷ তাই বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলির কিছুটা অংশের মানুষ নিজেদের অধিকারের দাবি জানাচ্ছেন ৷

সোমবার নিজের ফেসবুক লাইভে জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি জানালেন সৌমিত্র খাঁ ৷

সেই প্রসঙ্গেই সৌমিত্র ইতিহাসের কথা তোলেন ৷ বলেন, "1803 সালে জঙ্গলমহল জেলা ছিল ৷ 1886 সালে বাঁকুড়া জেলা হয় ৷ কিন্তু আমরা সিংভূমের সঙ্গে যুক্ত ছিলাম ৷ মানভূমের সঙ্গে যুক্ত ছিলাম ৷ আমরা কলকাতার সঙ্গেও যুক্ত ছিলাম ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রধানমন্ত্রীকে বহিরাগত আখ্যা দিচ্ছেন, আমাদেরকেও বহিরাগত বলতে পারেন ৷"

সৌমিত্রের অভিযোগ, মমতা বাংলাদেশ থেকে রোহিঙ্গা আনছেন ৷ এখানে রোহিঙ্গাদের অত্যাচার বাড়ছে ৷ জঙ্গলমহলের ছেলেরা কোনও কাজ পাচ্ছেন না ৷ আর জঙ্গলমহলে বনবিভাগের কাজ রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে ৷ বামফ্রন্টের আমলেও তাঁরা উপেক্ষিত ছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও তাঁরা অবহেলিত ৷ তাই তাঁরা জঙ্গলমহলকে আলাদা রাজ্য বানানোর দাবি জানাচ্ছেন, যাতে পৃথক রাজ্য নিয়ে তাঁরা ভারতবাসী হিসাবে এগিয়ে যেতে পারেন ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বারলা

কলকাতা, 21 জুন : আরও এক বিজেপি সাংসদের গলায় পৃথক রাজ্যের দাবি শোনা গেল ৷ শনিবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা (John Barla) উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি জানান ৷ তারপর সোমবার নিজের ফেসবুক লাইভে রাঢ়বঙ্গের জন্য পৃথক রাজ্যে দাবি জানালেন সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ এদিন দুপুরে সৌমিত্র উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের প্রতি রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ এনে নিজেদের অধিকার হাসিল করার কথা বলেন ৷ জানান, জঙ্গলমহলের বিকাশের জন্য তাঁদের এই পৃথক রাজ্যের দাবি ৷ মানুষ চাইছেন জঙ্গলমহলকে আগের অবস্থায় ফিরে পেতে ৷

বিষ্ণুপুরের সাংসদ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাকে নিয়ে নতুন দেশ তৈরির পরিকল্পনা করার অভিযোগ আনেন ৷ বলেন, মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রীরা দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলে আখ্যা দিয়েছেন ৷ জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের মানুষ বরাবরই রাজ্য সরকারের তালিকায় উপেক্ষিত ৷ তাঁর দাবি, এইসব মানুষ বহিরাগত নন ৷ তাঁরা ভারতীয়, তাঁরা পশ্চিমবঙ্গের মানুষ ৷ তাঁরা তাঁদের অধিকার চান ৷

মমতাকে খোঁচা দিয়ে সৌমিত্র বলেন, "আপনি দু'বার মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরবঙ্গের জন্য কোনও কাজ করলেন না, জঙ্গলমহলের জন্য কোনও কাজ করলেন না ৷ শুধু কাজ হিসাবে আমরা দেখলাম রাজনীতি এবং রোহিঙ্গাদের প্রবেশ ৷" সৌমিত্রের অভিযোগ, উত্তরবঙ্গের মতোই জঙ্গলমহলের জন্যও মুখ্যমন্ত্রী কোনও কাজ করেননি ৷ তাই বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলির কিছুটা অংশের মানুষ নিজেদের অধিকারের দাবি জানাচ্ছেন ৷

সোমবার নিজের ফেসবুক লাইভে জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি জানালেন সৌমিত্র খাঁ ৷

সেই প্রসঙ্গেই সৌমিত্র ইতিহাসের কথা তোলেন ৷ বলেন, "1803 সালে জঙ্গলমহল জেলা ছিল ৷ 1886 সালে বাঁকুড়া জেলা হয় ৷ কিন্তু আমরা সিংভূমের সঙ্গে যুক্ত ছিলাম ৷ মানভূমের সঙ্গে যুক্ত ছিলাম ৷ আমরা কলকাতার সঙ্গেও যুক্ত ছিলাম ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রধানমন্ত্রীকে বহিরাগত আখ্যা দিচ্ছেন, আমাদেরকেও বহিরাগত বলতে পারেন ৷"

সৌমিত্রের অভিযোগ, মমতা বাংলাদেশ থেকে রোহিঙ্গা আনছেন ৷ এখানে রোহিঙ্গাদের অত্যাচার বাড়ছে ৷ জঙ্গলমহলের ছেলেরা কোনও কাজ পাচ্ছেন না ৷ আর জঙ্গলমহলে বনবিভাগের কাজ রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে ৷ বামফ্রন্টের আমলেও তাঁরা উপেক্ষিত ছিলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও তাঁরা অবহেলিত ৷ তাই তাঁরা জঙ্গলমহলকে আলাদা রাজ্য বানানোর দাবি জানাচ্ছেন, যাতে পৃথক রাজ্য নিয়ে তাঁরা ভারতবাসী হিসাবে এগিয়ে যেতে পারেন ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বারলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.