ETV Bharat / state

বিজেপি ছাড়লেন 3 পঞ্চায়েত সদস্য, বিক্রমপুর তৃণমূলের দখলে - বিক্রমপুর তৃণমূলের দখলে

এদিন তৃণমূল জেলা সভাপতি ড. শ্যামল সাঁতরার উপস্থিতিতে বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন ।

3-bjp-member-of-bikrampur-panchayat-of-bankura-join-tmc
3-bjp-member-of-bikrampur-panchayat-of-bankura-join-tmc
author img

By

Published : May 15, 2021, 7:18 PM IST

রাইপুর (বাঁকুড়া), 15 মে : রাজ্যে তৃণমূলের জয়জয়কার, ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার ধুম পড়েছে ৷ বাঁকুড়ার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে ৷ আজ বিজেপি বোর্ডের 3 সদস্য যোগ দিলেন তৃণমূলে ৷ এর ফলে তৃণমূলে দখলে এল বোর্ড ৷

বাঁকুড়া জেলার রাইপুর বিধানসভার সারেঙ্গা ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত গতকাল অবধি ছিল বিজেপির দখলে ৷ আজ বদলে গেল সেখানকার রাজনৈতিক মানচিত্র ৷ এদিন ওই বোর্ডের 3 সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৷ এদিন তৃণমূল জেলা সভাপতি ড. শ্যামল সাঁতরার উপস্থিতিতে বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন । 3 সদস্যরা হলেন সুন্দরী হেমব্রম, নিয়তি মল্ল এবং শিবদাস সিং ৷ 3 জনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা ৷

বিক্রমপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে হিংসার বর্ণনা শুনে চোখে জল রাজ্যপালের

পরে শ্যামল সাঁতরা বলেন, "মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হলেন তিন পঞ্চায়েত সদস্য ৷ বিজেপি বোর্ডে কাজ করতে পারছিলেন না ওঁরা ৷"

যদিও জেলা বিজেপি কোষাধক্ষ্য সুধাংশু হাঁসদার মতে, বিজেপি সদস্যদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে ৷ তিনি বলেন, "বিজেপি নেতাদের ভয় দেখানো হয়েছে ৷ স্বেচ্ছায় তাঁরা দল ছাড়েননি ৷ পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে ধমক দেওয়া হয়েছিল ৷"

রাইপুর (বাঁকুড়া), 15 মে : রাজ্যে তৃণমূলের জয়জয়কার, ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার ধুম পড়েছে ৷ বাঁকুড়ার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে ৷ আজ বিজেপি বোর্ডের 3 সদস্য যোগ দিলেন তৃণমূলে ৷ এর ফলে তৃণমূলে দখলে এল বোর্ড ৷

বাঁকুড়া জেলার রাইপুর বিধানসভার সারেঙ্গা ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত গতকাল অবধি ছিল বিজেপির দখলে ৷ আজ বদলে গেল সেখানকার রাজনৈতিক মানচিত্র ৷ এদিন ওই বোর্ডের 3 সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৷ এদিন তৃণমূল জেলা সভাপতি ড. শ্যামল সাঁতরার উপস্থিতিতে বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন । 3 সদস্যরা হলেন সুন্দরী হেমব্রম, নিয়তি মল্ল এবং শিবদাস সিং ৷ 3 জনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা ৷

বিক্রমপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে হিংসার বর্ণনা শুনে চোখে জল রাজ্যপালের

পরে শ্যামল সাঁতরা বলেন, "মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হলেন তিন পঞ্চায়েত সদস্য ৷ বিজেপি বোর্ডে কাজ করতে পারছিলেন না ওঁরা ৷"

যদিও জেলা বিজেপি কোষাধক্ষ্য সুধাংশু হাঁসদার মতে, বিজেপি সদস্যদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে ৷ তিনি বলেন, "বিজেপি নেতাদের ভয় দেখানো হয়েছে ৷ স্বেচ্ছায় তাঁরা দল ছাড়েননি ৷ পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে ধমক দেওয়া হয়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.