আলিপুরদুয়ার, 26 জুলাই : উদ্বোধন হয়েছে মাত্র দেড় বছর আগে ৷ এরই মধ্যে বিকল ডুয়ার্সকন্যার 5টি লিফট । এখন একমাত্র ভরসা জেলাশাসক এবং আধিকারিকদের জন্য নির্দিষ্ট লিফটি ।
লিফট বিকলের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন ডুয়ার্সকন্যায় কর্মরত সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ বিশেষ করে বিপাকে বয়স্ক ও অসুস্থরা ৷ একটিমাত্র লিফট চালু থাকায় একসঙ্গে 10-15 জন করে চাপছেন ৷ ফলে নির্ধারিত ক্ষমতার বেশি মানুষ লিফটে যাতায়াত করায় যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে ৷
ডুয়ার্সকন্যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2018 সালের 9 জানুয়ারি । ছ'তলা এই প্রশাসনিক ভবনে মোট 6টি লিফট রয়েছে । যার মধ্যে 5টি সরকারি কর্মী এবং সাধারণ মানুষের জন্য । আর একটি রয়েছে জেলাশাসক এবং অন্য আধিকারিকদের জন্য । কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই ভবনে প্রবেশের মুখে থাকা দু'টি লিফট বিকল হয়ে যায় । এরপর একে একে বন্ধ হতে থাকে বাকি লিফটগুলিও ।
ইতিমধ্যেই টেকনিকাল সমস্যার কারণে লিফটে দীর্ঘক্ষণ আটকে পড়ার মত ঘটনাও ঘটেছে ৷ জানান সেখানে কর্মরত সুরেশ দাস, অঞ্জলি ঘোষরা । লিফট বিকল থাকার জন্য প্রায় 70-80 টি সিঁড়ি ভেঙে নিত্যদিন ওঠা-নামা করতে হচ্ছে ৷ জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, লিফটগুলো রক্ষণাবেক্ষণ করে PWD ৷ ইতিমধ্যেই লিফটগুলো সারিয়ে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