ETV Bharat / state

মমতার সভায় ক্ষোভ প্রাণী সম্পদ দপ্তরের সহায়িকাদের - প্রাণী সম্পদ দপ্তরের সহায়িকা

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় নিজেদের ক্ষোভের কথা জানালেন প্রাণী সম্পদ দপ্তরের সহায়িকারা । বাঁকুড়ার খাতড়ায় সভা চলাকালীন দর্শক আসন থেকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । নিজের নিরাপত্তা আধিকারিককে বিষয়টি দেখতে পাঠান মুখ্যমন্ত্রী । সেখান থেকে পুলিশের মাধ্যমে তাঁদের কথা শোনেন তিনি ।

agitation in CM's rally
agitation in CM's rally
author img

By

Published : Nov 23, 2020, 10:50 PM IST

খাতড়া, 23 নভেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় নিজেদের ক্ষোভের কথা জানালেন প্রাণী সম্পদ দপ্তরের সহায়িকারা । বাঁকুড়ার খাতড়ায় সভা চলাকালীন দর্শক আসন থেকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ।

রাজ্যে বর্তমানে 14 হাজার প্রাণীমিত্রা, প্রাণীসেবী-সহ প্রাণী সম্পদ দপ্তরের অন্যান্য সহায়িকা রয়েছেন । 2003 সালে নিয়োগ করা হয় তাঁদের । জানা গিয়েছে, কাজের নিরিখে 800 পয়েন্ট হলে মাসে 1500 টাকা ইনসেন্টিভ দেওয়া হয় । অভিযোগ, কোনও মাসে 800 পয়েন্ট না হলে ওই টাকা তাঁরা পান না । এই নিয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে জানান তাঁরা । এমনকী, কালীঘাটে অভিযোগ জানানোর পরেও ফল মেলেনি কিছুই ।

ক্ষোভ প্রাণী সম্পদ দপ্তরের সহায়িকাদের

আজ মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন দর্শক আসন থেকে নিজেদের ক্ষোভের কথা বলতে চান সহায়িকারা । এরপর নিজের নিরাপত্তা আধিকারিককে বিষয়টি দেখতে পাঠান মুখ্যমন্ত্রী । সেখান থেকে পুলিশের মাধ্যমে তাঁদের কথা শোনেন তিনি । অবশেষে এবিষয়ে যাতে একটা ন্য়ূনতম অনারিয়াম দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

খাতড়া, 23 নভেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় নিজেদের ক্ষোভের কথা জানালেন প্রাণী সম্পদ দপ্তরের সহায়িকারা । বাঁকুড়ার খাতড়ায় সভা চলাকালীন দর্শক আসন থেকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ।

রাজ্যে বর্তমানে 14 হাজার প্রাণীমিত্রা, প্রাণীসেবী-সহ প্রাণী সম্পদ দপ্তরের অন্যান্য সহায়িকা রয়েছেন । 2003 সালে নিয়োগ করা হয় তাঁদের । জানা গিয়েছে, কাজের নিরিখে 800 পয়েন্ট হলে মাসে 1500 টাকা ইনসেন্টিভ দেওয়া হয় । অভিযোগ, কোনও মাসে 800 পয়েন্ট না হলে ওই টাকা তাঁরা পান না । এই নিয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে জানান তাঁরা । এমনকী, কালীঘাটে অভিযোগ জানানোর পরেও ফল মেলেনি কিছুই ।

ক্ষোভ প্রাণী সম্পদ দপ্তরের সহায়িকাদের

আজ মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন দর্শক আসন থেকে নিজেদের ক্ষোভের কথা বলতে চান সহায়িকারা । এরপর নিজের নিরাপত্তা আধিকারিককে বিষয়টি দেখতে পাঠান মুখ্যমন্ত্রী । সেখান থেকে পুলিশের মাধ্যমে তাঁদের কথা শোনেন তিনি । অবশেষে এবিষয়ে যাতে একটা ন্য়ূনতম অনারিয়াম দেওয়া যায় তার ব্যবস্থা করা হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.