ETV Bharat / state

Lighting on Duare Sarkar Camp : বাঁকুড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে বজ্রপাত, আহত কমপক্ষে 10 - lighting

বুধবার বাঁকুড়ার জগদল্লা-1 গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি মহাত্মা গান্ধি স্মৃতি বিদ্যালয়ে দুয়ারে সরকারের শিবির হয় ৷ এদিনই ওই শিবির শেষ হওয়ার কথা ছিল ৷ সেখানেই এই ঘটনা ঘটে ৷

10 person injured due to lighting-on-duare-sarkar-camp-at-bankura
Lighting on Duare Sarkar Camp : বাঁকুড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে বজ্রপাত, আহত কমপক্ষে 10
author img

By

Published : Sep 8, 2021, 9:12 PM IST

বাঁকুড়া, 8 সেপ্টেম্বর : দুয়ারে সরকারের শিবির চলাকালীন বজ্রপাতের ঘটনা ঘটল বাঁকুড়ায় ৷ এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় ৷ উপভোক্তা-সহ অন্যরা ছোটাছুটি শুরু করেন ৷ তাতে অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : Bankura : বাঁকুড়ার হরিহরগঞ্জের ‘রাজা’রা এখন বিপিএল তালিকাভুক্ত !

বুধবার বাঁকুড়ার জগদল্লা-1 গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি মহাত্মা গান্ধি স্মৃতি বিদ্যালয়ে দুয়ারে সরকারের শিবির হয় ৷ এদিনই ওই শিবির শেষ হওয়ার কথা ছিল ৷ জগদল্লা এক নম্বর অঞ্চল সভাপতি সোমনাথ চৌধুরী বলেন, "শিবির চলাকালীন হঠাৎ করে বজ্রপাত হয় ৷ কয়েকজন মানুষ আহত হন ৷ প্রত্যেককে আচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে ৷’’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বজ্রপাত হতেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় ৷ অনেকে ধাক্কাধাক্কিতে পড়ে যান ৷ তাতেই অন্তত 10 জন আহত হয়েছেন ৷ আহতদের প্রথমে আচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা শুরু হয় ৷ পরে একজনের শারীরিক পরিস্থিতির অবনতি হয় ৷ তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আরও পড়ুন : Bankura Shiva Temple : দর্শনার্থীদের পথ চেয়ে এক্তেশ্বর শিব মন্দিরের ব্যবসায়ীরা

বাঁকুড়া-1 ব্লকের বিডিও অঞ্জন চৌধুরী ওই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান ৷ সেখানে গিয়ে আহতদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ তিনি জানান, আহত ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ সরকারের তরফ থেকে আহতদের সম্পূর্ণ সহায়তা করা হবে ৷

বাঁকুড়া, 8 সেপ্টেম্বর : দুয়ারে সরকারের শিবির চলাকালীন বজ্রপাতের ঘটনা ঘটল বাঁকুড়ায় ৷ এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় ৷ উপভোক্তা-সহ অন্যরা ছোটাছুটি শুরু করেন ৷ তাতে অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : Bankura : বাঁকুড়ার হরিহরগঞ্জের ‘রাজা’রা এখন বিপিএল তালিকাভুক্ত !

বুধবার বাঁকুড়ার জগদল্লা-1 গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি মহাত্মা গান্ধি স্মৃতি বিদ্যালয়ে দুয়ারে সরকারের শিবির হয় ৷ এদিনই ওই শিবির শেষ হওয়ার কথা ছিল ৷ জগদল্লা এক নম্বর অঞ্চল সভাপতি সোমনাথ চৌধুরী বলেন, "শিবির চলাকালীন হঠাৎ করে বজ্রপাত হয় ৷ কয়েকজন মানুষ আহত হন ৷ প্রত্যেককে আচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে ৷’’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বজ্রপাত হতেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় ৷ অনেকে ধাক্কাধাক্কিতে পড়ে যান ৷ তাতেই অন্তত 10 জন আহত হয়েছেন ৷ আহতদের প্রথমে আচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা শুরু হয় ৷ পরে একজনের শারীরিক পরিস্থিতির অবনতি হয় ৷ তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আরও পড়ুন : Bankura Shiva Temple : দর্শনার্থীদের পথ চেয়ে এক্তেশ্বর শিব মন্দিরের ব্যবসায়ীরা

বাঁকুড়া-1 ব্লকের বিডিও অঞ্জন চৌধুরী ওই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান ৷ সেখানে গিয়ে আহতদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ তিনি জানান, আহত ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ সরকারের তরফ থেকে আহতদের সম্পূর্ণ সহায়তা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.