ETV Bharat / state

কমেছে দূষণ, উড়ছে অচেনা পাখি, রূপ ফিরছে ডুয়ার্সের

ডুয়ার্সের জঙ্গল মহল থেকে প্রকাশ্যে আসছে বন্যপ্রাণ । দিনের আলোয় গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছে হাতির দল, বাইসন, হরিণের পাল । মাঝে মধ্যে লোকালয়ে বেরিয়ে আসছে বুনো শূকরের দল । বক্সা টাইগার রিজ়ার্ভের জঙ্গলে দেখা মিলছে প্রকৃতির থেকে হারিয়ে যাওয়া হরেকরকম পাখি ।

Wild animals
Wild animals
author img

By

Published : Apr 24, 2020, 2:42 PM IST

আলিপুরদুয়ার, 24 এপ্রিল : লকডাউনে কমছে পরিবেশের দূষণ । ডুয়ার্সের জঙ্গলে নেই গাড়ির বিষাক্ত ধোঁয়ার দাপট । প্রকৃতি তার নিজের রূপ ফিরে পাচ্ছে । ডুয়ার্সের জঙ্গল থেকে প্রকাশ্যে আসছে বন্যপ্রাণ । দিনের আলোয় গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছে হাতির দল, বাইসন, হরিণের পাল ।

মাঝে মধ্যে লোকালয়ে বেরিয়ে আসছে বুনো শূকরের দল । বক্সা টাইগার রিজ়ার্ভের জঙ্গলে দেখা মিলছে প্রকৃতির থেকে হারিয়ে যাওয়া হরেকরকম পাখি । আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ পাহাড়ি নদীর জল । ডুয়ার্সের নদীগুলিতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বৈরালি, পিঠকাটা, পুঠিতরের মতো হারিয়ে যাওয়া মাছ ।

আলিপুরদুয়ার থেকে বক্সার পথ ধরে জয়ন্তী যাওয়ার জঙ্গলপথে দেখা মিলছে বন্যজন্তুদের । জঙ্গলের পরিবেশ তার পরিচিত রূপ ফিরে পাওয়ায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে প্রাণীগুলি। রাজাভাতখাওয়ার পাম্পুবস্তি, 28 মাইল, পানিঝোড়া এলাকায় এখন বন্যপ্রাণদের অবাধ বিচরণ ।

হিমালয়ান নেচার আ্যন্ড আ্যডভেঞ্চার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর অনিমেষ বসু জানিয়েছেন, টানা লকডাউনের ফলে পরিবেশের দূষণ অনেকটা কমে যাওয়ায় প্রকৃতি তার নিজের রূপ ফিরে পেয়েছে । জঙ্গলে এখন গাড়ি চলছে না । ফলে ধোঁয়া এবং শব্দদূষণ একেবারেই নেই । সে কারণেই প্রকৃতিতে দেখা মিলছে বন্যপ্রাণদের । লকডাউন উঠে গেলেও মানুষ যদি নিয়ম মেনে চলে তবে প্রকৃতিও বাঁচবে আর বাঁচবে মানুষও ।

আলিপুরদুয়ার, 24 এপ্রিল : লকডাউনে কমছে পরিবেশের দূষণ । ডুয়ার্সের জঙ্গলে নেই গাড়ির বিষাক্ত ধোঁয়ার দাপট । প্রকৃতি তার নিজের রূপ ফিরে পাচ্ছে । ডুয়ার্সের জঙ্গল থেকে প্রকাশ্যে আসছে বন্যপ্রাণ । দিনের আলোয় গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছে হাতির দল, বাইসন, হরিণের পাল ।

মাঝে মধ্যে লোকালয়ে বেরিয়ে আসছে বুনো শূকরের দল । বক্সা টাইগার রিজ়ার্ভের জঙ্গলে দেখা মিলছে প্রকৃতির থেকে হারিয়ে যাওয়া হরেকরকম পাখি । আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ পাহাড়ি নদীর জল । ডুয়ার্সের নদীগুলিতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বৈরালি, পিঠকাটা, পুঠিতরের মতো হারিয়ে যাওয়া মাছ ।

আলিপুরদুয়ার থেকে বক্সার পথ ধরে জয়ন্তী যাওয়ার জঙ্গলপথে দেখা মিলছে বন্যজন্তুদের । জঙ্গলের পরিবেশ তার পরিচিত রূপ ফিরে পাওয়ায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে প্রাণীগুলি। রাজাভাতখাওয়ার পাম্পুবস্তি, 28 মাইল, পানিঝোড়া এলাকায় এখন বন্যপ্রাণদের অবাধ বিচরণ ।

হিমালয়ান নেচার আ্যন্ড আ্যডভেঞ্চার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর অনিমেষ বসু জানিয়েছেন, টানা লকডাউনের ফলে পরিবেশের দূষণ অনেকটা কমে যাওয়ায় প্রকৃতি তার নিজের রূপ ফিরে পেয়েছে । জঙ্গলে এখন গাড়ি চলছে না । ফলে ধোঁয়া এবং শব্দদূষণ একেবারেই নেই । সে কারণেই প্রকৃতিতে দেখা মিলছে বন্যপ্রাণদের । লকডাউন উঠে গেলেও মানুষ যদি নিয়ম মেনে চলে তবে প্রকৃতিও বাঁচবে আর বাঁচবে মানুষও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.