ETV Bharat / state

Mascot Gaja: ম্যাসকট ‘গজা’কে দিয়ে সাইবার ক্রাইম সচেতনতা বাঁকুড়া পুলিশের

সাইবার ক্রাইম রোধে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগ ৷ ম্যাসকট ‘গজা’কে (Mascot Gaja) দিয়ে সংযোগ কর্মশালা শুরু হল শুক্রবার ।

Mascot Goja:
‘ম্যসকট’গজাকে দিয়ে সাইবার ক্রাইম সচেতনতা বাঁকুড়া পুলিশের
author img

By

Published : Apr 8, 2022, 7:26 PM IST

Updated : Apr 8, 2022, 7:59 PM IST

বাঁকুড়া, 8 এপ্রিল: সাইবার ক্রাইম রোধে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ম্যাসকট ‘গজা’কে দিয়ে 'সংযোগ' কর্মশালা ৷ এদিন বাঁকুড়া রবীন্দ্রভবনে এই কর্মশালার সূচনা করেন বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার । এছড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেনমজুমদার, ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ, বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস (গ্রামীণ), বাঁকুড়া সদরের বিভিন্ন থানার ওসি, আইসি-সহ বিশিষ্টরা ।

ম্যাসকট ‘গজা’কে দিয়ে সাইবার ক্রাইম সচেতনতা বাঁকুড়া পুলিশের

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া-সহ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন সমাজিক মাধ্যমের লিঙ্ক শেয়ার করার ফলে কিভাবে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তথ্য হাতিয়ে প্রতারণা করে, এই বিষয় নিয়ে আলোচনা করেন বাঁকুড়ার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম থানার পুলিশ কর্মীরা । এসপি বলেন, ‘‘সাইবার ক্রাইমের হাত থেকে রেহাই পাওয়ার সহজ উপায় হল এই বিষয়ে সকল স্তরের মানুষকে সচেতন করা ।’’ এই কর্মশালায় স্কুল, কলেজের পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী-সহ বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন । সকলকে সচেতন করতে ‘গজা’কে সামনে রেখে প্রচার হচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার ।

আরও পড়ুন : হিলিতে শিশু ও মহিলা সুরক্ষার উপর সচেতনতা শিবির

পুলিশ সুপার বলেন, ‘‘গজা হচ্ছে গজরাজ, অর্থাৎ হাতি। বাঁকুড়ার উত্তর থেকে দক্ষিণে জঙ্গলে প্রায় সারা বছরই হাতির দেখা মেলে । তাই বাঁকুড়ায় সাইবার ক্রাইমের মতো অপরাধ ঠেকাতে এই হাতিকে বেছে নেওয়া হয়েছে। মানুষ হাতির কথা সহজে মনে রাখতে পারেন ৷ তাই সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা পেতে গজাকে সামনে রেখে প্রচার করা হবে। ’’

বাঁকুড়া, 8 এপ্রিল: সাইবার ক্রাইম রোধে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ম্যাসকট ‘গজা’কে দিয়ে 'সংযোগ' কর্মশালা ৷ এদিন বাঁকুড়া রবীন্দ্রভবনে এই কর্মশালার সূচনা করেন বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার । এছড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেনমজুমদার, ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ, বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস (গ্রামীণ), বাঁকুড়া সদরের বিভিন্ন থানার ওসি, আইসি-সহ বিশিষ্টরা ।

ম্যাসকট ‘গজা’কে দিয়ে সাইবার ক্রাইম সচেতনতা বাঁকুড়া পুলিশের

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া-সহ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন সমাজিক মাধ্যমের লিঙ্ক শেয়ার করার ফলে কিভাবে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তথ্য হাতিয়ে প্রতারণা করে, এই বিষয় নিয়ে আলোচনা করেন বাঁকুড়ার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম থানার পুলিশ কর্মীরা । এসপি বলেন, ‘‘সাইবার ক্রাইমের হাত থেকে রেহাই পাওয়ার সহজ উপায় হল এই বিষয়ে সকল স্তরের মানুষকে সচেতন করা ।’’ এই কর্মশালায় স্কুল, কলেজের পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী-সহ বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন । সকলকে সচেতন করতে ‘গজা’কে সামনে রেখে প্রচার হচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার ।

আরও পড়ুন : হিলিতে শিশু ও মহিলা সুরক্ষার উপর সচেতনতা শিবির

পুলিশ সুপার বলেন, ‘‘গজা হচ্ছে গজরাজ, অর্থাৎ হাতি। বাঁকুড়ার উত্তর থেকে দক্ষিণে জঙ্গলে প্রায় সারা বছরই হাতির দেখা মেলে । তাই বাঁকুড়ায় সাইবার ক্রাইমের মতো অপরাধ ঠেকাতে এই হাতিকে বেছে নেওয়া হয়েছে। মানুষ হাতির কথা সহজে মনে রাখতে পারেন ৷ তাই সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা পেতে গজাকে সামনে রেখে প্রচার করা হবে। ’’

Last Updated : Apr 8, 2022, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.