ETV Bharat / state

Bankura District Police : এবার 'উইনার্স স্কোয়াড'-এর পথচলা শুরু বাঁকুড়ায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পৌরশহরের মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রমীলা বাহিনী 'উইনার্স স্কোয়াড'-র পথ চলা শুরু হল (Special winners squad team for women safety in bankura) ।

Bankura News
সুন্দরবন ডায়মন্ড হারবারের পর এবার বাঁকুড়ায় শুরু উইনার্স স্কোয়াড
author img

By

Published : May 27, 2022, 11:09 AM IST

বাঁকুড়া, 27 মে : সুন্দরবন, ডায়মন্ড হারবারের পর এবার বাঁকুড়ায় শুরু 'উইনার্স স্কোয়াড' (Special winners squad team for women safety in bankura) ৷ এই প্রমীলা বাহিনী শহরের পথ চলতি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি মহিলাদের দিনে-রাতে সব সময় পথ চলার ক্ষেত্রে ভরসা যোগাবে। মহিলাদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি ইভটিজারদের দৌরাত্ম্য ঠেকাতেও সক্রিয় ভূমিকা নেবে এই বিশেষ স্কোয়াড। শহরের স্কুল, কলেজে সংলগ্ন এলাকা, ব্যস্ততম বাজার, বাস স্টপেজ এমন স্থান যেখানে মহিলাদের নিয়মিত উপস্থিতি বেশি সংখ্যায় থাকে সেখানে এই 'উইনার্স স্কোয়াড' টহল দেবে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের অফিস প্রাঙ্গণে সবুজ পতাকা উড়িয়ে এই 'উইনার্স স্কোয়াড'-র আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া রেঞ্জের আইজি সুনীল চৌধুরী ও জেলাশাসক কে রাধিকা আয়ার। জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, মহিলাদের নিরাপত্তায় মুখ্যমন্ত্রী এই 'উইনার্স স্কোয়াড' সারা রাজ্যজুড়ে চালু করার নির্দেশ দিয়েছেন। সেই মতো বাঁকুড়া জেলাতে এই বিশেষ স্কোয়াডের সূচনা হল।

দুই জন অফিসার ও 20 জন স্কোয়াড মেম্বার নিয়ে মোট 22 জনের এই প্রমীলা বাহিনী তৈরি হয়েছে। এখন জেলার তিনটি পৌর শহর জুড়ে তাঁরা কাজ করবেন। তবে পরবর্তী সময় অন্যত্রও এই 'উইনার্স স্কোয়াড'-কে কাজে লাগানো হবে। বিশেষভাবে মার্শাল আর্টে প্রশিক্ষিত এই স্কোয়াড মেম্বারদের কাছে থাকবে সেল্ফ ডিফেন্স স্প্রে, যা ছিটিয়ে দুষ্কৃতীদের নিমেষে কাবু করা যাবে। স্কুটি চড়ে শহরে দাপিয়ে বেড়াবে এই 'উইনার্স স্কোয়াড'।

বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পৌরশহরের মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রমীলা বাহিনী 'উইনার্স স্কোয়াড'-র পথ চলা শুরু

আরও পড়ুন : নারী সুরক্ষায় 'উইনার্স টিম' এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলায়

মূলত মহিলাদের ভরসা যোগানো ও নিরাপত্তার ক্ষেত্রে আস্থা গড়ে তোলার কাজ করবে এই 'উইনার্স স্কোয়াড' বলে জানান বৈভব তিওয়ারি। বর্তমানে পথে-ঘাটে ইভটিজারদের দৌরাত্ম্য স্কুল-কলেজ লাগোয়া এলাকায় দাপাদাপি যেমন বেড়ে গিয়েছে, তেমনি মহিলাদের ওপর দুষ্কৃতি হামলার ঘটনাও দিন দিন বেড়েই চলেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য মহিলাদের দিয়েই বিশেষ বাহিনী তৈরির পরিকল্পনা নিয়েছেন। সেই মতো রাজ্য পুলিশ জেলায়-জেলায় এই 'উইনার্স স্কোয়াড' গড়ার কর্মসূচি নেয়। এই 'উইনার্স স্কোয়াড' মহিলাদের পথ চলার ক্ষেত্রে যে সাহস যোগাতে সহায়ক হবে, তা বলাই বাহুল্য।

