বাঁকুড়া, 23 মার্চ : কোরোনা আতঙ্ক বিশ্বজুড়ে ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ এমনকী কলকাতায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কোয়ারান্টাইন সেন্টার ৷ বাঁকুড়া জেলাতেও মোট 22 টি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা হয়েছে ৷
কোরোনা মোকাবিলায় বাঁকুড়ার বিকনায় তৈরি করা হয়েছে কোয়ারান্টাইন সেন্টার ৷ ইতিমধ্যে সেখানে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে 40 জনকে ৷ বাঁকুড়া রেল স্টেশনে ভিন রাজ্য থেকে আগত যাত্রীদের থার্মাল স্ক্যানিং করার ব্যবস্থা করেছে রেল ও রাজ্য প্রশাসন ৷ গতকাল সেখান থেকে 38 জনকে বিকনায় কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছিল ৷ আজ আরও দু’জনকে পাঠানো হল কোয়ারান্টাইনে ৷
বাঁকুড়ার 22টি কোয়ারেন্টাইন সেন্টারে মোট 752 জনকে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ বাঁকুড়ার বহু মানুষকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত আইসোলেশন কাউকে পাঠানো হয়নি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর । কোরোনার নিয়ে প্রতিদিনই জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং স্বাস্থ্য অধিকর্তা একাধিকবার বৈঠক করছেন এবং নজরদারি রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে ।