ETV Bharat / state

Mother's Day 2022 : ওদের সন্তান থেকেও 'নেই', বৃদ্ধাশ্রমে মাতৃদিবস উদযাপন সায়ন্তিকার - Sayantika Banerjee celebrates Mother's Day at Old age home

আজ আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day 2022) ৷ বাঁকুড়ার বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে মাতৃ দিবস উদযাপন করলেন অভিনেত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee celebrates Mother's Day at Old age home) ।

International Mother's Day celebration of Actor Sayantika Banerjee
International Mother's Day
author img

By

Published : May 8, 2022, 9:19 PM IST

বাঁকুড়া, 8 মে : আজ আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day 2022) ৷ বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস । পৃথিবীর সকল মায়েদের দিন আজ ৷ আর এরকম একটা দিন অভিনেত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কাটালেন বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে ৷ ওদের বাড়ি থেকেও বাড়ি নেই, সন্তান থেকেও তাঁরা যেন সন্তানহীন, বৃদ্ধাশ্রমে থাকা এইসব মানুষগুলির সঙ্গেই সায়ন্তিকা ভাগ করে নিলেন কিছু সুন্দর মুহূর্ত (Sayantika Banerjee celebrates Mother's Day at Old age home) ৷

আজ মাতৃ দিবস উপলক্ষে বাঁকুড়া বিকনা ক্ষিরোদ প্রসান বিদ্যাবিনোদ বৃদ্ধাশ্রমে এই দিনটির আনন্দ ভাগ করে নিতে সশরীরে সেখানে গিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । আশ্রমের বৃদ্ধাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তিনি । তাদের সঙ্গে দেখা করে চকলেট, গোলাপ উপহার দিয়ে দিনটি উদযাপন করলেন তিনি ৷ কেক কেটে তাঁদের খাইয়েও দেন ৷ শেষে তাঁদের সব রকম সুবিধা অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন অভিনেত্রী ৷

বাঁকুড়ার বৃদ্ধাশ্রমে মাতৃ দিবস উদযাপন সায়ন্তিকার

আশ্রমের পিছন দিক থেকে নদী পর্যন্ত বিস্তৃত যে রাস্তা রয়েছে সেটিকে দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছেন তিনি । আশ্রমের সকল আবাসিকরা তাঁকে এভাবে পাশে পেয়ে ভীষণ আপ্লুত ৷ বৃদ্ধাশ্রমের থাকা মানুষগুলি সম্পূর্ণ অন্যরকম ভাবে পালন করলেন মাতৃদিবস । সায়ন্তিকা নিজেও বললেন, তাঁর মা কলকাতায় এই মুহূর্তে ফলে তিনি মাতৃ দিবস পালন করতে পারছেন না মায়ের সঙ্গে ৷ বৃদ্ধাশ্রমে এসে তিনি সময় কাটাতে পেরে খুব খুশি হয়েছেন ৷

আরও পড়ুন : Interview of Monami-Anindya : পিউ-পলাশের মিষ্টি রসায়ন, 'বেলাশুরু'র আড্ডায় মনামী-অনিন্দ্য

বাঁকুড়া, 8 মে : আজ আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day 2022) ৷ বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস । পৃথিবীর সকল মায়েদের দিন আজ ৷ আর এরকম একটা দিন অভিনেত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কাটালেন বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে ৷ ওদের বাড়ি থেকেও বাড়ি নেই, সন্তান থেকেও তাঁরা যেন সন্তানহীন, বৃদ্ধাশ্রমে থাকা এইসব মানুষগুলির সঙ্গেই সায়ন্তিকা ভাগ করে নিলেন কিছু সুন্দর মুহূর্ত (Sayantika Banerjee celebrates Mother's Day at Old age home) ৷

আজ মাতৃ দিবস উপলক্ষে বাঁকুড়া বিকনা ক্ষিরোদ প্রসান বিদ্যাবিনোদ বৃদ্ধাশ্রমে এই দিনটির আনন্দ ভাগ করে নিতে সশরীরে সেখানে গিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । আশ্রমের বৃদ্ধাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তিনি । তাদের সঙ্গে দেখা করে চকলেট, গোলাপ উপহার দিয়ে দিনটি উদযাপন করলেন তিনি ৷ কেক কেটে তাঁদের খাইয়েও দেন ৷ শেষে তাঁদের সব রকম সুবিধা অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন অভিনেত্রী ৷

বাঁকুড়ার বৃদ্ধাশ্রমে মাতৃ দিবস উদযাপন সায়ন্তিকার

আশ্রমের পিছন দিক থেকে নদী পর্যন্ত বিস্তৃত যে রাস্তা রয়েছে সেটিকে দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছেন তিনি । আশ্রমের সকল আবাসিকরা তাঁকে এভাবে পাশে পেয়ে ভীষণ আপ্লুত ৷ বৃদ্ধাশ্রমের থাকা মানুষগুলি সম্পূর্ণ অন্যরকম ভাবে পালন করলেন মাতৃদিবস । সায়ন্তিকা নিজেও বললেন, তাঁর মা কলকাতায় এই মুহূর্তে ফলে তিনি মাতৃ দিবস পালন করতে পারছেন না মায়ের সঙ্গে ৷ বৃদ্ধাশ্রমে এসে তিনি সময় কাটাতে পেরে খুব খুশি হয়েছেন ৷

আরও পড়ুন : Interview of Monami-Anindya : পিউ-পলাশের মিষ্টি রসায়ন, 'বেলাশুরু'র আড্ডায় মনামী-অনিন্দ্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.