ETV Bharat / state

বাঁকুড়ায় 40 জন ফুটপাথবাসীকে আনা হল শেল্টার হোমে - শহরের প্রায় 40 জন ভবঘুরেকে আনা হয়েছে পৌরসভার শেল্টার হোমে ৷

শহরের প্রায় 40 জন ভবঘুরেকে শেল্টার হোমে নিয়ে এল বাঁকুড়া পৌরসভা ৷

bankura municipality maade sheltar home for needy
ভবঘুরে ফুটপাত বাসীদের বিশেষ আশ্রয়ের ব্যবস্থা করল বাঁকুড়া পৌরসভা
author img

By

Published : Apr 10, 2020, 6:12 PM IST

বাঁকুড়া, 10 এপ্রিল : শহরের ভবঘুরে ও ফুটপাথবাসীদের জন্য থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করল বাঁকুড়া পৌরসভা ৷ শহরের প্রায় 40 জন ভবঘুরেকে আনা হয়েছে পৌরসভার শেল্টার হোমে ৷

বাঁকুড়া শহরের একাধিক জায়গায় এতদিন পর্যন্ত যে সব ফুটপাথবাসী ছিল তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে খুঁজে বের করা হয় । পুলিশ-প্রশাসনের সাহায্য নিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় পৌরসভার বিশেষ শেল্টার হোমে ।

bankura municipality maade sheltar home for needy
বাঁকুড়ায় 40 জন ফুটপাথবাসীকে আনা হল শেল্টার হোমে

বাঁকুড়া পৌরসভার পিছনে তৈরি করা হয়েছে এই শেল্টার হোমটি । সরকারিভাবে এখানে একটি ভবঘুরেদের আশ্রয়স্থল বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ তবে এখনও শেষ হয়নি নির্মাণকাজ ৷ নির্মাণের কাজ চলছে । তবে বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে সেই অবস্থায় ভবঘুরেদের যথেষ্ট নিরাপদে এখানে রাখা সম্ভব বলে জানিয়েছেন পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল । তিনি বলেন, " আপাতত লকডাউনের জন্য এই সমস্ত ফুটপাথবাসীদের আমরা এখানে এনেছি ৷ তবে লকডাউন শেষ হলেও আমরা ওদের এখানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেব । এই ভবঘুরে আবাসের মধ্যেই রান্নার ব্যবস্থা রাখা হয়েছে যেখানে প্রতিদিন দুপুরে এবং রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও সকাল ও বিকেলের টিফিনের ব্যবস্থা রাখা হয়েছে পৌরসভার তরফে । "

বাঁকুড়া, 10 এপ্রিল : শহরের ভবঘুরে ও ফুটপাথবাসীদের জন্য থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করল বাঁকুড়া পৌরসভা ৷ শহরের প্রায় 40 জন ভবঘুরেকে আনা হয়েছে পৌরসভার শেল্টার হোমে ৷

বাঁকুড়া শহরের একাধিক জায়গায় এতদিন পর্যন্ত যে সব ফুটপাথবাসী ছিল তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে খুঁজে বের করা হয় । পুলিশ-প্রশাসনের সাহায্য নিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় পৌরসভার বিশেষ শেল্টার হোমে ।

bankura municipality maade sheltar home for needy
বাঁকুড়ায় 40 জন ফুটপাথবাসীকে আনা হল শেল্টার হোমে

বাঁকুড়া পৌরসভার পিছনে তৈরি করা হয়েছে এই শেল্টার হোমটি । সরকারিভাবে এখানে একটি ভবঘুরেদের আশ্রয়স্থল বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ তবে এখনও শেষ হয়নি নির্মাণকাজ ৷ নির্মাণের কাজ চলছে । তবে বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে সেই অবস্থায় ভবঘুরেদের যথেষ্ট নিরাপদে এখানে রাখা সম্ভব বলে জানিয়েছেন পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল । তিনি বলেন, " আপাতত লকডাউনের জন্য এই সমস্ত ফুটপাথবাসীদের আমরা এখানে এনেছি ৷ তবে লকডাউন শেষ হলেও আমরা ওদের এখানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেব । এই ভবঘুরে আবাসের মধ্যেই রান্নার ব্যবস্থা রাখা হয়েছে যেখানে প্রতিদিন দুপুরে এবং রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও সকাল ও বিকেলের টিফিনের ব্যবস্থা রাখা হয়েছে পৌরসভার তরফে । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.