ETV Bharat / state

সৃজনশীলতার চাদরে মোড়া টেরাকোটা গ্রামে অভাব নিত্যসঙ্গী শিল্পীদের - বাঁকুড়ার টেরাকোটা গ্রামের শিল্পীদের অবস্থা

বাঁকুড়ার উত্তরে কখনও আধভাঙা পিচে লাল মোরামের রাস্তায় কখনও জঙ্গলের মধ্যে দিয়ে 40 কিমি গেলেই দেখা মিলবে পাঁচমুড়া গ্রামের ৷ গ্রামে ঢুকলেই দেখা যাবে আট থেকে আশি প্রত্যেকের ছোঁয়ায় গড়ে উঠছে সুন্দর সুন্দর টেরাকোটার মূর্তি ৷ কিন্তু, লকডাউনের সময় থেকেই অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার শিল্পীরা ৷

টেরাকোটার তৈরি অসাধারণ একটি শো-পিস
টেরাকোটার তৈরি অসাধারণ একটি শো-পিস
author img

By

Published : Apr 23, 2021, 8:08 PM IST

Updated : Apr 23, 2021, 10:59 PM IST

বাঁকুড়া, 23 এপ্রিল : টেরাকোটা ৷ নামটার সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঁকুড়া ৷ টেরাকোটার মন্দির, মূর্তি এখানের ঐতিহ্য ৷ আর এই টেরাকোটা শিল্পকে এক অন্য মাত্রা দিয়েছে বাঁকুড়ার টেরাকোটা গ্রাম পাঁচমুড়া ৷ গ্রামে অলিতে গলিতে যেন শুধু শিল্পের ছোঁয়া ৷ কিন্তু, এই টেরাকোটা শিল্পের অবস্থা এখন খুব একটা ভাল নেই ৷ মন্দা দেখা দিয়েছে ব্যবসায় ৷ ফলে ভাল নেই পাঁচমুড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা ৷ অভাবে দিন কাটছে তাঁদের ৷

বাঁকুড়ার উত্তরে কখনও আধভাঙা পিচে লাল মোরামের রাস্তায় কখনও জঙ্গলের মধ্যে দিয়ে 40 কিমি গেলেই দেখা মিলবে পাঁচমুড়া গ্রামের ৷ গ্রামে ঢুকলেই দেখা যাবে আট থেকে আশি প্রত্যেকের ছোঁয়ায় গড়ে উঠছে সুন্দর সুন্দর টেরাকোটার মূর্তি ৷ দুর্গা মূর্তি, মা মনসার মূর্তি থেকে শুরু করে হাতি, ঘোড়া কি নেই ! একবার দেখলেই যেন সব কিনে নিতে ইচ্ছে করবে ৷ তাই, বাঁকুড়ায় ঘুরতে এলে পর্যটকরা এখানে আসার সুযোগ কখনওই হারাতে চান না ৷ সবমিলে এ যেন শিল্পের গ্রাম, শিল্পীদের গ্রাম, মাটির ক্যানভাসে সৃজনশীলতাকে ফুটিয়ে তোলার গ্রাম।

আরও একটি টেরাকোটার মূর্তি
আরও একটি টেরাকোটার মূর্তি
কিন্তু, করোনা আবহে এখন সবটাই অতীত ৷ এই শিল্পতালুকে প্রায় এক বছর মানুষের আনাগোনা বন্ধ ৷ মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ৷ করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে ৷ বেশ কয়েক জায়গায় সাপ্তাহিক লকডাউন হয়েছে ৷ রাত্রিকালীন কার্ফু চলছে ৷ এই পরিস্থিতিতে কেউ আর কোথাও বেরোতে চাইছেন না ৷ প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে ও বিভিন্ন শিল্পে ৷ সংকটে টেরাকোটা শিল্পও ৷ আর্থিক মন্দা দেখা দিয়েছে ৷ কোনওরকমে সংসার চলছে শিল্পীদের ৷
টেরাকোটার তৈরি অসাধারণ একটি শো-পিস
টেরাকোটার তৈরি অসাধারণ একটি শো-পিস

নয়নতারা কুম্ভকার নামে এক শিল্পী বলেন, "শিল্পের অবস্থা ভাল নেই ৷ করোনার কারণে আমাদের মাটির জিনিস বিক্রি হচ্ছে না ৷ কোনওরকমে সংসার চলছে ৷ মানুষও আসছেন না ৷" ফের লকডাউনের আতঙ্কে রয়েছেন আরেক শিল্পী শ্যামলী কুম্ভকার ৷ তিনি বলেন, ‘‘লকডাউনে পর্যটক আসেননি ৷ বেচা-কেনা হয়নি ৷ খুব সমস্যা হয়েছে ৷ এখনও সমস্যা রয়েছে ৷ আবার যদি লকডাউন হয় তাহলে খুব সমস্যায় পড়ে যাব ৷’’

কোনওরকমে সংসার চলছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পীদের

আরও পড়ুন, আভিজাত্যে মোড়া মল্লগড়ের বালুচরীর কদর আজও শিখরে

শিল্পীদের অভিযোগ, বর্তমান সরকারের তরফে কয়েকটি পদক্ষেপ করা হলেও তাতে কোনও সুরাহা হয়নি ৷ লকডাউনে তো পরিস্থিতি আরও খারাপ হয়েছে ৷ লকডাউনের সময় কিছু টাকা দিয়ে সাহায্য করা হলেও তাতে সমস্যার সমাধান হয়নি ৷

