ETV Bharat / state

Lost Mobile : চুরি যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ - Lost Mobiles

কোনও ভাবে মোবাইল হারিয়ে গিয়েছিল, চুরি গিয়েছিল ৷ তা যে কোনও দিন কেউ ফেরত পাবেন, তা ভাবেননি ৷ কিন্তু তেমনটাই করে দেখিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ ৷ 200টি মোবাইল ফেরত দেওয়া হয়েছে 200 জনকে ৷ স্বাভাবিক হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত প্রাপকরা ৷

মোবাইল ফেরত দিচ্ছেন বাঁকুড়ার পুলিশ সুপার
মোবাইল ফেরত দিচ্ছেন বাঁকুড়ার পুলিশ সুপার
author img

By

Published : Aug 12, 2021, 10:19 PM IST

বাঁকুড়া, 12 অগস্ট : বিভিন্ন সময়ে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া প্রায় 200 টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ । আর হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে বেজায় খুশি ফোন মালিকেরা ৷

গতকাল বাঁকুড়ার ধবগ্রামে ভুয়ো সিম বানিয়ে সেখান থেকে ই-ওয়ালেট বিক্রির হদিশ পায় বাঁকুড়ার জেলা পুলিশ ৷ তার সঙ্গে যোগ রয়েছে দেশের বড় কোনও চক্রের ৷ গতকাল এই ঘটনায় বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয় 6 জনকে ৷ এই কাণ্ডে আজ আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়াও অন্য অনেক জায়গায় তল্লাশি চালিয়ে বাঁকুড়ার পুলিশ বিপুল সংখ্যক মোবাইল উদ্ধার করেছে ৷ সেই উদ্ধার হওয়া মোবাইলের প্রকৃত মালিকের সন্ধান করে তাঁদের হাতে গতকাল তুলে দেওয়া হয় 200টি মোবাইল ৷

আরও পড়ুন : Fake SIM : ভুয়ো সিমে তৈরি ই-ওয়ালেট, দেশজুড়ে প্রতারণাচক্রের পর্দা ফাঁস

এই প্রসঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, জেলার বিভিন্ন থানা এলাকায় যে সব মোবাইল চুরি বা খোয়া যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল, তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সেই সব মোবাইল উদ্ধার করেছে ৷ শিবির করে সেই সব বিতরণ করা হয়েছে । তবে এই কাজের সাফল্য তাঁর একার নয়, সে প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের একটা টিম আছে ৷ আমার অ্যাডিশনাল এসপি, এসডি, থানার ওসি এবং আমার যে এসওজি সেল, যারা এই কাজটা করে ৷ তারা প্রত্যেকে হার্ডওয়ার্ক করেছে ৷ প্রত্যেকটা মোবাইল ফোন যখন হারায়, আমি সেটাকে খুব সচেতন ভাবে দেখি ৷ আজকে মোবাইল ফোনের মধ্যে দুনিয়ার সব তথ্য থাকে, তার ব্যক্তিগত তথ্য থাকে ৷ তবে এরকম লস্ট অ্যান্ড ফাউন্ড কেস আমরা নিয়মিত করব ৷" সংবাদমাধ্যমের উদ্দেশ্যেও তিনি এই বিষয়ে সচেতনতামূলক প্রচারের কথা জানান ৷

বুধবার বাঁকুড়া পুলিশ লাইনের শিশু মঙ্গল স্কুলের হলে 200 জনের হাতে মোবাইলগুলি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন জেলার পুলিশ সুপার । সকলের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, যেন সাধারণ মানুষ নিজেদের মোবাইল সাবধানে রাখেন, সতর্ক থাকেন ৷

হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেলেন মালিকেরা

হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে আনন্দিত এক প্রাপক আশিস দে জানালেন, বাঁকুড়ার সাবড়াকোনা থেকে তাঁর মোবাইল হারিয়েছিল ৷ তিনি 2020-র মার্চে থানায় জিডি করেন ৷ তিনি বলেন, "আজ থেকে 4-5 দিন আগে এখান থেকে ফোন করে জানানো হয়েছিল ৷ আপনার যে মোবাইল হারিয়ে গিয়েছিল, আপনি এসে সেটা নিয়ে যাবেন ৷ সেই মোবাইলগুলি ফেরত দেওয়া হয় ৷" এই কাজে তিনি পুলিশকে হার্দিক অভিনন্দন ও বাহবা জানিয়েছেন ৷

গতকাল মোবাইল কাণ্ডে অভিযুক্তদের আজ বাঁকুড়া ম্যাজিস্ট্রেট কোর্ট 6 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷ 18 অগস্ট তাদের আবার কোর্টে আনা হবে ৷ ভারতীয় দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তির বেশ কিছু ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷

বাঁকুড়া, 12 অগস্ট : বিভিন্ন সময়ে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া প্রায় 200 টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ । আর হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে বেজায় খুশি ফোন মালিকেরা ৷

গতকাল বাঁকুড়ার ধবগ্রামে ভুয়ো সিম বানিয়ে সেখান থেকে ই-ওয়ালেট বিক্রির হদিশ পায় বাঁকুড়ার জেলা পুলিশ ৷ তার সঙ্গে যোগ রয়েছে দেশের বড় কোনও চক্রের ৷ গতকাল এই ঘটনায় বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয় 6 জনকে ৷ এই কাণ্ডে আজ আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়াও অন্য অনেক জায়গায় তল্লাশি চালিয়ে বাঁকুড়ার পুলিশ বিপুল সংখ্যক মোবাইল উদ্ধার করেছে ৷ সেই উদ্ধার হওয়া মোবাইলের প্রকৃত মালিকের সন্ধান করে তাঁদের হাতে গতকাল তুলে দেওয়া হয় 200টি মোবাইল ৷

আরও পড়ুন : Fake SIM : ভুয়ো সিমে তৈরি ই-ওয়ালেট, দেশজুড়ে প্রতারণাচক্রের পর্দা ফাঁস

এই প্রসঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, জেলার বিভিন্ন থানা এলাকায় যে সব মোবাইল চুরি বা খোয়া যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল, তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সেই সব মোবাইল উদ্ধার করেছে ৷ শিবির করে সেই সব বিতরণ করা হয়েছে । তবে এই কাজের সাফল্য তাঁর একার নয়, সে প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের একটা টিম আছে ৷ আমার অ্যাডিশনাল এসপি, এসডি, থানার ওসি এবং আমার যে এসওজি সেল, যারা এই কাজটা করে ৷ তারা প্রত্যেকে হার্ডওয়ার্ক করেছে ৷ প্রত্যেকটা মোবাইল ফোন যখন হারায়, আমি সেটাকে খুব সচেতন ভাবে দেখি ৷ আজকে মোবাইল ফোনের মধ্যে দুনিয়ার সব তথ্য থাকে, তার ব্যক্তিগত তথ্য থাকে ৷ তবে এরকম লস্ট অ্যান্ড ফাউন্ড কেস আমরা নিয়মিত করব ৷" সংবাদমাধ্যমের উদ্দেশ্যেও তিনি এই বিষয়ে সচেতনতামূলক প্রচারের কথা জানান ৷

বুধবার বাঁকুড়া পুলিশ লাইনের শিশু মঙ্গল স্কুলের হলে 200 জনের হাতে মোবাইলগুলি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন জেলার পুলিশ সুপার । সকলের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, যেন সাধারণ মানুষ নিজেদের মোবাইল সাবধানে রাখেন, সতর্ক থাকেন ৷

হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেলেন মালিকেরা

হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে আনন্দিত এক প্রাপক আশিস দে জানালেন, বাঁকুড়ার সাবড়াকোনা থেকে তাঁর মোবাইল হারিয়েছিল ৷ তিনি 2020-র মার্চে থানায় জিডি করেন ৷ তিনি বলেন, "আজ থেকে 4-5 দিন আগে এখান থেকে ফোন করে জানানো হয়েছিল ৷ আপনার যে মোবাইল হারিয়ে গিয়েছিল, আপনি এসে সেটা নিয়ে যাবেন ৷ সেই মোবাইলগুলি ফেরত দেওয়া হয় ৷" এই কাজে তিনি পুলিশকে হার্দিক অভিনন্দন ও বাহবা জানিয়েছেন ৷

গতকাল মোবাইল কাণ্ডে অভিযুক্তদের আজ বাঁকুড়া ম্যাজিস্ট্রেট কোর্ট 6 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷ 18 অগস্ট তাদের আবার কোর্টে আনা হবে ৷ ভারতীয় দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তির বেশ কিছু ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.