ETV Bharat / state

বাঁকুড়ায় প্রায় 300 BJP ও CPI(M) কর্মীর তৃণমূলে যোগদান - bankura news

শালতোড়ায় দলীয় কার্যালয়ে প্রায় 300 BJP ও CPI(M) কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন আনুষ্ঠানিকভাবে । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি কালীপদ রায় ।

About 300 BJP and CPIM workers join trinamool in Bankura
প্রায় 300 BJP ও CPI(M) কর্মীর তৃণমূলে যোগদান বাঁকুড়ায়
author img

By

Published : Aug 29, 2020, 9:10 PM IST

শালতোড়া, 29 অগাস্ট : বাঁকুড়ায় ফের দল বদল । গতকাল বিষ্ণুপুরের বিধায়ক BJP ছেড়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন । এবার শালতোড়ায় 300 পরিবার নাম লেখাল তৃণমূলে । যদিও BJP-র দাবি, এই দল বদলের কর্মসূচি আসলে তৃণমূলের নাটক ।

আজ শালতোড়ায় তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে প্রায় 300 BJP ও CPI(M) কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন আনুষ্ঠানিকভাবে । শালতোড়া ব্লক তৃণমূল কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি কালীপদ রায় ।

তৃণমূলে যোগদানকারীদের বক্তব্য, রাজ্যের উন্নয়নের কর্মকাণ্ডে শামিল হতে তাঁরা দল বদল করছেন । যদিও BJP-র দাবি, এই দল বদলের কর্মসূচি আসলে তৃণমূলের নাটক । BJP-র বক্তব্য, ওরা নিজেদের কর্মীদের BJP ও CPI(M) সাজিয়ে তৃণমূলের পতাকা তুলে দিচ্ছে হাতে ।

প্রায় 300 BJP ও CPI(M) কর্মীর তৃণমূলে যোগদান বাঁকুড়ায়

তবে, BJP-র এই দাবি অস্বীকার করে তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়েছে, BJP নেতৃত্ব জানেই না কারা ওদের দল করত বা বর্তমানে করে । ভোট শেষ হতেই নিজেদের কর্মীদের ওরা ভুলে গেছে । অবশ্য, ওরা চাইলে দলবদলকারীদের তালিকা ওদের হাতে তুলে দেওয়া হবে।

শালতোড়া, 29 অগাস্ট : বাঁকুড়ায় ফের দল বদল । গতকাল বিষ্ণুপুরের বিধায়ক BJP ছেড়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন । এবার শালতোড়ায় 300 পরিবার নাম লেখাল তৃণমূলে । যদিও BJP-র দাবি, এই দল বদলের কর্মসূচি আসলে তৃণমূলের নাটক ।

আজ শালতোড়ায় তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে প্রায় 300 BJP ও CPI(M) কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন আনুষ্ঠানিকভাবে । শালতোড়া ব্লক তৃণমূল কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি কালীপদ রায় ।

তৃণমূলে যোগদানকারীদের বক্তব্য, রাজ্যের উন্নয়নের কর্মকাণ্ডে শামিল হতে তাঁরা দল বদল করছেন । যদিও BJP-র দাবি, এই দল বদলের কর্মসূচি আসলে তৃণমূলের নাটক । BJP-র বক্তব্য, ওরা নিজেদের কর্মীদের BJP ও CPI(M) সাজিয়ে তৃণমূলের পতাকা তুলে দিচ্ছে হাতে ।

প্রায় 300 BJP ও CPI(M) কর্মীর তৃণমূলে যোগদান বাঁকুড়ায়

তবে, BJP-র এই দাবি অস্বীকার করে তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়েছে, BJP নেতৃত্ব জানেই না কারা ওদের দল করত বা বর্তমানে করে । ভোট শেষ হতেই নিজেদের কর্মীদের ওরা ভুলে গেছে । অবশ্য, ওরা চাইলে দলবদলকারীদের তালিকা ওদের হাতে তুলে দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.