ETV Bharat / state

কোতুলপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা, অভিযুক্ত তৃণমূল - cpim

বলরামপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । প্রায় 400 জন ভোটারকে আটকানো হয় ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : May 12, 2019, 5:04 PM IST

Updated : May 12, 2019, 5:54 PM IST

কোতুলপুর, 12 মে : কোতুলপুরের পশ্চিম বলরামপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । প্রায় 400 জন ভোটারকে আটকানো হয় । ভোট দিতে গেলে তাদেরকে বলা হয়, তাদের ভোট দেওয়া হয়ে গেছে । পরে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শুরু হয় ভোটগ্রহণ ।

দেখুন ভিডিয়ো

অভিযোগ, বাঁকুড়ার কোতুলপুরের পশ্চিম বলরামপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা দেয় স্থানীয় তৃণমূলকর্মীরা । এই ঘটনার জেরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে । দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী । পরে আবার ভোট শুরু হয়।

কোতুলপুর, 12 মে : কোতুলপুরের পশ্চিম বলরামপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । প্রায় 400 জন ভোটারকে আটকানো হয় । ভোট দিতে গেলে তাদেরকে বলা হয়, তাদের ভোট দেওয়া হয়ে গেছে । পরে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শুরু হয় ভোটগ্রহণ ।

দেখুন ভিডিয়ো

অভিযোগ, বাঁকুড়ার কোতুলপুরের পশ্চিম বলরামপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা দেয় স্থানীয় তৃণমূলকর্মীরা । এই ঘটনার জেরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে । দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী । পরে আবার ভোট শুরু হয়।

Intro:বাঁকুড়া কোতুলপুর এর মদনমোহনপুর অঞ্চলের পশ্চিম বলরাম পুর গ্রামের 234 নম্বর বুথে ভোটদানে বাধা।Body:স্থানীয় সূত্রে খবর কোতুলপুর মদনমোহনপুর অঞ্চলের বলরামপুর গ্রামে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা বাধাপ্রাপ্ত হয় প্রায় 400 ভোটার। এবং ভোট দিতে গেলে তাদেরকে বলা হয় তাদের ভোট দেওয়া হয়ে গেছে। ওই গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেন। পুলি গাড়ি কে আটক করে বিক্ষোভ দেখান।Conclusion:দীর্ঘ খন বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় এবং তাদেরকে নিজের ভোট নিজে দেওয়ার জন্য ব্যবস্থা করেন।
Last Updated : May 12, 2019, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.