বিষ্ণুপুর, 28 মে : বাঁকুড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । শুধুমাত্র জেলার ছাতনা বিধানসভা এলাকাতেই আক্রান্ত 14 জন । তাই জেলায় কোরোনা সংক্রমণ ঠেকাতে তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন । লকডাউন কার্যকর করতে খোদ পুলিশ সুপার আসরে নেমেছেন ।
বাঁকুড়া শহর থেকে মাত্র 15 কিলোমিটারের দূরে ছাতনা । আর সেখানেই কোরোনায় আক্রান্ত 14 জন । যার মধ্যে 12 জন আক্রান্তের হদিস মিলেছে একইদিনে । মঙ্গলবার তাঁদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়ার পর ওইদিন রাতেই জেলার বিভিন্ন হাসপাতালে তাঁদের ভরতি করা হয় ।
কোরোনায় সংক্রমিতের সংখ্যা জেলায় বাড়তে থাকায় রীতিমতো উদ্বেগে রয়েছে জেলা প্রশাসন । ফলে, আর কোনওরকম ঘাটতি রাখতে চায় না তারা । তাই সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে এবং লকডাউনকে সফল করতে তৎপরতা দেখাচ্ছে প্রশাসন । এই কাজে সফল হতে আসরে নেমেছেন পুলিশ সুপার কোটেশ্বর রাও । ছাতনায় নিজে দাঁড়িয়ে থেকে নাকা চেকিং করেন তিনি ।