বাঁকুড়া, 28 অগাস্ট : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে কোরোনা চিকিৎসায় অব্যবস্থা ৷ এমনই অভিযোগ এনে অধ্যক্ষের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সাংসদ সুভাষ সরকার ।
বাঁকুড়ায় 'আর নয় কোরোনার অব্যবস্থা' কর্মসূচি পালিত হল BJP-র পক্ষ থেকে । এদিন BJP সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে BJP-র একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষের কাছে যায় । মেডিকেল কলেজের অধ্যক্ষ অথবা হাসপাতালের সুপার না থাকায় সাংসদের সাথে তাঁদের মুখোমুখি কথা হয়নি এদিন । স্মারকলিপি সুপারের অফিসে জমা দিয়ে কলেজের সামনে সাংসদ বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকদের নিয়ে ।
সুভাষ বাবু বলেন, "আমরা এই কর্মসূচির বিষয়ে আগে থেকেই কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে ছিলাম তবে ওরা BJP-কে ভয় পাচ্ছে তাই আমাদের সাথে দেখা করলেন না কেউ ।" তিনি দাবি করেন, কোরোনা আক্রান্তদের উপযুক্ত চিকিৎসার জন্য বাঁকুড়া জেলার প্রতিটি ব্লকে সেফ হোম গড়ে তুলতে হবে জেলা প্রশাসনকে । পাশাপাশি তিনি অভিযোগ করেন, ওন্দা কোরোনা হাসপাতলে উপযুক্ত পরিকাঠামো নেই যার ফলে সাধারণ মানুষ তো বটেই এমনকী মেডিকেল কলেজের যে সমস্ত চিকিৎসক এবং নার্সরা আক্রান্ত হচ্ছেন তাঁরাও ঠিকমতো সুযোগ-সুবিধা পাচ্ছেন না ওই হাসপাতালে ।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় NDA সরকারের দেড়শ কোটি টাকায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যে বিশাল বিল্ডিং গড়ে তোলা হয়েছে তা আজ পর্যন্ত রাজ্য সরকার হস্তান্তরিত করেনি । এমনকী এই উন্নত মানের হাসপাতালের জন্য ডাক্তার অথবা নার্সের নিয়োগ পর্যন্ত হয়নি । অথচ এটা চালু হলে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ উপকৃত হতে পারতেন ।" বাঁকুড়া জেলায় বর্তমানে একটিমাত্র কোরোনা হাসপাতাল রয়েছে ওন্দাতে । এছাড়াও জেলায় চারটি সেফ হোম রয়েছে বর্তমানে ।