ETV Bharat / state

উদ্বোধনের দেড় বছরের মাথায় বিকল ডুয়ার্সকন্যার 5টি লিফট - ডুয়ার্সকন্যা

উদ্বোধনের দেড় বছরের মাথায় ডুয়ার্সকন্যায় বিকল 6টি-র মধ্যে 5টি লিফট ৷ এখন একমাত্র ভরসা জেলাশাসক এবং আধিকারিকদের জন্য নির্দিষ্ট লিফটি ।

বিকল লিফট
author img

By

Published : Jul 26, 2019, 1:58 PM IST

Updated : Jul 26, 2019, 8:11 PM IST

আলিপুরদুয়ার, 26 জুলাই : উদ্বোধন হয়েছে মাত্র দেড় বছর আগে ৷ এরই মধ্যে বিকল ডুয়ার্সকন্যার 5টি লিফট । এখন একমাত্র ভরসা জেলাশাসক এবং আধিকারিকদের জন্য নির্দিষ্ট লিফটি ।

লিফট বিকলের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন ডুয়ার্সকন্যায় কর্মরত সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ বিশেষ করে বিপাকে বয়স্ক ও অসুস্থরা ৷ একটিমাত্র লিফট চালু থাকায় একসঙ্গে 10-15 জন করে চাপছেন ৷ ফলে নির্ধারিত ক্ষমতার বেশি মানুষ লিফটে যাতায়াত করায় যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে ৷

lift, alipurdurar
ডুয়ার্সকন্যায় বিকল 7টি লিফট

ডুয়ার্সকন্যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2018 সালের 9 জানুয়ারি । ছ'তলা এই প্রশাসনিক ভবনে মোট 6টি লিফট রয়েছে । যার মধ্যে 5টি সরকারি কর্মী এবং সাধারণ মানুষের জন্য । আর একটি রয়েছে জেলাশাসক এবং অন্য আধিকারিকদের জন্য । কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই ভবনে প্রবেশের মুখে থাকা দু'টি লিফট বিকল হয়ে যায় । এরপর একে একে বন্ধ হতে থাকে বাকি লিফটগুলিও ।

lift, alipurdurar
লিফট বিকলের ফলে ভোগান্তিতে ডুয়ার্সকন্যায় কর্মরত সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ

ইতিমধ্যেই টেকনিকাল সমস্যার কারণে লিফটে দীর্ঘক্ষণ আটকে পড়ার মত ঘটনাও ঘটেছে ৷ জানান সেখানে কর্মরত সুরেশ দাস, অঞ্জলি ঘোষরা । লিফট বিকল থাকার জন্য প্রায় 70-80 টি সিঁড়ি ভেঙে নিত্যদিন ওঠা-নামা করতে হচ্ছে ৷ জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, লিফটগুলো রক্ষণাবেক্ষণ করে PWD ৷ ইতিমধ্যেই লিফটগুলো সারিয়ে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

দেখুন ভিডিয়ো

আলিপুরদুয়ার, 26 জুলাই : উদ্বোধন হয়েছে মাত্র দেড় বছর আগে ৷ এরই মধ্যে বিকল ডুয়ার্সকন্যার 5টি লিফট । এখন একমাত্র ভরসা জেলাশাসক এবং আধিকারিকদের জন্য নির্দিষ্ট লিফটি ।

লিফট বিকলের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন ডুয়ার্সকন্যায় কর্মরত সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ বিশেষ করে বিপাকে বয়স্ক ও অসুস্থরা ৷ একটিমাত্র লিফট চালু থাকায় একসঙ্গে 10-15 জন করে চাপছেন ৷ ফলে নির্ধারিত ক্ষমতার বেশি মানুষ লিফটে যাতায়াত করায় যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে ৷

lift, alipurdurar
ডুয়ার্সকন্যায় বিকল 7টি লিফট

ডুয়ার্সকন্যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2018 সালের 9 জানুয়ারি । ছ'তলা এই প্রশাসনিক ভবনে মোট 6টি লিফট রয়েছে । যার মধ্যে 5টি সরকারি কর্মী এবং সাধারণ মানুষের জন্য । আর একটি রয়েছে জেলাশাসক এবং অন্য আধিকারিকদের জন্য । কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই ভবনে প্রবেশের মুখে থাকা দু'টি লিফট বিকল হয়ে যায় । এরপর একে একে বন্ধ হতে থাকে বাকি লিফটগুলিও ।

lift, alipurdurar
লিফট বিকলের ফলে ভোগান্তিতে ডুয়ার্সকন্যায় কর্মরত সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ

