বাঁকুড়া, 9 নভেম্বর : আজ থেকে ফের বাঁকুড়ায় শুরু হল জেলাশাসকের দপ্তরে অভিযোগ শুনানি কেন্দ্র। জেলার বিভিন্ন মানুষের সমস্যার কথা জেলাশাসক নিজেই শুনবেন এই কেন্দ্রে।
লকডাউন শুরু হওয়ার আগে পর্যন্ত বাঁকুড়া জেলাশাসক দপ্তরে চলেছিল গণশুনানি। বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের উলটোদিকে সংখ্যালঘু মিটিং হলে এই কেন্দ্রটি প্রথম শুরু হয়। পরবর্তীতে লকডাউনের জেরে তা বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে তা ফের শুরু হল। তবে এখন থেকে এই কর্মসূচি চলবে বাঁকুড়ার রবীন্দ্রভবনে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাঁদের সমস্যা নিয়ে আসেন । তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে রবীন্দ্রভবনে স্থানান্তরিত করা হয় এই কর্মসূচি। এই কর্মসূচির ফলে জেলার সাধারণ মানুষ তাঁদের সমস্যার সমাধান সূত্র খুঁজে পাবেন বলে আশাবাদী জেলা প্রশাসন। আজ বাঁকুড়ার জেলাশাসক জানান, এখন থেকে প্রতি মাসে দুই দিন করে তিনি জেলার বিভিন্ন গ্রাম পরিদর্শনে যাবেন এবং সেখানে গিয়ে এই কর্মসূচি করবেন। এইভাবেই সেখানকার সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনবেন।