বাঁকুড়া, 1 নভেম্বর : সারাদেশে যেখানেই দেশ বিরোধী কাজ হয় তার যোগসূত্র পাওয়া যায় পশ্চিমবঙ্গে । এখানে বোমা তৈরির কারখানা রয়েছে এবং গণতন্ত্র বলে কিছু নেই । বাঁকুড়ায় এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক আরবিন্দ মেনন ।
তিনি বলেন, "পশ্চিমবঙ্গে আমাদের 120 জনেরও বেশি কর্মী ও সমর্থক খুন হয়েছেন । এখানে পুলিশ, তৃণমূল কংগ্রেস এবং গুণ্ডাদের একটি আঁতাত তৈরি হয়েছে । রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের B-টিম এর মত কাজ করছে । এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন না থাকলে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় ।"
আগামী 5 নভেম্বর বাঁকুড়ায় দলের নেতৃত্ব কে নিয়ে একটি বৈঠক এবং সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর । তার প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে এদিন বাঁকুড়ায় একটি হোটেলে দলের নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন ।