ETV Bharat / state

BJP প্রার্থী সুভাষ সরকারকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

author img

By

Published : May 12, 2019, 7:47 PM IST

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরের অভিযোগ উঠেছে । ঘটনাটি বাঁকুড়ার বামুনতোড় গ্রামে ঘটেছে ।

সুভাষ সরকার

বাঁকুড়া, 12 মে : শালতোড়ায় আক্রান্ত হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুভাষ সরকার । সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরের অভিযোগ উঠেছে । ঘটনাটি বাঁকুড়ার বামুনতোড় গ্রামের । ঘটনার ঘণ্টাখানেক পরে পুলিশ এসে সুভাষবাবুকে সেখান থেকে উদ্ধার করে ।

বাঁকুড়ার শালতোড়া এলাকার ছাতারকানালিতে EVM ভাঙচুরের অভিযোগ উঠলে সেখানে যাচ্ছিলেন সুভাষবাবু । যাওয়ার পথে বামুনতোড় গ্রামে কিছু লোক তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। সুভাষবাবুর অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে মারধর করা হয়েছে ।

বাঁকুড়া, 12 মে : শালতোড়ায় আক্রান্ত হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুভাষ সরকার । সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরের অভিযোগ উঠেছে । ঘটনাটি বাঁকুড়ার বামুনতোড় গ্রামের । ঘটনার ঘণ্টাখানেক পরে পুলিশ এসে সুভাষবাবুকে সেখান থেকে উদ্ধার করে ।

বাঁকুড়ার শালতোড়া এলাকার ছাতারকানালিতে EVM ভাঙচুরের অভিযোগ উঠলে সেখানে যাচ্ছিলেন সুভাষবাবু । যাওয়ার পথে বামুনতোড় গ্রামে কিছু লোক তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। সুভাষবাবুর অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে মারধর করা হয়েছে ।

Intro:বাঁকুড়ার সংখ্যালঘু অধ্যুষিত পুনিশোল বোর্ড উচ্চ বিদ্যালয় ভোটের দীর্ঘ লাইনBody:বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বিধানসভার পুনিশোল গ্রাম মূলত সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম। ভোর থেকেই ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন এই গ্রামের বুথ গুলিতে। পুনিশোল বোর্ড উচ্চ বিদ্যালয় দীর্ঘ লাইন চোখে পড়ার মতো সকাল থেকেই। এই বুথে উত্তেজনা প্রবণ হওয়া সত্ত্বেও নেই কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ দিয়েই চলছে ভোট তবে এখনো পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই।
বিরোধী দলগুলি তরফে দাবি করা হয়েছিল শহরাঞ্চলে বাদ দিয়ে গ্রামাঞ্চল গুলিতে যথাসম্ভব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার। তবে কেন্দ্রীয় বাহিনী বেশ কিছু এলাকা তে নেই ফলে ভোট দিতে সমস্যায় পড়ছেন ভোটারেরা। এদিকে শালতোড়া বিধানসভার বেশ কিছু এলাকায় ছাপ্পা ভোটের অভিযোগ মিলছে।Conclusion:কোতুলপুর এর কয়েকটি বুথের বিজেপি এজেন্টের প্রথমে ঢুকতে না দেওয়া হলো সংবাদমাধ্যম যাওয়ার পর তাদের ঢুকতে দেওয়া হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.