ETV Bharat / state

তামিলনাড়ু থেকে টাকা-গয়না চুরি করে বাঁকুড়ায় ধৃত যুবক - gold

তামিলনাড়ু পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করে উদ্ধার হল 18 লাখ টাকা ও প্রায় লাখ টাকার সোনার গয়না ৷

উদ্ধার হওয়া গয়না
author img

By

Published : Aug 1, 2019, 6:51 PM IST

Updated : Aug 2, 2019, 2:39 AM IST

বাঁকুড়া, 1 অগাস্ট : তামিলনাড়ু পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করে উদ্ধার হল 18 লাখ টাকা ও প্রায় লাখ টাকার সোনার গয়না ৷ এই ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলার পুলিশ ৷ ধৃতের নাম বিকাশ কুমার রায় (20) ৷ তার বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার কারাডিহা এলাকায় ।

বুধবার সকাল সাড়ে ন'টায় তামিলনাড়ুর কোয়েম্বাটুর কমিশনারেট থেকে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের কাছে ফোন আসে৷ জানানো হয়, তামিলনাড়ু থেকে অভিযুক্ত যুবক টাকা ও গয়না নিয়ে বাঁকুড়ার দিকে রওনা দিচ্ছে ৷ অভিযুক্তর ছবিসহ বেশ কিছু তথ্য দেওয়া হয় বাঁকুড়া পুলিশকে । সকাল 11টা নাগাদ পটনা এক্সপ্রেস থেকে অভিযুক্ত বাঁকুড়া স্টেশনে নামে ও স্টেশন চত্বর ছেড়ে চলে যায় ৷

অন্যদিকে, ওই একই ট্রেনে প্রথম থেকেই তামিলনাড়ু পুলিশের একজন কনস্টেবল এবং একজন SI অনুসরণ করছিলেন বিকাশকে ৷ তারাই জানায় বিকাশ বাঁকুড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে ৷ স্টেশন সংলগ্ন ও শহর থেকে বের হওয়ার সমস্ত পয়েন্টে নজরদারি শুরু করে বাঁকুড়া পুলিশ । বিকেল চারটে নাগাদ বাঁকুড়া শহরের ফিডার রোড এলাকা থেকে অভিযুক্তকে আটক করে গ্রেপ্তার করে পুলিশ ।

আরও পড়ুন : হাওয়াই চটির বলে চোর ধরল পুলিশ!

পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত যুবক প্রায় এক বছর ধরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বিখ্যাত ব্যবসায়ীর বাড়িতে পরিচারকের কাজ করত । 29 জুলাই গৃহকর্তার অনুপস্থিতিতে গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় সে ৷ এরপর সেখান থেকে কোয়েম্বাটুর রেল স্টেশনে গিয়ে পটনা এক্সপ্রেসে ওঠে । গৃহকর্তা ঘটনাটি জানার পরই থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের পরই পুলিশি তল্লাশি শুরু হয় ৷ সঙ্গে রেল স্টেশনের CCTV ফুটেজও খতিয়ে দেখা হয় ।

সমস্ত ঘটনাটি বুঝতে পারার পর তামিলনাড়ু পুলিশের একজন কনস্টেবল ও একজন SI ওই একই ট্রেনে ওঠেন । এরপর তারা বিভিন্ন স্টেশনে বগি পরিবর্তন করে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হন । এরপরই বাঁকুড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কোয়েম্বাটুর পুলিশের DCP মিস্টার বালাজি । খবর পাওয়ার পরই বাঁকুড়া পুলিশ একটি দল তৈরি করে স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করেন । বিকেল চারটে নাগাদ অভিযুক্তকে বাঁকুড়ার ফিডার রোড থেকে গ্রেপ্তার করা হয় ৷

বাঁকুড়া, 1 অগাস্ট : তামিলনাড়ু পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করে উদ্ধার হল 18 লাখ টাকা ও প্রায় লাখ টাকার সোনার গয়না ৷ এই ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলার পুলিশ ৷ ধৃতের নাম বিকাশ কুমার রায় (20) ৷ তার বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার কারাডিহা এলাকায় ।

বুধবার সকাল সাড়ে ন'টায় তামিলনাড়ুর কোয়েম্বাটুর কমিশনারেট থেকে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের কাছে ফোন আসে৷ জানানো হয়, তামিলনাড়ু থেকে অভিযুক্ত যুবক টাকা ও গয়না নিয়ে বাঁকুড়ার দিকে রওনা দিচ্ছে ৷ অভিযুক্তর ছবিসহ বেশ কিছু তথ্য দেওয়া হয় বাঁকুড়া পুলিশকে । সকাল 11টা নাগাদ পটনা এক্সপ্রেস থেকে অভিযুক্ত বাঁকুড়া স্টেশনে নামে ও স্টেশন চত্বর ছেড়ে চলে যায় ৷

অন্যদিকে, ওই একই ট্রেনে প্রথম থেকেই তামিলনাড়ু পুলিশের একজন কনস্টেবল এবং একজন SI অনুসরণ করছিলেন বিকাশকে ৷ তারাই জানায় বিকাশ বাঁকুড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে ৷ স্টেশন সংলগ্ন ও শহর থেকে বের হওয়ার সমস্ত পয়েন্টে নজরদারি শুরু করে বাঁকুড়া পুলিশ । বিকেল চারটে নাগাদ বাঁকুড়া শহরের ফিডার রোড এলাকা থেকে অভিযুক্তকে আটক করে গ্রেপ্তার করে পুলিশ ।

আরও পড়ুন : হাওয়াই চটির বলে চোর ধরল পুলিশ!

পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত যুবক প্রায় এক বছর ধরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বিখ্যাত ব্যবসায়ীর বাড়িতে পরিচারকের কাজ করত । 29 জুলাই গৃহকর্তার অনুপস্থিতিতে গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় সে ৷ এরপর সেখান থেকে কোয়েম্বাটুর রেল স্টেশনে গিয়ে পটনা এক্সপ্রেসে ওঠে । গৃহকর্তা ঘটনাটি জানার পরই থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের পরই পুলিশি তল্লাশি শুরু হয় ৷ সঙ্গে রেল স্টেশনের CCTV ফুটেজও খতিয়ে দেখা হয় ।

সমস্ত ঘটনাটি বুঝতে পারার পর তামিলনাড়ু পুলিশের একজন কনস্টেবল ও একজন SI ওই একই ট্রেনে ওঠেন । এরপর তারা বিভিন্ন স্টেশনে বগি পরিবর্তন করে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হন । এরপরই বাঁকুড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কোয়েম্বাটুর পুলিশের DCP মিস্টার বালাজি । খবর পাওয়ার পরই বাঁকুড়া পুলিশ একটি দল তৈরি করে স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করেন । বিকেল চারটে নাগাদ অভিযুক্তকে বাঁকুড়ার ফিডার রোড থেকে গ্রেপ্তার করা হয় ৷

Intro:তামিলনাড়ু পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করে বাঁকুড়া জেলা পুলিশ 18 লাখ টাকা নগদ ও বেশ কয়েক লাখ টাকার সোনার গয়না উদ্ধার করল।


Body:তামিলনাড়ুর বিখ্যাত ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গয়না ও নগদ চুরি করে পালিয়ে যাওয়ার পথে বাঁকুড়ায় গ্রেপ্তার হলো এক কিশোর। গতকাল তামিলনাড়ুর কোয়েম্বাটুর কমিশনারেট থেকে বাঁকুড়া জেলা পুলিশ সুপার কে সকাল সাড়ে নয়টায় জানানো হয় সেখান থেকে ট্রেনে করে একজন অভিযুক্ত বাঁকুড়ার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রায় 1 কেজি সোনা এবং 18 লাখ টাকা নিয়ে। অভিযুক্তর ছবি সমেত বেশ কিছু তথ্য দেওয়া হয় বাঁকুড়া পুলিশকে। সকাল 11 টায় পাটনা এক্সপ্রেস ট্রেনটি বাঁকুড়া রেল স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। এদিকে অভিযুক্ত ট্রেন থেকে নেমে অতি সন্তর্পনে স্টেশন এলাকায় এবং স্টেশন চত্বর ছাড়িয়ে বেরিয়ে পড়ে। অভিযুক্তকে তামিলনাড়ু পুলিশের একজন কনস্টেবল এবং একজন এসআই অনুসরণ করছিল ট্রেনে এবং যে কোনোভাবেই হোক সে তা বুঝতে পারে এবং বাঁকুড়ায় নেমে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্টেশন সংলগ্ন এবং শহর থেকে বের হওয়ার সমস্ত পয়েন্টে নজরদারি শুরু করে বাঁকুড়া পুলিশ। এরপর বিকেল চারটে নাগাদ বাঁকুড়া শহরের ফিডার রোড এলাকা থেকে অভিযুক্তকে আটক করে এবং গ্রেপ্তার করে পুলিশ। ধৃত অভিযুক্তের নাম বিকাশ কুমার রায়। তার বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার কারাডিহা এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে অভিযুক্ত বিকাশ প্রায় এক বছর ধরে তামিলনাড়ুর কইমবতুর এর বিখ্যাত রঙ্গা মিল মালিক মিস্টার শৈলেস এর রেসকোর্স এর বাড়িতে হাউসকিপিং এর কাজ করতো। 29 শে জুলাই ওই বাড়ির একটি ব্যাগে গৃহকর্তাদের অনুপস্থিতিতে গহনা এবং টাকা পয়সা ভরে নেয়। এরপর সে সেখান থেকে কোয়েম্বাটুর রেল স্টেশনে গিয়ে পাটনা এক্সপ্রেস এ আর এ সি টিকিটে উঠে পড়ে। এদিকে গৃহকর্তা ঘটনার কিছুক্ষণ পরেই জানতে পারেন বিষয়টি সম্পর্কে। থানায় বিষয়টি জানান। পুলিশ তল্লাশি শুরু করে এবং রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে তাঁকে দেখতে পাওয়া যায়। তারা বুঝতে পারেন পাটনা এক্সপ্রেস এ অভিযুক্ত উঠেছে। তামিলনাড়ু পুলিশের একজন কনস্টেবল এবং একজন এস আই ওই ট্রেনে উঠে পড়েন। এরপর তারা বিভিন্ন স্টেশনে কম্পার্টমেন্ট চেঞ্জ করেন এবং তল্লাশি চালিয়ে যান।পরে তারা অভিযুক্ত কে সনাক্ত করতে সক্ষম হন। অভিযুক্তকে শনাক্ত করার পর বাঁকুড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কইমবতুর পুলিশের ডিসিপি মিস্টার বালাজি। বাঁকুড়া পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দল তৈরি করে এবং স্টেশন ও স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় দলকে মোতায়েন করে। অবশেষে বিকেল চারটের সময় অভিযুক্তকে ধরা হয় বাঁকুড়ার ফিডার রোড থেকে। অভিযুক্তকে আজ বাঁকুড়া আদালতে তোলা হয় এবং ট্রানজিট রিমান্ড এর আবেদন করা হয়।


Conclusion:বাইট:টি সোমশেখর, ডিসিপি কোয়েম্বাটুর কমিশনারেট বাইট: কোটেশ্বর রাও, পুলিশ সুপার বাঁকুড়া
Last Updated : Aug 2, 2019, 2:39 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.