ETV Bharat / state

কোয়ারানটিনে ছাতনার দুই কোরোনা আক্রান্তের পরিবারের 4 জন - Chatna

কলকাতা থেকে সম্প্রতি ছাতনায় ফেরা দু'জনের রিপোর্টে গতকালই কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপরই আজ এই দু'জনের পরিবারের মোট চারজনকে ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় ।

bankura
বাঁকুড়া
author img

By

Published : May 25, 2020, 2:11 PM IST

ছাতনা, 25 মে : সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন দু'জন । তাঁরা দু'জনেই কাজের সূত্রে কলকাতায় থাকেন । গতকাল তাঁদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপরই আজ এই দু'জনের পরিবারের মোট চারজনকে ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । পাশাপাশি তাঁদের মধ্যে একজনকে দুর্গাপুরে কোরোনা চিকিৎসার জন্য পাঠানো হয় । আর অপরজন স্বাস্থ্য বিভাগের নির্দেশ না মেনে নমুনা পরীক্ষার পরের দিনই কলকাতায় ফিরে যাওয়ায় তাঁর সমস্ত তথ্য সংশ্লিষ্ট প্রশাসনকে পাঠানো হয় ।

দুই কোরোনা আক্রান্তের মধ্যে একজনের বয়স 28 বছর । অন্যজনের বয়স 65 বছর । এই 28 বছরের যুবক কলকাতায় একটি কুরিয়ার সার্ভিস সংস্থায় কাজ করেন । 14 মে তিনি ছাতনায় ফেরেন । ওইদিনই তাঁরা নমুনা সংগ্রহ করা হয় । পাশাপাশি তাঁকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় । কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশ না মেনে পরের দিন অর্থাৎ 15 মে কলকাতায় ফিরে যান । গতকাল তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । এরপরই আর কোনওরকম দেরি না করে তাঁর পরিবারের দু'জনকে আজ ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠিয়ে দেয় জেলা স্বাস্থ্য বিভাগ । পাশাপাশি কলকাতার সংশ্লিষ্ট প্রশাসনেক ওই যুবক ও তাঁরা কোরোনায় আক্রান্ত হওয়ার তথ্যও পাঠানো হয় ।

অন্যদিকে 13 মে কলকাতা থেকে ছাতনা ফেরেন 65 বছরের ওই বৃদ্ধ । 14 মে তাঁরও নমুনা সংগ্রহ করা হয় । তিনি স্বাস্থ্য বিভাগের নির্দেশ মতো হোম কোয়ারানটিনে থাকেন । গতকাল তাঁর রিপোর্টেও কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপরই তাঁর পরিবারের দু'জনকেও ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠায় স্বাস্থ্য বিভাগ । আর ওই সংক্রমিতকে চিকিৎসার জন্য পাঠানো হয় দুর্গাপুরে ।

বাঁকুড়ায় একইদিনে দুই কোরোনা আক্রান্তের হদিস মেলায় জেলাকে রেড জ়োন করার দাবি জানান স্থানীয় BJP নেতা জীবন চক্রবর্তী । পাশাপাশি কোরোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ করারও দাবি জানান ।

ছাতনা, 25 মে : সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন দু'জন । তাঁরা দু'জনেই কাজের সূত্রে কলকাতায় থাকেন । গতকাল তাঁদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপরই আজ এই দু'জনের পরিবারের মোট চারজনকে ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । পাশাপাশি তাঁদের মধ্যে একজনকে দুর্গাপুরে কোরোনা চিকিৎসার জন্য পাঠানো হয় । আর অপরজন স্বাস্থ্য বিভাগের নির্দেশ না মেনে নমুনা পরীক্ষার পরের দিনই কলকাতায় ফিরে যাওয়ায় তাঁর সমস্ত তথ্য সংশ্লিষ্ট প্রশাসনকে পাঠানো হয় ।

দুই কোরোনা আক্রান্তের মধ্যে একজনের বয়স 28 বছর । অন্যজনের বয়স 65 বছর । এই 28 বছরের যুবক কলকাতায় একটি কুরিয়ার সার্ভিস সংস্থায় কাজ করেন । 14 মে তিনি ছাতনায় ফেরেন । ওইদিনই তাঁরা নমুনা সংগ্রহ করা হয় । পাশাপাশি তাঁকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় । কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশ না মেনে পরের দিন অর্থাৎ 15 মে কলকাতায় ফিরে যান । গতকাল তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে । এরপরই আর কোনওরকম দেরি না করে তাঁর পরিবারের দু'জনকে আজ ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠিয়ে দেয় জেলা স্বাস্থ্য বিভাগ । পাশাপাশি কলকাতার সংশ্লিষ্ট প্রশাসনেক ওই যুবক ও তাঁরা কোরোনায় আক্রান্ত হওয়ার তথ্যও পাঠানো হয় ।

অন্যদিকে 13 মে কলকাতা থেকে ছাতনা ফেরেন 65 বছরের ওই বৃদ্ধ । 14 মে তাঁরও নমুনা সংগ্রহ করা হয় । তিনি স্বাস্থ্য বিভাগের নির্দেশ মতো হোম কোয়ারানটিনে থাকেন । গতকাল তাঁর রিপোর্টেও কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপরই তাঁর পরিবারের দু'জনকেও ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠায় স্বাস্থ্য বিভাগ । আর ওই সংক্রমিতকে চিকিৎসার জন্য পাঠানো হয় দুর্গাপুরে ।

বাঁকুড়ায় একইদিনে দুই কোরোনা আক্রান্তের হদিস মেলায় জেলাকে রেড জ়োন করার দাবি জানান স্থানীয় BJP নেতা জীবন চক্রবর্তী । পাশাপাশি কোরোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ করারও দাবি জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.