ETV Bharat / state

Bankura Municipal Polls 2022: নাম ঘোষণার পরও বিজেপি বিধায়ক প্রার্থী না-হওয়ায় চাপানউতোর - BJP MLA will not be candidate in his ward

প্রার্থী হিসেবে (Bengal civic polls 2022) নাম ঘোষণার পরও বাঁকুড়ার বিজেপি বিধায়কের নিজের তিনবার জয়ী ওয়ার্ড থেকে পৌরভোটের প্রার্থী না হওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে (Bankura Municipal Polls 2022) ।

Bankura Municipal Polls 2022: BJP MLA will not be candidate in his ward at Bankura
নাম ঘোষণার পরও বিজেপি বিধায়ক প্রার্থী না-হওয়ায় চাপানউতোর
author img

By

Published : Feb 12, 2022, 5:44 PM IST

বাঁকুড়া, 12 ফেব্রুয়ারি: রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন আগামী 27 ফেব্রুয়ারি । সেই কারণে সব দলই প্রচার চালাতে মরিয়া । ইতিমধ্যেই শাসক-বিরোধী সব দল প্রার্থী তালিকা চূড়ান্ত করে ময়দানে নেমে পড়েছে । বাঁকুড়া শহরের (Bankura Municipal Polls 2022) মোট পৌরসভার সংখ্যা হল 24 । 2019-এর লোকসভা ভোটে এই 24টির মধ্যে 23টি পৌরসভা এলাকাতেই জয়জয়কার ছিল বিজেপির ৷ একুশের বিধানসভা ভোটে বাঁকুড়ার 24টির মধ্যে মাত্র 7টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস ।

বাঁকুড়াবাসীর (Bengal civic polls 2022) যে ওয়ার্ডের দিকে নজর, তা হল 16 নম্বর ওয়ার্ড । এই ওয়ার্ডেই বাঁকুড়ার সাংসদ এবং বিধায়কের বাড়ি । বাঁকুড়ার বর্তমান বিধায়ক নীলাদ্রিশেখর দানা ছিলেন এখানকার বিদায়ী কাউন্সিলর। এই ওয়ার্ড থেকে তিন তিনবার নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনি (BJP MLA will not be candidate in his ward)। এইবারেও তাঁর নাম ঘোষণা করা হয়েছিল বিজেপির 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে। কিন্তু হঠাৎই নিজেকে ওই ওয়ার্ডের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন তিনি ৷ তৃণমূলের দাবি, মানুষের ভোটে জিতে বিধায়ক হওয়ার পর মানুষের বিপদে এবং কাজে বিধায়ককে আর দেখতে পাওয়া যায় না ৷ তাই পৌরসভার ভোটে প্রার্থী হলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে, এই ভয়েই তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ।

আরও পড়ুন: Bankura Municipal Polls 2022 : বাঁকুড়ায় তৃণমূলকে চ্যালেঞ্জ চার গোঁজ প্রার্থীর

বাঁকুড়ার (Bankura news) 16 নং ওয়ার্ড-সহ চার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বাঁকুড়া জেলা আইএনটিটিইউসি টাউন সভাপতি শ্যামসুন্দর দত্ত জানিয়েছেন,"এই ওয়ার্ড এমএলএ এবং এমপির ওয়ার্ড ৷ ক্ষমতা থাকলে এই ওয়ার্ড জিতে দেখিয়ে দিক বিজেপি ৷ কোভিডের বাড়বাড়ন্তের সময়ে এমএলএ-কে মানুষ দেখতেই পায়নি, এই বার পৌর প্রতিদ্বন্দ্বিতা করতে এলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে ।"

অপরদিকে, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রীশেখর দানা বলেন, "তিন-তিনবার জনতার সামনে আমি পরীক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছি, এবার একটাই চিন্তা, পৌরবোর্ড দখল করতে হবে ৷ বাঁকুড়ার 24টি ওয়ার্ডে পদ্ম চাষ করতে হবে ৷ তাই কোনও নির্দিষ্ট ওয়ার্ডের প্রার্থী হতে চাই না ৷ আমার এক উত্তরসূরীকে সুযোগ করে দিয়েছি ৷"

আরও পড়ুন : Bankura Municipal Election : শিবমন্দিরে পুজো গিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অলকা

বাঁকুড়া, 12 ফেব্রুয়ারি: রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন আগামী 27 ফেব্রুয়ারি । সেই কারণে সব দলই প্রচার চালাতে মরিয়া । ইতিমধ্যেই শাসক-বিরোধী সব দল প্রার্থী তালিকা চূড়ান্ত করে ময়দানে নেমে পড়েছে । বাঁকুড়া শহরের (Bankura Municipal Polls 2022) মোট পৌরসভার সংখ্যা হল 24 । 2019-এর লোকসভা ভোটে এই 24টির মধ্যে 23টি পৌরসভা এলাকাতেই জয়জয়কার ছিল বিজেপির ৷ একুশের বিধানসভা ভোটে বাঁকুড়ার 24টির মধ্যে মাত্র 7টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস ।

বাঁকুড়াবাসীর (Bengal civic polls 2022) যে ওয়ার্ডের দিকে নজর, তা হল 16 নম্বর ওয়ার্ড । এই ওয়ার্ডেই বাঁকুড়ার সাংসদ এবং বিধায়কের বাড়ি । বাঁকুড়ার বর্তমান বিধায়ক নীলাদ্রিশেখর দানা ছিলেন এখানকার বিদায়ী কাউন্সিলর। এই ওয়ার্ড থেকে তিন তিনবার নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনি (BJP MLA will not be candidate in his ward)। এইবারেও তাঁর নাম ঘোষণা করা হয়েছিল বিজেপির 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে। কিন্তু হঠাৎই নিজেকে ওই ওয়ার্ডের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন তিনি ৷ তৃণমূলের দাবি, মানুষের ভোটে জিতে বিধায়ক হওয়ার পর মানুষের বিপদে এবং কাজে বিধায়ককে আর দেখতে পাওয়া যায় না ৷ তাই পৌরসভার ভোটে প্রার্থী হলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে, এই ভয়েই তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ।

আরও পড়ুন: Bankura Municipal Polls 2022 : বাঁকুড়ায় তৃণমূলকে চ্যালেঞ্জ চার গোঁজ প্রার্থীর

বাঁকুড়ার (Bankura news) 16 নং ওয়ার্ড-সহ চার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বাঁকুড়া জেলা আইএনটিটিইউসি টাউন সভাপতি শ্যামসুন্দর দত্ত জানিয়েছেন,"এই ওয়ার্ড এমএলএ এবং এমপির ওয়ার্ড ৷ ক্ষমতা থাকলে এই ওয়ার্ড জিতে দেখিয়ে দিক বিজেপি ৷ কোভিডের বাড়বাড়ন্তের সময়ে এমএলএ-কে মানুষ দেখতেই পায়নি, এই বার পৌর প্রতিদ্বন্দ্বিতা করতে এলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে ।"

অপরদিকে, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রীশেখর দানা বলেন, "তিন-তিনবার জনতার সামনে আমি পরীক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছি, এবার একটাই চিন্তা, পৌরবোর্ড দখল করতে হবে ৷ বাঁকুড়ার 24টি ওয়ার্ডে পদ্ম চাষ করতে হবে ৷ তাই কোনও নির্দিষ্ট ওয়ার্ডের প্রার্থী হতে চাই না ৷ আমার এক উত্তরসূরীকে সুযোগ করে দিয়েছি ৷"

আরও পড়ুন : Bankura Municipal Election : শিবমন্দিরে পুজো গিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অলকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.