ETV Bharat / state

বড়জোড়ায় বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা, অভিযুক্ত তৃণমূল - bjp

বড়জোড়ার 68 নম্বর বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস । অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও পোলিং এজেন্টদের বুথে ঢুকতে দিচ্ছে তৃণমূলের গুন্ডারা ।

BJP-র পোলিং এজেন্ট
author img

By

Published : May 12, 2019, 12:21 PM IST

Updated : May 12, 2019, 1:49 PM IST

বিষ্ণুপুর , 12 মে : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বড়জোড়ার তাজপুর হাইস্কুলের 68 নম্বর বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

অভিযোগ, নির্বাচন শুরু হওয়ার আগে সকাল থেকে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাণ্ডব চালাচ্ছে । বিরোধী এজেন্টরা বৈধ কাগজপত্র নিয়ে বুথে বসতে চাইলেও তাদের বুথ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না ।

BJP-র পোলিং এজেন্ট বীরু ঘোষ বলেন, "ঢুকতে দিল না । তৃণমূলের লোক ঢুকতে দেয়নি । বলেছে মেরে দেব, কেটে দেব । এক এক জনকে 10-15 জন মিলে মারছে । CPI(M)-এর একজন এজেন্টও মার খেয়েছে । আমরাও মার খেয়েছি । নেতাদের ফোন করেছি । ভোট হচ্ছে, না ছাপ্পা হচ্ছে আমরা তো আর দেখতে পাচ্ছি না ।"

বিষ্ণুপুর , 12 মে : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বড়জোড়ার তাজপুর হাইস্কুলের 68 নম্বর বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

অভিযোগ, নির্বাচন শুরু হওয়ার আগে সকাল থেকে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাণ্ডব চালাচ্ছে । বিরোধী এজেন্টরা বৈধ কাগজপত্র নিয়ে বুথে বসতে চাইলেও তাদের বুথ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না ।

BJP-র পোলিং এজেন্ট বীরু ঘোষ বলেন, "ঢুকতে দিল না । তৃণমূলের লোক ঢুকতে দেয়নি । বলেছে মেরে দেব, কেটে দেব । এক এক জনকে 10-15 জন মিলে মারছে । CPI(M)-এর একজন এজেন্টও মার খেয়েছে । আমরাও মার খেয়েছি । নেতাদের ফোন করেছি । ভোট হচ্ছে, না ছাপ্পা হচ্ছে আমরা তো আর দেখতে পাচ্ছি না ।"

Intro:সৌমেন ব্যানার্জি, দুর্গাপুর : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়া তাজপুর হাইস্কুলে 68 নম্বর বুথে বিরোধী agent দের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। নির্বাচন শুরু হওয়ার আগে সকাল থেকেই এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ। বিরোধী এজেন্টরা বৈধ কাগজপত্র নিয়ে বুথে বসতে চাইলে তাদেরকে বুথ অবধি যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার আগেই রাস্তায় তাদেরকে পুলিশের সামনেই বেধড়ক পেটায় বলে অভিযোগ করেছেন বিজেপির এক পোলিং এজেন্ট। এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে বড়জোড়া তাজপুর এলাকায়।Body:কপিConclusion:কপি
Last Updated : May 12, 2019, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.