জয়পুর, 26 মার্চ : রাজ্যে প্রথম দফা নির্বাচন শুরু হতে চলেছে আগামিকাল । তার আগেই তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর থানা এলাকায় । ঘটনায় আহত হয়েছেন তিনজন ।
বাঁকুড়ার জয়পুর থানার হরিনাশুলিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ । কার্যালয়ে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ । ঘটনায় আহত হন তিন । যদিও তৃণমূলের দাবি, আইএসএফ, বিজেপি ও সিপিআইএম মিলিতভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি করে । বাম বা গেরুয়া দুই শিবিরই এই অভিযোগ অস্বীকার করেছে ।
আরও পড়ুন : মাস্টার মশাইয়ের কথা যত কম বলা যায় ততই ভাল, একান্ত সাক্ষাৎকারে বেচারাম
আগামী 1 এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে ভোট হতে চলেছে এই বিধানসভা কেন্দ্রে । আর তার আগে এই বিস্ফোরণের ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে । বিষয়টি খতিয়ে দেখছে জয়পুর থানার পুলিশ ।