ETV Bharat / state

শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ায়

author img

By

Published : Apr 26, 2020, 3:25 PM IST

আবারো শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি বাঁকুড়ায় । গতকাল সন্ধেয় নাগাদ শিলাবৃষ্টি হয় । যার জেরে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক বাড়ি ।

ছবি
ছবি

বাঁকুড়া, 26 এপ্রিল: ফের শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি বাঁকুড়ায় । চাষের জমি থেকে বহু কাঁচা বাড়ির ক্ষতি হয়েছে এই বৃষ্টির ফলে ।

গতকাল বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বেশ কিছু এলাকায় হঠাৎ সন্ধে নাগাদ শিলা বৃষ্টি হয় । সেই বৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্টের আশঙ্কা করছে জেলা প্রশাসন । যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি প্রশাসনের তরফে ।

বেলিয়াতোড়ের বাসিন্দা সাধন চন্দ্র দিয়াসি বলেন, " হঠাৎই অন্ধকার করে মেঘ জমে আকাশে এবং তারপর শিলাবৃষ্টি শুরু হয় ঝড়ের সঙ্গে । প্রথমদিকে ছোট ছোট শিলা পড়লেও তারপর এক একটি শিলার আকার প্রায় 300 থেকে 350 গ্রাম পর্যন্ত দেখা গেছে ।" গ্রামের শতাধিক কাঁচাবাড়ির ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির ফলে বলে জানান সাধনবাবু । তিনি বলেন, " একেই লকডাউন তার ওপর যেভাবে শিলাবৃষ্টি হল তাতে মাঠে যা সবজি ছিল তা নষ্ট হয়ে গেল । এই সমস্ত সবজি বাজারে পাঠিয়ে কোনওরকম ভাবে দিন গুজরান করতেন স্থানীয় কৃষক পরিবারগুলি ।"

এরপর গত 20 এপ্রিল বাঁকুড়া জেলার বেশ কয়েকটি ব্লকে শিলাবৃষ্টি হয় । সারেঙ্গা, গঙ্গাজলঘাটি, সোনামুখী এবং বড়জোড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । প্রায় 11 হাজার হেক্টর জমির ধান নষ্ট হয় এবং 900 হেক্টর জমির সবজি নষ্ট হয় । এরপর গতকাল ফের শিলাবৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করছে জেলা কৃষি বিভাগ ।

বাঁকুড়া, 26 এপ্রিল: ফের শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি বাঁকুড়ায় । চাষের জমি থেকে বহু কাঁচা বাড়ির ক্ষতি হয়েছে এই বৃষ্টির ফলে ।

গতকাল বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বেশ কিছু এলাকায় হঠাৎ সন্ধে নাগাদ শিলা বৃষ্টি হয় । সেই বৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্টের আশঙ্কা করছে জেলা প্রশাসন । যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি প্রশাসনের তরফে ।

বেলিয়াতোড়ের বাসিন্দা সাধন চন্দ্র দিয়াসি বলেন, " হঠাৎই অন্ধকার করে মেঘ জমে আকাশে এবং তারপর শিলাবৃষ্টি শুরু হয় ঝড়ের সঙ্গে । প্রথমদিকে ছোট ছোট শিলা পড়লেও তারপর এক একটি শিলার আকার প্রায় 300 থেকে 350 গ্রাম পর্যন্ত দেখা গেছে ।" গ্রামের শতাধিক কাঁচাবাড়ির ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির ফলে বলে জানান সাধনবাবু । তিনি বলেন, " একেই লকডাউন তার ওপর যেভাবে শিলাবৃষ্টি হল তাতে মাঠে যা সবজি ছিল তা নষ্ট হয়ে গেল । এই সমস্ত সবজি বাজারে পাঠিয়ে কোনওরকম ভাবে দিন গুজরান করতেন স্থানীয় কৃষক পরিবারগুলি ।"

এরপর গত 20 এপ্রিল বাঁকুড়া জেলার বেশ কয়েকটি ব্লকে শিলাবৃষ্টি হয় । সারেঙ্গা, গঙ্গাজলঘাটি, সোনামুখী এবং বড়জোড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । প্রায় 11 হাজার হেক্টর জমির ধান নষ্ট হয় এবং 900 হেক্টর জমির সবজি নষ্ট হয় । এরপর গতকাল ফের শিলাবৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করছে জেলা কৃষি বিভাগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.