অর্থের দিক থেকে অভাব থাকলেও শিল্পের রসদ এখনও সেখানকার শিল্পীদের বাঁচিয়ে রাখছে ৷ শুধুমাত্র একটু ভালোভাবে বাঁচার জন্য সরকারি সাহায্যের অনুরোধ জানাচ্ছেন পাঁচমুড়া গ্রামের শিল্পীরা ৷

বাঁকুড়া, 23 এপ্রিল : টেরাকোটা ৷ নামটার সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঁকুড়া ৷ টেরাকোটার মন্দির, মূর্তি এখানের ঐতিহ্য ৷ আর এই টেরাকোটা শিল্পকে এক অন্য মাত্রা দিয়েছে বাঁকুড়ার টেরাকোটা গ্রাম পাঁচমুড়া ৷ গ্রামে অলিতে গলিতে যেন শুধু শিল্পের ছোঁয়া ৷ কিন্তু, এই টেরাকোটা শিল্পের অবস্থা এখন খুব একটা ভাল নেই ৷ মন্দা দেখা দিয়েছে ব্যবসায় ৷ ফলে ভাল নেই পাঁচমুড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা ৷ অভাবে দিন কাটছে তাঁদের ৷

বাঁকুড়ার উত্তরে কখনও আধভাঙা পিচে লাল মোরামের রাস্তায় কখনও জঙ্গলের মধ্যে দিয়ে 40 কিমি গেলেই দেখা মিলবে পাঁচমুড়া গ্রামের ৷ গ্রামে ঢুকলেই দেখা যাবে আট থেকে আশি প্রত্যেকের ছোঁয়ায় গড়ে উঠছে সুন্দর সুন্দর টেরাকোটার মূর্তি ৷ দুর্গা মূর্তি, মা মনসার মূর্তি থেকে শুরু করে হাতি, ঘোড়া কি নেই ! একবার দেখলেই যেন সব কিনে নিতে ইচ্ছে করবে ৷ তাই, বাঁকুড়ায় ঘুরতে এলে পর্যটকরা এখানে আসার সুযোগ কখনওই হারাতে চান না ৷ সবমিলে এ যেন শিল্পের গ্রাম, শিল্পীদের গ্রাম, মাটির ক্যানভাসে সৃজনশীলতাকে ফুটিয়ে তোলার গ্রাম।

আরও একটি টেরাকোটার মূর্তি
আরও একটি টেরাকোটার মূর্তি
কিন্তু, করোনা আবহে এখন সবটাই অতীত ৷ এই শিল্পতালুকে প্রায় এক বছর মানুষের আনাগোনা বন্ধ ৷ মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ৷ করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে ৷ বেশ কয়েক জায়গায় সাপ্তাহিক লকডাউন হয়েছে ৷ রাত্রিকালীন কার্ফু চলছে ৷ এই পরিস্থিতিতে কেউ আর কোথাও বেরোতে চাইছেন না ৷ প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে ও বিভিন্ন শিল্পে ৷ সংকটে টেরাকোটা শিল্পও ৷ আর্থিক মন্দা দেখা দিয়েছে ৷ কোনওরকমে সংসার চলছে শিল্পীদের ৷
টেরাকোটার তৈরি অসাধারণ একটি শো-পিস
টেরাকোটার তৈরি অসাধারণ একটি শো-পিস

নয়নতারা কুম্ভকার নামে এক শিল্পী বলেন, "শিল্পের অবস্থা ভাল নেই ৷ করোনার কারণে আমাদের মাটির জিনিস বিক্রি হচ্ছে না ৷ কোনওরকমে সংসার চলছে ৷ মানুষও আসছেন না ৷" ফের লকডাউনের আতঙ্কে রয়েছেন আরেক শিল্পী শ্যামলী কুম্ভকার ৷ তিনি বলেন, ‘‘লকডাউনে পর্যটক আসেননি ৷ বেচা-কেনা হয়নি ৷ খুব সমস্যা হয়েছে ৷ এখনও সমস্যা রয়েছে ৷ আবার যদি লকডাউন হয় তাহলে খুব সমস্যায় পড়ে যাব ৷’’

কোনওরকমে সংসার চলছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পীদের

আরও পড়ুন, আভিজাত্যে মোড়া মল্লগড়ের বালুচরীর কদর আজও শিখরে

শিল্পীদের অভিযোগ, বর্তমান সরকারের তরফে কয়েকটি পদক্ষেপ করা হলেও তাতে কোনও সুরাহা হয়নি ৷ লকডাউনে তো পরিস্থিতি আরও খারাপ হয়েছে ৷ লকডাউনের সময় কিছু টাকা দিয়ে সাহায্য করা হলেও তাতে সমস্যার সমাধান হয়নি ৷

অর্থের দিক থেকে অভাব থাকলেও শিল্পের রসদ এখনও সেখানকার শিল্পীদের বাঁচিয়ে রাখছে ৷ শুধুমাত্র একটু ভালোভাবে বাঁচার জন্য সরকারি সাহায্যের অনুরোধ জানাচ্ছেন পাঁচমুড়া গ্রামের শিল্পীরা ৷

Last Updated : Apr 23, 2021, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.