বাঁকুড়া, 3 মে : দিল্লির পর পঞ্জাব ৷ সম্প্রতি পঞ্চনদের দেশে বিধানসভা নির্বাচনে প্রত্যাশাতীত ফলাফল গড়ে সরকার গড়েছে আম আদমি পার্টি ৷ আর পঞ্জাবে সাফল্যের পর থেকেই অরবিন্দ কেজরিওয়ালের নজর বাংলায় ৷ পঞ্জাবে বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই বাঁকুড়া জেলায় তাদের সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছে আম আদমি পার্টি ৷ পোস্টার পড়েছে জেলার বিভিন্ন জায়গায় ৷ তালিকায় নয়া সংযোজন উত্তর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লক (AAP poster in north Bankura) ৷
উল্লেখযোগ্যভাবে পোস্টারগুলিতে দেওয়া রয়েছে ফোন নম্বরও ৷ ওই নম্বরে ফোন করে গ্রহণ করা যাবে সদস্যপদ ৷ একের পর এক জেলায় সেই পোস্টার দেখেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চৌশাল প্রতীক্ষালয়ে আম আদমি পার্টির পোস্টারেও দেওয়া রয়েছে ফোন নম্বর ৷ সেখানে বলা হয়েছে আম আদমি পার্টিতে যোগ দিতে ইচ্ছুক হলে মিসড কল দিন। উত্তর বাঁকুড়ায় এই প্রথম আপের পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে ৷
আরও পড়ুন : বাঁকুড়ায় আপের পোস্টার, তৃণমূল-বিজেপি কাজিয়া
যদিও গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতা দেবদাস বাজপেয়ী এই পোস্টারিংকে গুরুত্ব দিয়ে নারাজ ৷ এই ঘটনাকে বিজেপির কাজ বলে কটাক্ষ করেছেন তিনি ৷ অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, আম আদমির মত আঞ্চলিক দলকে গুরুত্ব দিয়ে চান না । তবে তৃণমূল-বিজেপি যাই বলুক, পঞ্জাবে মসনদ দখলের পর কেজরিওয়ালের দলের জনপ্রিয়তা যে একলাফে অনেকটাই বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না ৷ এখন দেখার অদূর ভবিষ্যতে বাংলায় আদৌ কোনও সুবিধা করতে পারে কি না আপ ৷