আলিপুরদুয়ার, 25 জুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি । দলে তাঁর যোগদান নিয়ে উচ্ছ্বাস তো নেই, উপরন্তু তৈরি হয়েছে অসন্তোষ । কালচিনির একাধিক বুথ এবং পঞ্চায়েতস্তরের BJP নেতা, কর্মীরা দফায় দফায় মিটিং করেন । বৈঠকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন অনেকেই । পরিস্থিতি বুঝতে পারে তড়িঘড়ি ফেসবুক পোস্টে পুরোনো কর্মীদের আশ্বস্ত করেন জেলা সভাপতি । লেখেন, 'আমাদের পার্টির হজম শক্তি অনেক বেশি । কেউ চিন্তিত হবেন না । জেলার চৌকিদার গঙ্গাপ্রসাদ শর্মাই থাকবেন ।'
অন্যদিকে, উইলসনের BJP-তে যোগদান প্রসঙ্গে তৃণমূল রাজ্য সহসভাপতি প্রশান্ত নারায়ণ মজুমদার বলেন, "দলের ক্ষতি হবে না । উইলসন বীরাপ্পনের সঙ্গে হাত মিলিয়ে রক্ত চন্দন পাচার করত । এছাড়া বন্যপ্রাণীদের দেহাংশ পাচারের সঙ্গে যুক্ত ছিল । তাই, এই ধরনের একজন লোক দলত্যাগ করলে আমাদের ক্ষতি হবে না ।" সত্যিই কি পাচারের সঙ্গে যুক্ত উইলসন ? যদি তাই হয়, তাহলে তাঁকে দলে নেওয়া হল কেন ? এবিষয়ে BJP আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত রায় জানান, কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের বিষয় এটা। এখানে আমাদের কিছু বলার নেই । নেতৃত্ব যেভাবে কাজ করার নির্দেশ দেবে, আমরা সেভাবেই করব ।
2009 সালে কালচিনির RSP বিধায়ক মনোহর তিরকি আলিপুরদুয়ার লোকসভার সাংসদ হন । তাঁর ছেড়ে যাওয়া কালচিনি বিধানসভা আসনে উপনির্বাচন হয় । সেই নির্বাচনে উইলসন গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে জয় লাভ করেন । 2011 সালে বিধানসভা নির্বাচনেও গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে বিধায়ক হন চম্প্রমারি । 2012 সালে তিনি তৃণমূলে যোগদান করেন । 2016 সালে একই কেন্দ্র থেকে ফের বিধায়ক নির্বাচিত হন ।
দল ছাড়ার কারণ কী ? ফোনে উইলসন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে অনেকবার প্রস্তাব দিয়েছিলাম ডুয়ার্সে জনজাতির উন্নয়নে পাহাড়ের ধাঁচেই উন্নয়ন বোর্ড গড়ে তোলা হোক। তিনি পাত্তাই দেননি । তৃণমূল বিধায়কদের কোনও কথাই বলতে দেওয়া হয় না । তাই BJP-তে যোগদান করলাম । দল যেভাবে নির্দেশ দেবে সে ভাবেই বিধায়ক হিসেবে কাজ করে যাব ।