বাঁকুড়া, 17 মার্চ : 21 জন অঙ্গনওয়াড়ি কর্মীকে বরখাস্তের প্রতিবাদে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হল । 2018 সালে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাঁকুড়া জেলার সোনামুখী ও পাত্রসায়রের 21 জন কর্মী পরীক্ষা দেন এবং তাতে উত্তীর্ণ হন । 2019 সালের 9 সেপ্টেম্বর নিয়োগপত্র পান তাঁরা । অভিযোগ, গত বছরের 6 মার্চ কোনও কারণ না দেখিয়ে পাত্রসায়রের CDPO অফিসে 10 জনকে বরখাস্তের নোটিস ঝোলানো হয় ৷ 7 মার্চ সোনামুখীতেও একইরকম ভাবে 11 কর্মীকে বরখাস্তের বিজ্ঞপ্তি দেওয়া হয় ।
এই ঘটনার পর থেকেই একাধিকবার বিভিন্ন দপ্তরে আবেদন করেন বরখাস্ত হওয়া কর্মীরা ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনওরকম সুরাহা হয়নি । তাই আজ ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়নের নেতৃত্বে অঙ্গনওয়াড়ি কর্মীরা বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ।
আজ জেলাশাসকের সঙ্গে বিক্ষোভকারীদের একটি দল দেখা করেন ৷ জেলাশাসক বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলার আশ্বাসও দিয়েছেন তাঁদের ৷ বরখাস্তের বিষয়টি সম্পূর্ণ বেআইনি বলে আন্দোলনকারীদের তরফে অভিযোগ করা হয়েছে ৷ সেই সঙ্গে যদি তাঁদের পুনরায় নিয়োগ না করা হয় তাহলে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুমকি দিয়েছেন তাঁরা ।