ETV Bharat / state

দলমত নির্বিশেষে সকলের সুস্থতা কামনায় যজ্ঞ বাঁকুড়ার বিধায়কের

করোনা আবহে শুধু নিজের দল নয়, সমস্ত দলের পাশাপাশি সাধারণ মানুষের সুস্থতা কামনায় যজ্ঞের আয়োজন করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ৷ শনিবার সকাল থেকে পাতাকোলা শ্মশান মন্দিরে পুজো দিলেন তিনি ৷ সঙ্গে আয়োজন করা হয়েছিল যজ্ঞেরও ৷

author img

By

Published : May 22, 2021, 7:20 PM IST

যজ্ঞে বসলেন বাঁকুড়ার বিধায়ক
যজ্ঞে বসলেন বাঁকুড়ার বিধায়ক

বাঁকুড়া, 22 মে : সকলের মঙ্গল কামনায় বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দির পুজো দিলেন ও যজ্ঞ করলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা । শনিবার সকাল থেকেই চলে এই কর্মসূচি ৷

করোনা প্যানডেমিক গ্রাস করেছে গোটা বিশ্বকে । প্রতিদিন বহু সহ-নাগরিককে হারাচ্ছি আমরা । এই পরিস্থিতিতে বিজেপির সমস্ত নেতা-কর্মী-সমর্থকের পাশাপাশি বাকি সব রাজনৈতিক দলের কর্মী এবং সাধারণ মানুষের মঙ্গল কামনায় শনিবার বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দিরে পুজো দিলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা । শুধু মন্দিরে পুজো নয়, এই প্যানডেমিক থেকে যাতে মানুষ মুক্তি পান সেই প্রার্থনায় যজ্ঞের আয়োজনও করা হয় ওই মন্দিরে ।

পরে নীলাদ্রিশেখর দানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "করোনাকে কেন্দ্র করে মৃত্যু মিছিল চলছে ৷ আমাদের বিজেপির যত নেতা, মন্ত্রী, কর্মী-সমর্থক আছেন তাঁদের জন্য পাশাপাশি বিরোধী দলের নেতা, কর্মী-সমর্থক সবার সুস্থতা কামনায় এই পুজোর আয়োজন করা হয়েছে ৷ বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মায়ের কাছে বিজেপির পাশাপাশি তৃণমূল, সিপিএম, কংগ্রেস সকল রাজনৈতিক দলের সদস্যরা যেন সুস্থ ও স্বাভাবিক ভাবে শান্তিতে থাকতে পারেন মায়ের কাছে এই প্রার্থনা জানালাম ।" তাঁর বিশ্বাস, এর ফলে গোটা বিশ্ব থেকে করোনা দূর হবে ।

শনিবার বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দিরে মানুষের সুস্থতা কামনায় যজ্ঞে বসলেন বিধায়ক নীলাদ্রিশেখর দানা ৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ চরম ভুল, মমতার কাছে ক্ষমাপ্রার্থী সোনালি

বাঁকুড়া, 22 মে : সকলের মঙ্গল কামনায় বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দির পুজো দিলেন ও যজ্ঞ করলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা । শনিবার সকাল থেকেই চলে এই কর্মসূচি ৷

করোনা প্যানডেমিক গ্রাস করেছে গোটা বিশ্বকে । প্রতিদিন বহু সহ-নাগরিককে হারাচ্ছি আমরা । এই পরিস্থিতিতে বিজেপির সমস্ত নেতা-কর্মী-সমর্থকের পাশাপাশি বাকি সব রাজনৈতিক দলের কর্মী এবং সাধারণ মানুষের মঙ্গল কামনায় শনিবার বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দিরে পুজো দিলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা । শুধু মন্দিরে পুজো নয়, এই প্যানডেমিক থেকে যাতে মানুষ মুক্তি পান সেই প্রার্থনায় যজ্ঞের আয়োজনও করা হয় ওই মন্দিরে ।

পরে নীলাদ্রিশেখর দানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "করোনাকে কেন্দ্র করে মৃত্যু মিছিল চলছে ৷ আমাদের বিজেপির যত নেতা, মন্ত্রী, কর্মী-সমর্থক আছেন তাঁদের জন্য পাশাপাশি বিরোধী দলের নেতা, কর্মী-সমর্থক সবার সুস্থতা কামনায় এই পুজোর আয়োজন করা হয়েছে ৷ বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মায়ের কাছে বিজেপির পাশাপাশি তৃণমূল, সিপিএম, কংগ্রেস সকল রাজনৈতিক দলের সদস্যরা যেন সুস্থ ও স্বাভাবিক ভাবে শান্তিতে থাকতে পারেন মায়ের কাছে এই প্রার্থনা জানালাম ।" তাঁর বিশ্বাস, এর ফলে গোটা বিশ্ব থেকে করোনা দূর হবে ।

শনিবার বাঁকুড়ার পাতাকোলা শ্মশান মন্দিরে মানুষের সুস্থতা কামনায় যজ্ঞে বসলেন বিধায়ক নীলাদ্রিশেখর দানা ৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ চরম ভুল, মমতার কাছে ক্ষমাপ্রার্থী সোনালি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.