বাঁকুড়া, 16 ডিসেম্বর : বাঁকুড়া জেলা শাসকের অফিস ঘিরে বিক্ষোভ আদিবাসী একতা মঞ্চের কর্মী-সমর্থকদের ৷ আজ সকালে একাধিক দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ৷ পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলেরও আয়োজন করা হয় ৷
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার বিভিন্ন সময় আদিবাসী উন্নয়নের বিভিন্ন প্রকল্প এবং প্রতিশ্রুতির দিলেও বাস্তবে তা পূরণ হয়নি ৷ আদিবাসী সমাজের কাছে পৌঁছায়নি কোনও সুযোগ-সুবিধা । অলচিকি লিপিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু রাজ্যে যে পরিমাণ অলচিকি শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল তা অসম্পূর্ণ রয়ে গেছে বলেও এদিন অভিযোগ করেন বিক্ষোভকারীরা ।
এই সমস্ত অভিযোগ নিয়ে আজ সকাল থেকে জেলা শাসকের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ আন্দোলন ৷ অবিলম্বে তাদের সমস্ত অভিযোগগুলোতে গুরুত্ব না দেওয়া হলে আগামীদিনে নবান্ন অভিযান করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী একতা মঞ্চের কর্মী-সমর্থকরা । পাশাপাশি এদিন বিক্ষোভ আন্দোলন থেকে 35 দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় ।