বাঁকুড়া, 29 এপ্রিল : কোরোনার উপসর্গ নিয়ে ভরতি থাকা এক যুবকের মৃত্যু হল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ফিভার ওয়ার্ডে। কোরোনার উপসর্গ থাকায় 26 এপ্রিল ফিভার ওয়ার্ডে ভরতি করা হয় ওই যুবককে । আজ সেখানেই তাঁর মৃত্যু হয় ।
এই নিয়ে মেডিকেল কলেজের ফিভার ওয়ার্ডে পাঁচ জনের মৃত্যু হল যাঁদের শরীরে কোরোনার উপসর্গ ছিল । গতকাল ওই যুবকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । এখনও পর্যন্ত রিপোর্ট এসে পৌঁছায়নি।
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট 23 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মেদিনীপুরে । রিপোর্ট আগামীকাল আসার সম্ভাবনা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।