ইতিমধ্যেই টেকনিকাল সমস্যার কারণে লিফটে দীর্ঘক্ষণ আটকে পড়ার মত ঘটনাও ঘটেছে ৷ জানান সেখানে কর্মরত সুরেশ দাস, অঞ্জলি ঘোষরা । লিফট বিকল থাকার জন্য প্রায় 70-80 টি সিঁড়ি ভেঙে নিত্যদিন ওঠা-নামা করতে হচ্ছে ৷ জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, লিফটগুলো রক্ষণাবেক্ষণ করে PWD ৷ ইতিমধ্যেই লিফটগুলো সারিয়ে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

দেখুন ভিডিয়ো
Intro:আলিপুরদুয়ারঃ-উদ্বোধনের মাত্র দেড় বছরের মাথায় বিকল ছয় তলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সাতটি লিফট। প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার ছয় তলায় ওঠার একমাত্র সবেধন নীলমণি জেলাশাসক এবং আধিকারিকদের জন্য সংরক্ষিত লিফটি।

Body:লিফট বিকলের জেরে চরম ভোগান্তিতে পড়েছে ডুয়ার্স কন্যায় সরকারি কাজে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। নিত্য দিন অসুবিধায় পড়তে হচ্ছে ডুয়ার্স কন্যায় কর্মরত প্রায় ৩৫০ জন সরকারি কর্মীকে । সরকারি কর্মীরা জীবনের ঝুকি নিয়ে এক লিফটেই একসাথে ১০ -১৫ জন করে চাপছেন লিফটে। সরকারি কর্মীদের সাথে লিফটে চেপে যাচ্ছেন সরকারি কাজে আসা জেলার মানুষ। লিফটে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা প্রকাশ করছেন সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।

ডুয়ার্স কন্যা উদ্বোধন হয় ২০১৮ সালের ৯ জানুয়ারি। শুরু থেকেই এই ছয় তলার প্রশাসনিক ভবনে আটটি লিফট চালু হয়। সাতটি লিফট খোলা থাকে সরকারি কর্মী এবং প্রশাসনিক ভবনে কাজে আসা সাধারণ নাগরিকদের জন্য। একটি লিফট বরাদ্দ হয় জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকদের জন্য।
তবে উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই ডুয়ার্স কন্যায় প্রবেশের মুখেই যে এক জোড়া লিফট রয়েছে সেই দুটি বিকল হয়ে যায়। আজও সেই বিকল অবস্থায় পড়ে আছে। এর পর একে একে বন্ধ হতে থাকে সমস্ত লিফট। লিফট বিকল হবার শেষ ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে।
ইতি মধ্যেই ডুয়ার্স কন্যায় লিফট বিভ্রাটের শিকার হয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মী এবং সাধারণ মানুষ। লিফটে ওঠা কালিন লিফটে দির্ঘক্ষন আটকে পড়ার অভিজ্ঞতা রয়েছে পাচ তলায় কর্মরত সুরেশ দাস, অঞ্জলি ঘোষের মতো কর্মীদের।
লিফট গুলো বিকল থাকার কারনে সরকারি কর্মী এবং সাধারণ মানুষদের ৭০-৮০ টি সিড়ি ভেঙ্গে বাধ্য হয়ে উঠা নাম করছেন । অনেকে আবার লিফটের দূর্ঘটনা এড়াতে বেছে নিয়েছেন সিড়ির পথ।
আলিপুরদুয়ারের ।

Conclusion:আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান লিফট গুলো রক্ষনাবেক্ষন করে পি,ডাব্লি, ডি। তাদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে লিফট গুলো চালু করতে। এই লিফট বিকল হয়ে যাবার কারনে সব থেকে বিপাকে পড়েছেন বয়স্ক মানুষরা।


Last Updated : Jul 26, 2019, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.