বিষ্ণুপুর, 18 মার্চ : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পদ্ম-বিধায়কের বাড়িতে নিরাপত্তারক্ষী ৷ বিষ্ণুপুরের বিধায়ক খাতায়কলমে বিজেপি বিধায়ক হলেও এখন তিনি ঘাসফুলে ৷ বৃহস্পতিবার বিধানসভার মধ্যে অধিবেশন চলাকালীন তাঁকে এবং আরও তিনজন বিজেপি ত্যাগী বিধায়ককে হুমকি দেন শুভেন্দু অধিকারী ৷ ফলস্বরূপ 'ওয়াই ক্যাটাগরি' নিরাপত্তা পেয়েছেন বিধায়ক (Bishnupur BJP MLA Tanmay Ghosh gets Y category security after Suvendu threat) ৷
এখন চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষী সব সময় বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি 'ঘোষ ভিলা'-র প্রহরায় থাকবে । বুধবার রাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ বিধানসভায় বিরোধী দল নেতা বিজেপির শুভেন্দু অধিকারীর দলবদলু বিধায়কদের বাড়িতে 'আয়কর হানা'র হুমকি দেন ৷ এ নিয়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ইটিভি ভারত-এর প্রতিনিধিকে বলেন, "গতকাল বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা মিথ্যে তথ্য পরিবেশন করছেন ৷ তিনি শুধু 'বয়কট', 'বয়কট' বলে চেঁচিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন ৷ আমরা নবনির্বাচিত বিধায়কেরা বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করতে চাই এবং কিছু শিখতে চাই ৷"
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান বক্তব্য শুনতে আগ্রহী, জানান বিধায়ক তন্ময় ৷ তাই বিরোধী দলনেতার বয়কট ও বিশৃঙ্খলা মেনে না নিয়ে প্রতিবাদ করেন চারজন বিধায়ক ৷ কিন্তু সেই সময় ধৈর্য হারান শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রসঙ্গে তন্ময় ঘোষ বলেন, "চারজন বিধায়ককে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন ৷ পাশাপাশি আয়কর নোটিস পাঠানোর কথাও জানিয়েছেন বিজেপি নেতা ৷"
সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লিখিত ভাবে জানিয়েছেন চারজন বিধায়ক ৷ "এরপর স্পিকার রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে এই নিরাপত্তার ব্যবস্থা করেছেন", বললেন হুমকি পাওয়া গেরুয়া থেকে তৃণমূলে যাওয়া বিধায়ক ৷ তবে এই হুমকি নিয়ে বিধায়ক খুব একটা চিন্তিত নয়, বরং তিনি এই ঘটনাকে "ভারতের ইতিহাসে নজিরবিহীন" বলে উল্লেখ করেন ৷ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "হাউজ়ের মধ্যে বাদানুবাদ হতে পারে ৷ প্রতিবাদ করতে পারি ৷ কিন্তু বিরোধী দলনেতা অন্য এক বিধায়ককে এ ভাবে হুমকি দেবে, এটা ভারতের ইতিহাসে নজিরবিহীন ৷"
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই স্বাধিকার ভঙ্গের নোটিস পেয়েছেন শুভেন্দু অধিকারী ৷ স্পিকার বিষয়টির সত্যাসত্য বিচারের জন্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন ৷