বাঁকুড়া, 27 মে : সুন্দরবন, ডায়মন্ড হারবারের পর এবার বাঁকুড়ায় শুরু 'উইনার্স স্কোয়াড' (Special winners squad team for women safety in bankura) ৷ এই প্রমীলা বাহিনী শহরের পথ চলতি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি মহিলাদের দিনে-রাতে সব সময় পথ চলার ক্ষেত্রে ভরসা যোগাবে। মহিলাদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি ইভটিজারদের দৌরাত্ম্য ঠেকাতেও সক্রিয় ভূমিকা নেবে এই বিশেষ স্কোয়াড। শহরের স্কুল, কলেজে সংলগ্ন এলাকা, ব্যস্ততম বাজার, বাস স্টপেজ এমন স্থান যেখানে মহিলাদের নিয়মিত উপস্থিতি বেশি সংখ্যায় থাকে সেখানে এই 'উইনার্স স্কোয়াড' টহল দেবে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের অফিস প্রাঙ্গণে সবুজ পতাকা উড়িয়ে এই 'উইনার্স স্কোয়াড'-র আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া রেঞ্জের আইজি সুনীল চৌধুরী ও জেলাশাসক কে রাধিকা আয়ার। জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, মহিলাদের নিরাপত্তায় মুখ্যমন্ত্রী এই 'উইনার্স স্কোয়াড' সারা রাজ্যজুড়ে চালু করার নির্দেশ দিয়েছেন। সেই মতো বাঁকুড়া জেলাতে এই বিশেষ স্কোয়াডের সূচনা হল।

দুই জন অফিসার ও 20 জন স্কোয়াড মেম্বার নিয়ে মোট 22 জনের এই প্রমীলা বাহিনী তৈরি হয়েছে। এখন জেলার তিনটি পৌর শহর জুড়ে তাঁরা কাজ করবেন। তবে পরবর্তী সময় অন্যত্রও এই 'উইনার্স স্কোয়াড'-কে কাজে লাগানো হবে। বিশেষভাবে মার্শাল আর্টে প্রশিক্ষিত এই স্কোয়াড মেম্বারদের কাছে থাকবে সেল্ফ ডিফেন্স স্প্রে, যা ছিটিয়ে দুষ্কৃতীদের নিমেষে কাবু করা যাবে। স্কুটি চড়ে শহরে দাপিয়ে বেড়াবে এই 'উইনার্স স্কোয়াড'।

বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পৌরশহরের মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রমীলা বাহিনী 'উইনার্স স্কোয়াড'-র পথ চলা শুরু

আরও পড়ুন : নারী সুরক্ষায় 'উইনার্স টিম' এবার ডায়মন্ড হারবার পুলিশ জেলায়

মূলত মহিলাদের ভরসা যোগানো ও নিরাপত্তার ক্ষেত্রে আস্থা গড়ে তোলার কাজ করবে এই 'উইনার্স স্কোয়াড' বলে জানান বৈভব তিওয়ারি। বর্তমানে পথে-ঘাটে ইভটিজারদের দৌরাত্ম্য স্কুল-কলেজ লাগোয়া এলাকায় দাপাদাপি যেমন বেড়ে গিয়েছে, তেমনি মহিলাদের ওপর দুষ্কৃতি হামলার ঘটনাও দিন দিন বেড়েই চলেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য মহিলাদের দিয়েই বিশেষ বাহিনী তৈরির পরিকল্পনা নিয়েছেন। সেই মতো রাজ্য পুলিশ জেলায়-জেলায় এই 'উইনার্স স্কোয়াড' গড়ার কর্মসূচি নেয়। এই 'উইনার্স স্কোয়াড' মহিলাদের পথ চলার ক্ষেত্রে যে সাহস যোগাতে সহায়ক হবে, তা বলাই বাহুল্য।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.