ETV Bharat / state

ইভিএম বিকলে চক্রান্ত দেখছেন সায়ন্তিকা, জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী - সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

ইভিএম বিকলের ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তবে জেতার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী তিনি ৷

bengal election 2021: TMC candidate from Bankura Sayantika Banerjee alleges over evm
ইভিএম বিকলে চক্রান্ত দেখছেন সায়ন্তিকা, জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী
author img

By

Published : Apr 1, 2021, 11:30 AM IST

বাঁকুড়া, 1 এপ্রিল: চক্রান্ত করে ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ তুললেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, অনেকেই ভোট দিতে না-পেরে ফিরে গিয়েছেন ৷ এ ব্যাপারে বারবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও, তারা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ তবে যে ভোটাররা চলে গিয়েছেন, তাঁরা পরে আবার ফিরে এসে ভোট দেবেন বলে আশাবাদী অভিনেত্রী-রাজনীতিক ৷

দ্বিতীয় দফায় ভোট চলছে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে ৷ সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছেন ৷ তবে যে বুথে তৃণমূলের শক্তি বেশি, সেখানেই ইভিএম খারাপ রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ টুইটে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না..আজ সকাল 7:30 থেকে বুথ নং 114, 115, 118, 119, ও 119Aতে বেশ কিছু EVM কাজ না-করায় আমার প্রচুর মা-বোনেরা ভোট না দিতে পেরে বাড়ি চলে যাচ্ছেন । আমাদের প্রতিটি সেফ বুথে এই EVM সংক্রান্ত সমস্যা হচ্ছে ।"

  • চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না.. আজ সকাল ৭:৩০ থেকে বুথ নং 114.115.118.119.119A
    তে বেশ কিছু EVM মেশিন কাজ না করায় আমার প্রচুর মা-বোনেরা ভোট না দিতে পেরে বাড়ি চলে যাচ্ছেন।। আমাদের প্রতিটি সেফ বুথে এই EVM সংক্রান্ত সমস্যা হচ্ছে। pic.twitter.com/pJNpC96VgG

    — Sayantika Banerjee (@sayantika12) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূল কংগ্রেস প্রার্থীর আরও অভিযোগ, "বারংবার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে কোনও হস্তক্ষেপ করছেন না । তাতেও আমরা ভয় পাই না । যাঁরা ভোট না দিতে পেরে চলে গেছেন, তাঁরা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি মানুষের জন্য ফিরে আসবেন ।"

আরও পড়ুন: মমতা, শুভেন্দু থেকে ভারতী, দ্বিতীয় দফায় নজরে যাঁরা

  • বারংবার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে কোনো হস্তক্ষেপ করছেন না। তাতেও আমরা ভয় পাইনা। যারা ভোট না দিতে পেরে চলে গেছে তারা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি মানুষের জন্য ফিরে আসবেন।।

    — Sayantika Banerjee (@sayantika12) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সায়ন্তিকার দাবি, "মানুষ দিদির পাশেই আছে, ভোটটা দিদিকেই দেবে । সব সমস্যা ও বহিরাগত শক্তিকে উপেক্ষা করে ভোট দিদির জন্যেই পড়বে..৷"

  • মানুষ দিদির পাশেই আছে, ভোটটা দিদিকেই দেবে। সব সমস্যা ও বহিরাগত শক্তিকে উপেক্ষা করে ভোট দিদির জন্যেই পড়বে.. 🙏🏻🙏🏻#AITC #TMC #MaaMatiManush #NoVoteToBJP pic.twitter.com/b2CEAE4aXa

    — Sayantika Banerjee (@sayantika12) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাঁকুড়া, 1 এপ্রিল: চক্রান্ত করে ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ তুললেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, অনেকেই ভোট দিতে না-পেরে ফিরে গিয়েছেন ৷ এ ব্যাপারে বারবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও, তারা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ তবে যে ভোটাররা চলে গিয়েছেন, তাঁরা পরে আবার ফিরে এসে ভোট দেবেন বলে আশাবাদী অভিনেত্রী-রাজনীতিক ৷

দ্বিতীয় দফায় ভোট চলছে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে ৷ সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছেন ৷ তবে যে বুথে তৃণমূলের শক্তি বেশি, সেখানেই ইভিএম খারাপ রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ টুইটে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না..আজ সকাল 7:30 থেকে বুথ নং 114, 115, 118, 119, ও 119Aতে বেশ কিছু EVM কাজ না-করায় আমার প্রচুর মা-বোনেরা ভোট না দিতে পেরে বাড়ি চলে যাচ্ছেন । আমাদের প্রতিটি সেফ বুথে এই EVM সংক্রান্ত সমস্যা হচ্ছে ।"

  • চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না.. আজ সকাল ৭:৩০ থেকে বুথ নং 114.115.118.119.119A
    তে বেশ কিছু EVM মেশিন কাজ না করায় আমার প্রচুর মা-বোনেরা ভোট না দিতে পেরে বাড়ি চলে যাচ্ছেন।। আমাদের প্রতিটি সেফ বুথে এই EVM সংক্রান্ত সমস্যা হচ্ছে। pic.twitter.com/pJNpC96VgG

    — Sayantika Banerjee (@sayantika12) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূল কংগ্রেস প্রার্থীর আরও অভিযোগ, "বারংবার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে কোনও হস্তক্ষেপ করছেন না । তাতেও আমরা ভয় পাই না । যাঁরা ভোট না দিতে পেরে চলে গেছেন, তাঁরা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি মানুষের জন্য ফিরে আসবেন ।"

আরও পড়ুন: মমতা, শুভেন্দু থেকে ভারতী, দ্বিতীয় দফায় নজরে যাঁরা

  • বারংবার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে কোনো হস্তক্ষেপ করছেন না। তাতেও আমরা ভয় পাইনা। যারা ভোট না দিতে পেরে চলে গেছে তারা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি মানুষের জন্য ফিরে আসবেন।।

    — Sayantika Banerjee (@sayantika12) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সায়ন্তিকার দাবি, "মানুষ দিদির পাশেই আছে, ভোটটা দিদিকেই দেবে । সব সমস্যা ও বহিরাগত শক্তিকে উপেক্ষা করে ভোট দিদির জন্যেই পড়বে..৷"

  • মানুষ দিদির পাশেই আছে, ভোটটা দিদিকেই দেবে। সব সমস্যা ও বহিরাগত শক্তিকে উপেক্ষা করে ভোট দিদির জন্যেই পড়বে.. 🙏🏻🙏🏻#AITC #TMC #MaaMatiManush #NoVoteToBJP pic.twitter.com/b2CEAE4aXa

    — Sayantika Banerjee (@sayantika12) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.